মোবাইল ফোন সার্ভিসিংঃ টুলস্, ইকুইপমেন্ট ও কম্পোনেন্টসমূহের ব্যবহার ও টেস্টিং ব্যাবহারিক
আজকে আমাদের আলোচনার বিষয়-মোবাইল ফোন সার্ভিসিংঃ টুলস্, ইকুইপমেন্ট ও কম্পোনেন্টসমূহের ব্যবহার ও টেস্টিং ব্যাবহারিক
Table of Contents
মোবাইল ফোন সার্ভিসিংঃ টুলস্, ইকুইপমেন্ট ও কম্পোনেন্টসমূহের ব্যবহার ও টেস্টিং ব্যাবহারিক
জব ১:
মোবাইল ফোন সার্ভিসিং এ ব্যবহৃত টুলস্ ও ইকুইমেন্ট ব্যবহার করার জন্য প্রস্তুতিগ্রহণকরণ
এ জবটির উপকরণ ব্যবহার করে একজন শিক্ষার্থী মোবাইল ফোন সার্ভিসিং এ ব্যবহৃত টুলস্ ও ইকুইমেন্ট ব্যবহার করার জন্য প্রস্তুতি গ্রহণ করণে দক্ষতা অর্জন করতে পারবে।
প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল
ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই)
প্রয়োজনীয় যন্ত্রপাতি
কাজের ধারা
• ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) পরিধান করবে।
• মোবাইল ফোন সার্ভিসিং এ ব্যবহৃত টুলস্ এর তালিকা প্রস্তুত করবে।
• মোবাইল ফোন সার্ভিসিং এ ব্যবহৃত ইকুইপমেন্ট এর তালিকা প্রস্তুত করবে।
• মোবাইল ফোন সার্ভিসিং এ ব্যবহৃত টুলস্ ও ইকুইপমেন্টসমূহ নির্বাচন করবে।
• মোবাইল ফোন সার্ভিসিং এ ব্যবহৃত টুলস্ ও ইকুইপমেন্টসমূহ সংগ্রহ করবে।
মোবাইল ফোন সার্ভিসিং এ ব্যবহৃত টুলস্ ও ইকুইপমেন্টসমূহ পর্যবেক্ষণ করবে।
• টুলস্ ও ইকুইপমেন্টসমূহ পরিষ্কার করে নির্ধারিত স্থানে সংরক্ষণ করবে।
• বর্জ্যসমূহ নির্ধারিত স্থানে অপসারণ বা সংরক্ষণ করবে।
সতর্কতা
কাজের শুরুতে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) ব্যবহার করা।
• মোবাইল ফোন সার্ভিসিং এ ব্যবহৃত টুলস্ ও ইকুইপমেন্টসমূহ সতর্কভাবে সংগ্রহ করা।
জব ২:
মোবাইল ফোন সার্ভিসিং এ ব্যবহৃত টুলস্ ব্যবহারকরণ
এ জবটির উপকরণ ব্যবহার করে একজন শিক্ষার্থী মোবাইল ফোন সার্ভিসিং এ ব্যবহৃত টুলস্ ব্যবহারকরণে
দক্ষতা অর্জন করতে পারবে।
প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল
ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই)
প্রয়োজনীয় যন্ত্রপাতি
প্রয়োজনীয় মালামাল
কাজের ধারা
• ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) পরিধান করবে ।
• মোবাইল ফোন সার্ভিসিং এ ব্যবহৃত টুলস্ নির্বাচন করবে। • মোবাইল ফোন সার্ভিসিং এ ব্যবহৃত টুলস্ সংগ্রহ করবে।
• সোল্ডারিং আয়রন মাল্টিপ্লাগ সংযুক্ত করে গরম করবে এবং সার্কিটের কম্পোনেন্ট সোল্ডারিং করবে। • ডিসোল্ডারিং পাম্প বা সাকার দ্বারা সার্কিট হতে কম্পোনেন্ট ডি-সোল্ডার করবে।
• প্রিসিসন স্ক্রু ড্রাইভার সেট হতে T4, T5, T6, Star, Plate, স্ক্রু ড্রাইভার দিয়ে মোবাইল ফোনের স্ক্রু খুলবে।
লং নোজ প্লায়ার্স সার্কিটের কাজে ব্যবহার করবে।
• কাটিং প্লায়ার্স দিয়ে ওয়্যার কাটবে এবং ওয়্যারের দুই মাথা থেকে এক ইঞ্চি করে ইন্সুলেশন সরাবে।
• ম্যাগনিফাইং গ্লাস উইথ ল্যাম্পকে মাল্টিপ্লাগের সাথে সংযুক্ত করে সুইচ অন করে ম্যাগনিফাইং গ্লাস ব্যবহার করে সার্কিটের কম্পোনেন্টের গায়ের কোড পর্যবেক্ষণ করবে।
• টুইজার সার্কিটে ক্ষুদ্র কম্পোনেন্ট ধরার কাজে ব্যবহার করবে।
ওয়্যার ব্রাশ দিয়ে ময়লা পরিষ্কার করবে।
• মোবাইল ওপেনার ব্যবহার করবে।
• টুলস্ ও ইকুইপমেন্টসমূহ পরিষ্কার করে নির্ধারিত স্থানে সংরক্ষণ করবে।
• বর্জ্যসমূহ নির্ধারিত স্থানে অপসারণ বা সংরক্ষণ করবে।
ফলাফল
সতর্কতা
• কাজের শুরুতে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) ব্যবহার করা ।
• সোল্ডারিং করার সময় সোল্ডারিং এর মেটাল বডিতে যেন হাত না লাগে সেদিকে সতর্ক থাকা
• ডি-সোল্ডারিং করার সময় সোল্ডারিং আয়রন দিয়ে গরম করে সোল্ডার গালানোর পর ডিসোল্ডার ব্যবহার করা।
• প্রিসিসন স্ক্রু ড্রাইভার সেট হতে T4, T5, T6, Star, Plate, স্ক্রু ড্রাইভার দিয়ে যথাক্রমে T4, T5, T6, Star, Plate স্ক্রু খুলতে ব্যবহার করা ।
• কাটিং প্লায়ার্স দিয়ে সতর্কভাবে ওয়্যার কাটা এবং ইন্সুলেশন পরিষ্কার করা ।
• টুইজারের মাথা খুব তীক্ষ্ণ হওয়ায় সতর্কভাবে ব্যবহার করা ।
আমাদের গুগল নিউজে ফলো করুন
জব ৩:
মোবাইল ফোন সার্ভিসিং এ ব্যবহৃত ইকুইমেন্ট ব্যবহারকরণ
এ জবটির উপকরণ ব্যবহার করে একজন শিক্ষার্থী মোবাইল ফোন সার্ভিসিং এ ব্যবহৃত ইকুইমেন্ট
ব্যবহারকরণে দক্ষতা অর্জন করতে পারবে।
প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল
ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই)
প্রয়োজনীয় যন্ত্রপাতি
প্রয়োজনীয় মালামাল
কাজের ধারা
• ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) পরিধান করবে।
• মোবাইল ফোন সার্ভিসিং এ ব্যবহৃত ইকুইপমেন্টসমূহ নির্বাচন করবে।
• মোবাইল ফোন সার্ভিসিং এ ব্যবহৃত ইকুইপমেন্টসমূহ সংগ্রহ করবে।
• অ্যানালগ এবং ডিজিটাল মাল্টিমিটার দিয়ে ভিন্ন কালারের ২টি এবং ভিন্ন কোডের ২টি রেজিস্টর নিয়ে রেজিস্টরের দুই প্রান্তে মিটারের পজিটিভ প্রোব (লাল তার) এবং নেগেটিভ প্রোব (কালো তার) সংযোগ করে পরিমাপ করবে এবং ফলাফল ডাটা টেবিলে লিপিবদ্ধ করবে ও ফলাফল পর্যবেক্ষণ করবে।
• অ্যানালগ এবং ডিজিটাল মাল্টিমিটার দিয়ে ভিন্ন মানের ২টি এবং ভিন্ন কোডের ২টি ইন্ডাক্টরের দুই টার্মিনালে মিটারের পজিটিভ প্রোব ও নেগেটিভ প্রোব সংযোগ করে পরীক্ষা করবে এবং ফলাফল ডাটা
টেবিলে লিপিবদ্ধ করবে ও ফলাফল পর্যবেক্ষণ করবে।
• ক্যাপাসিটর পরীক্ষার করার জন্য ডিজিটাল মাল্টিমিটারের ফাংশন রেঞ্জের কাটাকে ওহম রেঞ্জে রেখে
সিলেক্টর সুইচ চেপে ন্যানো ফ্রিকোয়েন্সি মোড সেট করবে।
• অ্যানালগ এবং ডিজিটাল মাল্টিমিটার দিয়ে ভিন্ন মানের ২টি ক্যাপাসিটরের দুই টার্মিনালে মিটারের পজিটিভ প্রোব ও নেগেটিভ প্রোব সংযোগ করে পরীক্ষা করবে এবং ফলাফল টেবিলে ডাটা লিপিবদ্ধ করবে ও ফলাফল পর্যবেক্ষণ করবে।
• ডায়োড এবং ট্রাজিস্টর পরীক্ষা করার জন্য ডিজিটাল মাল্টিমিটারের ফাংশন সিলেক্টরকে ওহম / ডায়োড
রেঞ্জে সেট করে, সিলেক্টর সুইচ চেপে ডায়োড মোডে সেট করবে।
• অ্যানালগ এবং ডিজিটাল মাল্টিমিটার দিয়ে ভিন্ন মানের ২টি ডায়োড পরীক্ষা করবে।
• ডায়োডের অ্যানোড প্রান্তে মিটারের পজিটিভ প্রোব এবং ডায়োডের ক্যাথোড প্রান্তে মিটারের নেগেটিভ প্রোব সংযোগ করবে (অর্থাৎ ফরোওয়ার্ড বায়াস প্রয়োগ করবে) এবং পুনরায় বিপরীতভাবে সংযোগ করবে (অর্থাৎ রিভার্স বায়াস প্রয়োগ করবে)।
• পরীক্ষা করে ফলাফল ডাটা টেবিলে লিপিবদ্ধ করবে ও ফলাফল পর্যবেক্ষণ করবে।
অ্যানালগ এবং ডিজিটাল মাল্টিমিটার দিয়ে ভিন্ন মানের ২টি ট্রানজিস্টর পরীক্ষা করবে।
• ট্রানজিস্টরের যে কোনো টার্মিনালে মিটারের পজিটিভ প্রোব কমন করে অপর দুই টার্মিনালের সাথে নেগেটিভ প্রোব সংযোগ করে রিডিং নিবে, যদি রিডিং দেখায় কমন প্রোবটি বেস এবং ট্রানজিস্টরটি পিএনপি গ্রুপ।
• যদি রিডিং না দেখায় তাহলে এ প্রান্তে পজিটিভ প্রোব এর পরিবর্তে নেগেটিভ প্রোব কমন করে অপর দুই প্রান্তের রিডিং নিতে হবে।
• রিডিং দেখালে কমন টার্মিনালটি বেস এবং ট্রানজিস্টরটি এনপিএন গ্রুপ। রিডিং না আসলে পর্যায়ক্রমে এভাবে অপর দুই টার্মিনালকে কমন করে রিডিং নিতে হবে।
• যে টার্মিনাল কমন করলে রিডিং দেখাবে সেটি বেস এবং অপর দুটি কালেক্টর ও ইমিটার। তবে ডিজিটাল মিটারের ক্ষেত্রে তার বিপরীত হবে অর্থাৎ কমন টার্মিনালের প্রোব কালো হলে পিএনপি এবং লাল হলে এনপিএন।
• অ্যানালগ এবং ডিজিটাল মাল্টিমিটার দিয়ে ভিন্ন মানের ২টি আইসি পরীক্ষা করবে।
• আইসির খাজ কাটা বা চিহ্নিত অংশ এর বাম প্রাপ্ত হতে ১নং পিন ধরে মাল্টিমিটার দ্বারা রেজিস্ট্যান্স পরিমাপ করবে এবং ফলাফল ডাটা টেবিলে লিপিবদ্ধ করবে ও ফলাফল পর্যবেক্ষণ করবে।
• অ্যানালগ এবং ডিজিটাল মাল্টিমিটার দিয়ে ভিন্ন মানের ২টি ফিউজের দুই প্রান্তে মিটারের পজিটিভ ও নেগেটিভ প্রোব সংযোগ করে পরীক্ষা করবে এবং ফলাফল ডাটা টেবিলে লিপিবদ্ধ করবে ও ফলাফল পর্যবেক্ষণ করবে।
• অ্যানালগ এবং ডিজিটাল মাল্টিমিটার দিয়ে ভিন্ন মানের ২টি স্পীকারের দুই প্রান্তে মিটারের পজিটিভ ও নেগেটিভ প্রোব সংযোগ করে পরীক্ষা করবে।
• অ্যানালগ এবং ডিজিটাল মাল্টিমিটার দিয়ে ভিন্ন মানের ২টি মাইক্রোফোনের দুই প্রান্তে মিটারের পজিটিভ ও নেগেটিভ প্রোব সংযোগ করে পরীক্ষা করবে।
• অ্যানালগ এবং ডিজিটাল মাল্টিমিটার দিয়ে ভিন্ন মানের ২টি ভাইব্রেটরের দুই প্রান্তে মিটারের পজিটিভ ও নেগেটিভ প্রোব সংযোগ করে পরীক্ষা করবে।
• ম্যানুয়েল নির্দেশনা বা গাইড লাইন অনুযায়ী এলসিডি টেস্টারকে টেস্ট রেঞ্জে সেট করবে।
• এলসিডি টেস্টারকে এলসিডি এর সাথে সংযোগ করবে এবং টেস্ট করবে।
ভালো ও নষ্ট কম্পোনেন্টসমূহ পৃথক করবে।
• টুলস্ ও ইকুইপমেন্টসমূহ পরিষ্কার করে নির্ধারিত স্থানে সংরক্ষণ করবে।
• বর্জ্যসমূহ নির্ধারিত স্থানে অপসারণ বা সংরক্ষণ করবে।
সতর্কতা
• এভোমিটার/ মাল্টিমিটার দ্বারা কম্পোনেন্ট টেস্ট করার পূর্বে নির্ধারিত টেস্ট রেঞ্জে সেট করতে হবে।
• এলসিডি টেস্টার দ্বারা এলসিডি টেস্ট করার পূর্বে ম্যানুয়েল নিদের্শনা অনুযায়ী টেস্ট রেঞ্জ সেট করতে হবে।
• কম্পোনেন্ট টেস্ট করার সময় দুই প্রান্তে হাতের স্পর্শ লাগলে হাতের রেজিস্ট্যান্স আসবে তাই সতর্কভাবে ধরতে হবে।
• কম্পোনেন্ট টেস্ট করার সময় টার্মিনালে কার্বনযুক্ত থাকতে পারে, তাই ছুরি দ্বারা কার্বন পরিষ্কার করে নিতে হবে।