মোবাইল ফোনের বিভিন্ন সেকশনের কাজ বর্ণনা

আজকে আমাদের আলোচনার বিষয়-মোবাইল ফোনের বিভিন্ন সেকশনের কাজ বর্ণনা

মোবাইল ফোনের বিভিন্ন সেকশনের কাজ বর্ণনা (Description of the Work of Different Sections of Mobile Phone)

এ অনুচ্ছেলে মোবাইল ফোনের মাদারবোর্ডে অন্তর্ভুক্ত বিভিন্ন সেকশনের কাজ বর্ণনা করা হলো। মোবাইল ফোনের মাদারবোর্ড সাধারণত তিন ভাগে বিষক্ত (চিত্র-২.৩)। যা

১. নেটওয়ার্ক সেকশন (Network Section)
২. কন্ট্রোল সেকশন (Control Section
৩. পাওয়ার সেকশন (Power Section)

 

মোবাইল ফোনের বিভিন্ন সেকশনের কাজ বর্ণনা

 

নেটওয়ার্ক সেকশন : নেটওয়ার্ক সেফানে আরএক্স/টিএক্স (Rx/Tx) সুইচের মাধ্যমে গ্রাহকের ফোনে আগত ভরেন বা ডাটা সিগন্যালের সমতুল্য রেডিও ফ্রিকোরেশি গ্রহণ করার সময় (Rx/Tx) সুইচটি আর রিসিভার মোডে সংযুক্ত হবে রেডিও ফ্রিকোয়েন্সিকে গ্রহণ করে এদেন করে কন্ট্রোল সেকশনে প্রেরণ করে এবং গ্রাহকের ভয়েস বা ডাটা সিগন্যাল প্রেরণ করার সময় পাওয়ার জ্যাম্পিকায়ার বা পাওয়ার ফ্রিকোয়েন্সি (PF) এর মাধ্যমে সমতুল্য রেডিও ফ্রিকোয়েন্সিতে রুপান্তর করে (Rx/Tx) সুইচটি টিএক্স বা ট্রান্সমিটার মোডে সংযুক্ত হয়ে রেডিও ফ্রিকোয়েন্সি প্রেরণ করে।

 

মোবাইল ফোনের বিভিন্ন সেকশনের কাজ বর্ণনা

 

নেটওয়ার্ক সেকশনের প্রধান এখান কম্পোনেন্টসমূহ: অ্যান্টেনা (Antenna), অ্যান্টেনা সুইচ (Antenna Switch), পিএফ/আরএফ বা নেটওয়ার্ক আইনি (PF/RF or Network IC) এবং কাপলার (Coupler) ইত্যাদি।
কন্ট্রোল সেকশন: মোবাইল ফোনের কন্ট্রোল সেকশনের প্রধান কম্পোনেন্ট হলো লিপিইউ (CPU-Central Processing Unit) এবং ‍্যাম (RAM-Random Access Memory)। সিপিইউ মাদারবোর্ডের বিভিন্ন

সেকশনকে নিয়ন্ত্রণ করে এবং গাণিতিক ও যৌক্তিক কাজ সমাধান করে। মোবাইল ফোনে সাধারণত মিডিয়াটেক (MTK MEDIATEK), প্রেট্রাম (SPREADTRUM) এবং এসডিপি সিপিইউ (SDP CPU) ব্যবহার করা হয়। র্যাম অস্থায়ীভাবে ডাটা সংগ্রহ করে এবং প্রয়োজনে উহা ব্যবহার করে। মাদারবোর্ডে সিপিইউ এর পাশেই রামের অবস্থান থাকে।

পাওয়ার সেকশন: পাওয়ার সেকশন মাদারবোর্ডে পাওয়ার সরবরাহ ও নিয়ন্ত্রণ এবং চার্জিং নিয়ন্ত্রণ করে। পাওয়ার সেকশনের প্রধান কম্পোনেন্টসমূহ যথা: চার্জিং আইসি, পাওয়ার আইসি, রেজিস্টর, চার্জিং ডায়োড এবং ব্যাটারি কানেক্টর ইত্যাদি।

google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

আরও দেখুনঃ

Leave a Comment