ব্যবহারিক ১: ইলেকট্রনিক্স ল্যাবে ব্যবহৃত বিভিন্ন টুলস ও ইকুইপমেন্ট ব্যবহারের প্রস্তুতি গ্রহণকরণ

আজকে আমরা ব্যবহারিক ১: ইলেকট্রনিক্স ল্যাবে ব্যবহৃত বিভিন্ন টুলস ও ইকুইপমেন্ট ব্যবহারের প্রস্তুতি গ্রহণকরণ সম্পর্কে আলোচনা করবো । যা জেনারেল ইলেকট্রনিক্স ১ এর ইলেকট্রনিক কাজে ব্যবহৃত হ্যান্ড টুলস, পরিমাপক যন্ত্র এবং কম্পোনেন্টসমূহের ব্যবহার ও টেস্টিং অংশের অন্তর্গত।

 

ব্যবহারিক ১: ইলেকট্রনিক্স ল্যাবে ব্যবহৃত বিভিন্ন টুলস ও ইকুইপমেন্ট ব্যবহারের প্রস্তুতি গ্রহণকরণ

 

ব্যবহারিক ১: ইলেকট্রনিক্স ল্যাবে ব্যবহৃত বিভিন্ন টুলস ও ইকুইপমেন্ট ব্যবহারের প্রস্তুতি গ্রহণকরণ

এর  উপকরণ ব্যবহার করে একজন শিক্ষার্থী ইলেকট্রনিক্স ল্যাবে ব্যবহৃত বিভিন্ন টুলস ও ইকুইপমেন্ট ব্যবহার করার জন্য প্রস্তুতি গ্রহণকরণে দক্ষতা অর্জন করতে পারবে।

পারদর্শিতার মানদন্ড:

  • কর্মক্ষেত্রে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, নিরাপত্তা ও ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) পরিধান করা;
  •  শিক্ষার্থী ইলেকট্রনিক্স ল্যাবে ব্যবহৃত বিভিন্ন টুলস ও ইকুইপমেন্ট এর তালিকা প্রস্তুত করা;
  • শিক্ষার্থী ইলেকট্রনিক্স ল্যাবে ব্যবহৃত বিভিন্ন টুলস ও ইকুইপমেন্ট নির্বাচন ও সংগ্রহ করা;
  • কর্মক্ষেত্রের নিজস্ব নিয়ম/ বিধি অনুসারে বিভিন্ন টুলস ও ইকুই-পমেন্ট পরিষ্কার করে নির্ধারিত স্থানে সংরক্ষণ করা;
  •  কর্মক্ষেত্রের বিধি অনুযায়ী বর্জ্যসমূহ নির্ধারিত স্থানে অপসারণ/ সংরক্ষণ করা ।

 

ব্যবহারিক ১: ইলেকট্রনিক্স ল্যাবে ব্যবহৃত বিভিন্ন টুলস ও ইকুইপমেন্ট ব্যবহারের প্রস্তুতি গ্রহণকরণ

 

প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল

ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম ( পিপিই)

ক্রমিক নং

সুরক্ষা সরঞ্জামের নাম

সংক্ষিপ্ত বিবরণ

পরিমাণ

ফেস মাস্ক সার্জিক্যাল ০১ টি
ইন্ডাস্ট্রিয়াল হ্যান্ড গ্লোভস কর্মক্ষেত্রের বিধি অনুযায়ী ০১ টি
অ্যাপ্রোন কর্মক্ষেত্রের বিধি অনুযায়ী ০১ টি
প্রোটেকটিভ গগলস কর্মক্ষেত্রের বিধি অনুযায়ী ০১ টি
সেফটি সুজ কর্মক্ষেত্রের বিধি অনুযায়ী ০১ জোড়া
ইলেকট্রোস্ট্যাটিক ডিসচার্জ ম্যাট স্ট্যান্ডার্ড ০১ টি
google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

ব্যবহারিক ১: ইলেকট্রনিক্স ল্যাবে ব্যবহৃত বিভিন্ন টুলস ও ইকুইপমেন্ট ব্যবহারের প্রস্তুতি গ্রহণকরণ

 

প্রয়োজনীয় যন্ত্রপাতি

 

ক্রমিক নং যন্ত্রপাতির নাম সংক্ষিপ্ত বিবরণ পরিমাণ
সোল্ডারিং আয়রন ৪৫ ওয়াট/২২০ভোল্ট ০১টি
ডিসোল্ডারিং পাম্প বা সাকার স্ট্যান্ডার্ড ০১টি
লং নোজ প্লায়ার্স ৫ ইঞ্চি হাই কোয়ালিটি ০১টি
কাটিং প্লায়ার্স ৫ ইঞ্চি হাই কোয়ালিটি ০১টি
কম্বিনেশন প্লায়ার্স ৫ ইঞ্চি হাই কোয়ালিটি ০১টি
ম্যাগনিফাইং গ্লাস উইথ ল্যাম্প লং ১০x ম্যাগনিফাইং গ্লাস উইথ ল্যাম্ব ০১টি
ওয়্যার ব্রাশ স্ট্যান্ডার্ড ০১টি
টুইজার প্রফেশনাল স্টেইনলেস স্টীল ০১টি
স্টার স্ক্রু ড্রাইভার ৫ ইঞ্চি হাই কোয়ালিটি ০১টি
১০ ফ্লাট স্ক্রু ড্রাইভার ৫ ইঞ্চি হাই কোয়ালিটি ০১টি
১১ নিয়ন ল্যাম্প টেস্টার স্ট্যান্ডার্ড সাইজ ০১টি
১২ ইলেকট্রিশিয়ান নাইফ, ৩ ইঞ্চি হাই কোয়ালিটি ০১টি
১৩ ওয়্যার স্টিপার স্ট্যান্ডার্ড সাইজ ০১টি
১৪ হেক্সাগন কী স্ট্যান্ডার্ড ০১টি
১৫ ড্রিল মেশিন স্ট্যান্ডার্ড সাইজ ০১টি
১৬ হটগান স্ট্যান্ডার্ড ০১টি
১৭ অডিও ফ্রিকোয়েন্সি (AF) সিগন্যাল জেনারেটর স্ট্যান্ডার্ড কোয়ালিটি ০১টি
১৮ অডিও ফ্রিকোয়েন্সি (AF) সিগন্যাল জেনারেটর স্ট্যান্ডার্ড কোয়ালিটি ০১টি
১৯ রেডিও ফ্রিকোয়েন্সি (RF) সিগন্যাল জেনারেটর স্ট্যান্ডার্ড কোয়ালিটি ০১টি
২০ অ্যামিটার স্ট্যান্ডার্ড কোয়ালিটি ০১টি
২১ ভোল্ট মিটার স্ট্যান্ডার্ড কোয়ালিটি ০১টি
২২ এভো (AVO) মিটার/মাল্টিমিটার(অ্যানালগ ও ডিজিটাল) স্ট্যান্ডার্ড কোয়ালিটি ০২টি
২৩ ডিজিটাল স্টোরেজ অসিলোস্কোপ(DSO) স্ট্যান্ডার্ড কোয়ালিটি ০১টি
২৪ ফ্রিকোয়েন্সি মিটার স্ট্যান্ডার্ড কোয়ালিটি ০১টি
২৫ ডিজিটাল এলসিআর মিটার স্ট্যান্ডার্ড কোয়ালিটি ০১টি
২৬ ট্যাকো মিটার স্ট্যান্ডার্ড কোয়ালিটি ০১টি

 

ওয়ার্কশপ সতর্কতা

 

কাজের ধারা :

১. ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) পরিধান করবে।

২. ইলেকট্রনিক্স ল্যাবে ব্যবহৃত টুলস এর তালিকা প্রস্তুত করবে।

৩. ইলেকট্রনিক্স ল্যাবে ব্যবহৃত ইকুইপমেন্ট এর তালিকা প্রস্তুত করবে।

৪. ইলেকট্রনিক্স ল্যাবে ব্যবহৃত টুলস ও ইকুই পমেন্টসমূহ নির্বাচন করবে।

৫. ইলেকট্রনিক্স ল্যাবে ব্যবহৃত টুলস ও ইকুইপমেন্টসমূহ সংগ্রহ করবে।

৬. ইলেকট্রনিক্স ল্যাবে ব্যবহৃত টুলস ও ইকুইপমেন্টসমূহ পর্যবেক্ষণ করবে।

৭. ইলেকট্রনিক্স ল্যাবে ব্যবহৃত টুলস ও ইকুইপমেন্টসমূহের কাজ ও ব্যবহার সম্পর্কে জানবে।

৮. টুলস ও ইকুইপমেন্টসমূহ পরিষ্কার করে নির্ধারিত স্থানে সংরক্ষণ করবে।

৯. বর্জ্যসমূহ নির্ধারিত স্থানে অপসারণ/ সংরক্ষণ করবে।

সতর্কতা :

  • কাজের শুরুতে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) পরিধান করা।
  • ইলেকট্রনিক্স ল্যাবে ব্যবহৃত টুলস ও ইকুইপমেন্টসমূহ সতর্কভাবে সংগ্রহ করা

আরও দেখুনঃ

Leave a Comment