ব্যবহারিক ২ঃ সিআরটি কালার টিভির ভার্টিক্যাল ও ইএইচটি সেকশনের ত্রুটি নির্ণয় ও মেরামতকরণ

আজকে আমরা ব্যবহারিক ২ঃ সিআরটি কালার টিভির ভার্টিক্যাল ও ইএইচটি সেকশনের ত্রুটি নির্ণয় ও মেরামতকরণ সম্পর্কে  আলোচনা করবো। যা জেনারেল ইলেকট্রনিক্স ১ এর টেলিভিশন সার্ভিসিং অংশের অন্তর্গত।

 

ব্যবহারিক ২ঃ সিআরটি কালার টিভির ভার্টিক্যাল ও ইএইচটি সেকশনের ত্রুটি নির্ণয় ও মেরামতকরণ

 

ব্যবহারিক ২ঃ সিআরটি কালার টিভির ভার্টিক্যাল ও ইএইচটি সেকশনের ত্রুটি নির্ণয় ও মেরামতকরণ

এটির উপকরণ ব্যবহার করে একজন শিক্ষার্থী টিভি সার্ভিসিং এর কাজে সিআরটি কালার টিভির ভার্টিক্যাল ও ইএইচটি সেকশনের ত্রুটি নির্ণয় ও মেরামত করার দক্ষতা অর্জন করতে পারবে।

পারদর্শিতার মানদন্ড:

  • স্বাস্থ্যবিধি অনুসরণ করে ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম (পিপিই) পরিধান করা
  • সিআরটি কালার টিভি মেরামত ও সার্ভিসিং এর জন্য প্রস্তুতি গ্রহন করা;
  • সিআরটি কালার টিভির ভার্টিক্যাল ও ইএইচটি সেকশনের ত্রুটি শনাক্ত করা;
  •  সিআরটি কালার টিভির ভার্টিক্যাল সেকশন মেরামত করা;
  • কর্মক্ষেত্রের নিজস্ব বিধি অনুসারে টুলস ও মালামাল পরিষ্কার করে নির্ধারিত স্থানে সংরক্ষণ করা;
  • কর্মক্ষেত্রের বিধি অনুযায়ী বর্জ্যসমূহ নির্ধারিত স্থানে অপসারণ/ সংরক্ষণ করা;

 

ব্যবহারিক ২ঃ সিআরটি কালার টিভির ভার্টিক্যাল ও ইএইচটি সেকশনের ত্রুটি নির্ণয় ও মেরামতকরণ

 

প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল

ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই)

ক্রমিক নং

সুরক্ষা সরঞ্জামের নাম

সংক্ষিপ্ত বিবরণ

পরিমাণ

ফেস মাস্কসার্জিক্যাল০১ টি
ইন্ডাস্ট্রিয়াল হ্যান্ড গ্লোভসকর্মক্ষেত্রের বিধি অনুযায়ী০১ টি
অ্যাপ্রোনকর্মক্ষেত্রের বিধি অনুযায়ী০১ টি
প্রোটেকটিভ গগলসকর্মক্ষেত্রের বিধি অনুযায়ী০১ টি
সেফটি সুজকর্মক্ষেত্রের বিধি অনুযায়ী০১ জোড়া
ইলেকট্রোস্ট্যাটিক ডিসচার্জ ম্যাটস্ট্যান্ডার্ড০১ টি
google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

প্রয়েজনীয় যন্ত্রপাতি

 

ক্রমিক নং

যন্ত্রপাতির নাম

সংক্ষিপ্ত বিবরণ

পরিমাণ

সোল্ডারিং আয়রন৪৫ ওয়াট /২২০ ভোল্ট০১টি
ডি-সোল্ডারিং পাম্পস্ট্যান্ডার্ড০১টি
স্ক্রু ড্রাইভারস্ট্যান্ডার্ড০১টি
লং নোজ প্লায়ার্স৮ ইঞ্চি হাই কোয়ালিটি০১টি
কাটিং প্লায়ার্স৮ ইঞ্চি হাই প্রিসিসন০১টি
এভোমিটার অ্যানালগSUNMAYX-360 বা সমতুল্য০১টি
এভোমিটার ডিজিটালSanwa CD800a বা সমতুল্য০১টি
সি আরটি টেষ্টারVintage Model 420 বা | সমতূল্য০১টি
হাই ভোল্টেজ টেষ্টারWXZG-60kv / 5mA বা সমতুল্য০১টি

 

প্রয়োজনীয় কাঁচামাল

 

ক্রমিক নংকাঁচামালের নামপরিমাণ
EHT/ Flyback BSC25-T1010A১টি
রেজিস্টর (2.2k) ট্রানজিস্টর D2499প্রতিটি ১টি
ক্যাপাসিটর 220ur, 100uP১টি
রেকটিফায়ার ডায়োড IN 4001১টি
ভার্টিক্যাল আইসি (LA78040 )১টি
সোল্ডারিং লীডপ্রয়োজনমতো
সোল্ডারিং রজনপ্রয়োজনমতো

প্রয়োজনীয় ব্লক এবং সার্কিট ডায়াগ্রাম

 

ব্যবহারিক ২ঃ সিআরটি কালার টিভির ভার্টিক্যাল ও ইএইচটি সেকশনের ত্রুটি নির্ণয় ও মেরামতকরণ

 

ব্যবহারিক ২ঃ সিআরটি কালার টিভির ভার্টিক্যাল ও ইএইচটি সেকশনের ত্রুটি নির্ণয় ও মেরামতকরণ

 

ভার্টিক্যাল সেকশন ডায়াগ্রাম:

 

ব্যবহারিক ২ঃ সিআরটি কালার টিভির ভার্টিক্যাল ও ইএইচটি সেকশনের ত্রুটি নির্ণয় ও মেরামতকরণ

 

ইএইচটি সেকশান ভায়াগ্রাম:

 

ব্যবহারিক ২ঃ সিআরটি কালার টিভির ভার্টিক্যাল ও ইএইচটি সেকশনের ত্রুটি নির্ণয় ও মেরামতকরণ

 

কাজের ধারা:

১. ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) পরিধান করবে।

২. কালার টিভি ডি-অ্যাসেম্বল করে ভার্টিক্যাল ও ইএইচটি সেকশন সনাক্ত করবে।

৩. ভার্টিক্যাল ও ইএইচটি সেকশনের বিভিন্ন কম্পোনেন্ট শনাক্ত করবে।

৪. মাল্টিমিটারকে ভোল্টেজ রেঞ্জে সেট করবে।

৫. পাওয়ার সরবরাহ করে ভার্টিক্যাল ও ইএইচটি সেকশনের ভোল্টেজ পরীক্ষা করবে।

৬. ভোল্টেজ পরিমাপ করে ত্রুটি শনাক্ত করবে ।

৭. কম্পোনেন্ট পরীক্ষা করার জন্য মাল্টিমিটারকে ওহম রেঞ্জে সেট করবে।

৮. মাল্টিমিটার দ্বারা পরিমাপ করে ত্রুটিযুক্ত কম্পোনেন্ট শনাক্ত করে তা পরিবর্তন করবে ।

৯. পুনরায় পাওয়ার সরবরাহ করে পরীক্ষা করবে ।

১০. টিভি অ্যাসেম্বল করবে।

১১. টুলস ও ইকুইপমেন্টসমূহ পরিষ্কার করে নির্ধারিত স্থানে সংরক্ষণ করবে।

১২. বর্জ্যসমূহ নির্ধারিত স্থানে অপসারণ/ সংরক্ষণ করবে।

ইএইচটি (EHT) পরীক্ষা:

একটি টিভির ফাইনাল অ্যানোডে একটি হাই-ভোল্টেজ (সাধারণত 28-33KV) সরবরাহ করা হয়। এ হাই-ভোল্টেজকে সাধারণত EHT নামে অভিহিত করা হয়। এ ভোল্টেজকে একটি বিশেষ ধরনের মাল্টিমিটারের (VTVM) সাহায্যে পরীক্ষা করা হয়।

ইএইচটি সেকশনের প্রধান কম্পোনেন্টঃ

১। ড্রাইভার ট্র্যাজিস্টর(BD135 বা 2SC2223)

২। ড্রাইভার ট্রান্সফরমার ( T401)

৩। আউটপুট ট্রানজিস্টর (D2499 বা 2SC1651)

৪। ফ্লাইব্যাক ট্রান্সফরমার (BSC25 – T1010A)

তথ্য ছক:

 

ব্যবহারিক ২ঃ সিআরটি কালার টিভির ভার্টিক্যাল ও ইএইচটি সেকশনের ত্রুটি নির্ণয় ও মেরামতকরণ

 

সম্ভাব্য ত্রুটিসমূহ:

০১. স্ক্রীনে দাগ (হরিজন্টাল/ভার্টিক্যাল);

০২. ছবি বাঁকা (হরিজন্টাল/ভার্টিক্যাল);

০৩.কালার ঠিক নাই;

০৪. ছবি ভেঙ্গে যায় ;

০৫. ছবি উপরে বা নিচে জাম্প করে ইত্যাদি।

ত্রুটি নির্ণয় করার পর ত্রুটিযুক্ত কম্পোনেন্টটি পরিবর্তন করতে হবে।

সতর্কতাঃ

  • কাজের শুরুতে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) ব্যবহার করা।
  • টেলিভিশন সার্ভিসিং এ ব্যবহৃত টুলস ও ইকুইপমেন্টসমূহ সতর্কভাবে সংগ্রহ করা ।
  • পাওয়ার সরবরাহ অবস্থায় সাবধানতার সহিত ভোল্টেজ পরিমাপ করা ।
  • মাল্টিমিটার সঠিকভাবে এডজাস্টমেন্ট করা ।
  • সাবধানতার সহিত অ্যাসেম্বল এবং ডি-অ্যাসেম্বল করা ।
  • ভোল্টেজ পরিমাপ করার সময় সতর্ক থাকা যেন শর্ট সার্কিট তৈরি না হয় ।
  • কম্পোনেন্ট পরিবর্তনের সময় পাওয়ার সরবরাহ বন্ধ করা।

আরও দেখুনঃ

Leave a Comment