ব্যবহারিক : অগ্নি নির্বাপন যন্ত্র ব্যবহার করে আগুন নেভানো এবং ধোঁয়া থেকে ওয়ার্কশপের শিক্ষার্থীদের নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ

আজকের আলোচনার বিষয়ঃ অগ্নি নির্বাপন যন্ত্র ব্যবহার করে আগুন নেভানো এবং ধোঁয়া থেকে ওয়ার্কশপের শিক্ষার্থীদের নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ। যা জেনারেল ইলেকট্রনিক্স ১ এর জেনারেল ইলেকট্রনিক্স বিষয়ক স্বাস্থ্য ও নিরাপত্তার  ব্যবহারিক অংশের অন্তর্গত।

 

ব্যবহারিক : অগ্নি নির্বাপন যন্ত্র ব্যবহার করে আগুন নেভানো এবং ধোঁয়া থেকে ওয়ার্কশপের শিক্ষার্থীদের নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ

 

ব্যবহারিক : অগ্নি নির্বাপন যন্ত্র ব্যবহার করে আগুন নেভানো এবং ধোঁয়া থেকে ওয়ার্কশপের শিক্ষার্থীদের নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ

পারদর্শিতার মানদন্ড

  • কর্মক্ষেত্রের প্রকৃতি অনুসারে জরুরি পরিস্থিতি চিহ্নিত করা;
  • কর্মক্ষেত্রের জরুরি প্রক্রিয়াগুলির যথাযথ এবং কর্মক্ষেত্রের পদ্ধতি অনুসারে অনুসরণ করা;
  • দুর্ঘটনা, আগুন এবং জরুরি পরিস্থিতি মোকাবেলায় কর্মক্ষেত্রের পদ্ধতি অনুসরণ করা;
  • জরুরি প্রতিক্রিয়া পরিকল্পনা এবং পদ্ধতিগুলি কার্যকরভাবে অনুশীলনের মাধ্যমে নিজের এবং অন্যদের নিরাপত্তা নিশ্চিত করা।

 

ব্যবহারিক : অগ্নি নির্বাপন যন্ত্র ব্যবহার করে আগুন নেভানো এবং ধোঁয়া থেকে ওয়ার্কশপের শিক্ষার্থীদের নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ

 

ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম

ক্রমিক নং

সুরক্ষা সরঞ্জামের নাম

স্পেসিফিকেশন

সংখ্যা

১.

হেলমেটমাঝারি মাপের০১ টি

২.

সেফটি সুজশিক্ষার্থীর পা-এর মাপ অনুযায়ী০১ জোড়া

৩.

অ্যাপ্রোনমাঝারি মাপের০১ টি

৪.

মাস্কতিন স্তর বিশিষ্ট০১ টি

৫.

হ্যান্ড গ্লোভসমাঝারি মাপের০১ জোড়া

প্রয়োজনীয় যন্ত্রপাতি (টুলস, ইকুইপমেন্ট ও মেশিন)

ক্রমিক নং

যন্ত্রপাতির নাম

স্পেসিফিকেশন

পরিমান

১.

অগ্নি নির্বাপন যন্ত্রড্রাই কেমিক্যাল পাউডার (ABC 40%), ৫ কেজি

০১ টি

২.

শিট মেটালের তৈরি ধাতব ট্রে/অর্ধ ড্রাম২ ফুট ×২ ফুট ১ ফুট

০১ টি

google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

প্রয়োজনীয় মালামাল (কাঁচামাল)

ক্রমিক নং

নাম

স্পেসিফিকেশন

পরিমান

১.

শুকনো জ্বালানী কাঠআম গাছের কাঠ১০ কেজি

২.

বালিমোটা বালি১০ কেজি

৩.

জ্বালানী তেলকেরোসিন০.৫ লিটার

৪.

দেয়াশলাই০১ বক্স

 

ব্যবহারিক : অগ্নি নির্বাপন যন্ত্র ব্যবহার করে আগুন নেভানো এবং ধোঁয়া থেকে ওয়ার্কশপের শিক্ষার্থীদের নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ

 

কাজের ধারা

১. প্রথমে ব্যক্তিগত সুরক্ষা সরগ্রামসমূহ, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল স্টোর হতে সংগ্রহ করবে।

২. তালিকা অনুসারে সুরক্ষা সরঞ্জামাদি যথানিয়মে পরিধান করবে।

৩. শীট মেটালের তৈরি ধাতব ট্রে-এর মধ্যে মোটা বালি ছড়িয়ে দিতে হবে ।

৪. জ্বালানী কাঠগুলোকে ঐ বালি ভর্তি ট্রে-এর মধ্যে সাজিয়ে নিতে হবে।

৫. জ্বালানী কাঠের মধ্যে কেরোসিন মিশিয়ে কিছুক্ষণ পর দেয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দিতে হবে।

৬. আগুন পূর্ণমাত্রায় জ্বলে উঠার সাথে সাথে অগ্নিনির্বাপক এর পিনটি চিত্রের নির্দেশনা অনুযায়ী খুলে দিতে হবে ।

 

ব্যবহারিক : অগ্নি নির্বাপন যন্ত্র ব্যবহার করে আগুন নেভানো এবং ধোঁয়া থেকে ওয়ার্কশপের শিক্ষার্থীদের নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ

 

৭. তাৎক্ষণিকভাবে ডান হাতে লিভার ও বাম হাতে আউটলেট পাইপটি ধরে আগুনের দিকে একাগ্রতার সাথে নিশানা ঠিক করতে হবে।

 

ব্যবহারিক : অগ্নি নির্বাপন যন্ত্র ব্যবহার করে আগুন নেভানো এবং ধোঁয়া থেকে ওয়ার্কশপের শিক্ষার্থীদের নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ

 

৮. ডান হাতে লিভার চেপে ধরে এবং বাম হাতে অগ্নিশিখার মধ্যে নির্গত গ্যাস ডানে বামে ঘুরিয়ে ছড়িয়ে দিতে হবে যাতে আগুন সম্পূর্ণ নিভে যায় ।

 

ব্যবহারিক : অগ্নি নির্বাপন যন্ত্র ব্যবহার করে আগুন নেভানো এবং ধোঁয়া থেকে ওয়ার্কশপের শিক্ষার্থীদের নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ

 

৯. শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে হামাগুড়ি দিয়ে দ্রুত ওয়ার্কশপের পিছনের দরজা (Fire Exit) পর্যন্ত পৌঁছাতে হবে এবং যত দ্রুত সম্ভব দরজা খুলে দৌড়িয়ে সবাইকে নিয়ে বের হয়ে আসতে হবে।

 

ব্যবহারিক : অগ্নি নির্বাপন যন্ত্র ব্যবহার করে আগুন নেভানো এবং ধোঁয়া থেকে ওয়ার্কশপের শিক্ষার্থীদের নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ

 

কাজের সতর্কতাঃ

  • সঠিক নিয়মে সকল প্রয়োজনীয় সুরক্ষা সংগ্রাম পরিধান করা আবশ্যক।
  • অগ্নিনির্বাপক ৰথাযথ সতর্কতার সাথে ব্যবহার করতে হবে।

আত্মপ্রতিফলন:

অগ্নিনির্বাপক দিয়ে আগুন নেভানো ও আগুন সৃষ্ট ধোঁয়া হতে ওয়ার্কশপের শিক্ষার্থীদের নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করার দক্ষতা অর্জিত হয়েছে/হর নাই/আবার অনুশীলন করতে হবে।

স্ব-পরীক্ষা (Self Check):

১। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) চিহ্নিত করা হয়েছে কী ?

২। স্বাস্থ্য সংক্রান্ত ঝুঁকির তালিকা তৈরি করা হয়েছে কী ?

৩। জরুরি অবস্থায় করণীরগুলো চিহ্নিত করা হয়েছে কী ?

আরও দেখুনঃ

Leave a Comment