ফিচার মোবাইল ফোনের ত্রুটি

আজকে আমাদের আলোচনার বিষয়-ফিচার মোবাইল ফোনের ত্রুটি

ফিচার মোবাইল ফোনের ত্রুটি ( Fault of Feature Mobile Phone)

অনুসন্ধানমূলক কাজ হিসেবে ফিচার  মোবাইল ফোনের মাইক্রোফোন ইন্টারফেস এবং ইয়ার স্পিকার সেকশনের ত্রুটিসমূহ নির্ণয় ও মেরামত বর্ণনা করা হলো:

অনুসন্ধানমূলক কাজ: ফিচার মোবাইল ফোনের মাইক্রোফোন ইন্টারফেসের ত্রুটি নির্ণয় ও মেরামত অনুসন্ধানমূলক প্রশ্ন: কীভাবে ফিচার মোবাইল ফোনের মাইক্রোফোন ইন্টারফেস সেকশনের ত্রুটি নির্ণয়
ও মেরামত করা হয়?

আমরা শ্রদ্ধেয় শিক্ষককে সাথে নিয়ে সংযুক্ত ছবির (চিত্র ৩.২১ – ৩.৩০) নিদের্শনা অনুসরণ করে ফিচার মোবাইল ফোনের মাইক্রোফোন ইন্টারফেস সেকশনের ত্রুটি নির্ণয় ও মেরামত করে তথ্য ছকটি পূরণ করি।

• মোবাইল ফোনের সুইচ বন্ধ করি।

• মোবাইল ওপেনার দিয়ে মোবাইল ফোনের ব্যাক কভার পৃথক করি (চিত্র-৩.২১)।

• মোবাইল ফোন হতে ব্যাটারি পৃথক করি (চিত্র-৩.২২)।

• মোবাইল ফোন হতে মেমোরি কার্ড ও সিম কার্ড পৃথক করি (চিত্র-৩.২৩)।

• মোবাইল ফোনের স্ক্রু চিহ্নিত করি এবং স্ক্রু ড্রাইভার ব্যবহার করে স্ক্রু পৃথক করি (চিত্র-৩.২৪)।

• মোবাইল ওপেনার দিয়ে মোবাইল ফোনের ফ্রন্ট কভার পৃথক করি (চিত্র-৩.২৫)।

• টুইজার বা মোবাইল ওপেনার দিয়ে বড়ি হতে মাদারবোর্ড বা চিফ বোর্ডকে পৃথক করি (চিত্র-৩.২৬)

• সোল্ডারিং আয়রন দিয়ে মাইক্রোফোন পৃথক করি (চিত্র-৩.২৭)।

• মাল্টিমিটার দিয়ে মাইক্রোফোন টেস্ট করি (চিত্র-৩.২৮)। যদি ভালো থাকে তাহলে পুনরায় সোল্ডারিং করে সংযুক্ত করি। ভালো না থাকলে পরিবর্তন করে নতুন মাইক্রোফোন সংযুক্ত করি।

• মাইক্রোফোন ভালো থাকলে মাইক্রোফোনের কানেকশন লাইন টেস্ট করি (চিত্র-৩.২৯) এবং ছবির নিদের্শনা মোতাবেক জাম্পার ওয়্যার সোল্ডারিং আয়রন দিয়ে সোল্ডারিং করে জাম্পার কানেকশন তৈরি করি। মোবাইল ফোন অ্যাসেম্বল করে টেস্ট করি।

 

ফিচার মোবাইল ফোনের ত্রুটি

ফিচার মোবাইল ফোনের ত্রুটি

 

ফিচার মোবাইল ফোনের ত্রুটি

ফিচার মোবাইল ফোনের ত্রুটি

 

অনুসন্ধানমূলক কাজ ফিচার মোবাইল ফোনের ইয়ার স্পিকার সেকশনের জুটি নির্ণয় ও মেরামত অনুসন্ধানমূলক প্রশ্ন: কীভাবে ফিচার মোবাইল ফোনের ইয়ার স্পিকার সেকশনের জুটি নির্ণয় ও
মেরামত করা হয়।

আমরা শ্রদ্ধেয় শিক্ষককে সাথে নিয়ে সংযুক্ত ছবির (চিত্র-৩.২১- ৩.২৬ এবং চিত্র-৩.২৭-৩.২৮) নিদের্শনা অনুসরণ করে ফিচার মোবাইল ফোনের ইয়ার স্পিকার সেকশনের জুটি নির্ণয় ও মেরামত করে তথ্য ছকটি পুরণ করি ।

• মোবাইল ফোনের সুইচ বন্ধ করি।

• মোবাইল ওপেনার দিয়ে মোবাইল ফোনের ব্যাক কভার পৃথক করি (চিত্র-৩.২১)।

• মোবাইল ফোন হতে ব্যাটারি পৃথক করি (চিত্র-৩.22 ) ।

• মোবাইল ফোন হতে মেমোরি কার্ড ও সিম কার্ড পৃথক করি (চিত্র-৩.২৩)।

• মোবাইল ফোনের স্ক্রু চিহ্নিত করি এবং ক্রু ড্রাইভার ব্যবহার করে স্ক্রু পৃথক করি (চিত্র-৩.২৪)।

• মোবাইল ওপেনার দিয়ে মোবাইল ফোনের ফ্রন্ট কভার পৃথক করি (চিত্র-৩.২৫)।

• টুইজার বা মোবাইল ওপেনার দিয়ে বড়ি হতে মাদারবোর্ড বা চিফ বোর্ডকে পৃথক করি (চিত্র-৩.২৬)

• ফ্রন্ট কভারের ইয়ার স্পিকার চেলিস হতে ইয়ার স্পিকার পৃথক করি।
মাল্টিমিটার দিয়ে ইয়ার স্পিকার পরীক্ষা করি (চিত্র-৩.২৭)। ইয়ার স্পিকার নষ্ট থাকলে পরিবর্তন করে নতুন ইয়ার স্পিকার সংযুক্ত করি।

• ইয়ার স্পিকার ভালো থাকলে কানেকশন লাইন পরীক্ষা করি (চিত্র-৩.২৮) এবং ছবির নির্দেশনা মোতাবেক জাম্পার ওয়্যার সোল্ডারিং আয়রন দিয়ে সোল্ডারিং করে জাম্পার কানেকশন তৈরি করি। মোবাইল ফোন অ্যাসেম্বল করে পরীক্ষা করি।

google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

আরও দেখুনঃ

Leave a Comment