আজকে আমরা ব্যবহারিক ২ঃ ইমারজেন্সি চার্জার লাইট মেরামতকরণ সম্পর্কে আলোচনা করবো। যা জেনারেল ইলেকট্রনিক্স ১ এর ইলেকট্রনিক হোম অ্যাপ্লায়েন্স মেরামত ও রক্ষণাবেক্ষণ অংশের অন্তর্গত।
Table of Contents
ব্যবহারিক ২ঃ ইমারজেন্সি চার্জার লাইট মেরামতকরণ
শ্রদ্ধেয় শ্রেণি শিক্ষকের সহায়তায় এ জবটির উপকরণ ব্যবহার করে একজন শিক্ষার্থী ইমারজেন্সি চার্জার লাইট মেরামতের দক্ষতা অর্জন করতে পারবে।
পারদর্শিতার মানদন্ড :
- কর্মক্ষেত্রে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, নিরাপত্তা ও ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) ব্যবহার করে কাজ শুরু করা;
- ইমারজেন্সি চার্জার লাইট মেরামত কাজে ব্যবহৃত টুলস ও কম্পোনেন্টের এর তালিকা প্রস্তুত করা;
- ইমারজেন্সি চার্জার লাইট মেরামত কাজে ব্যবহৃত টুলস ও কম্পোনেন্টের নির্বাচন ও সংগ্রহ করা;
- ইমারজেন্সি চার্জার লাইট মেরামত কাজে ব্যবহৃত টুলস ব্যবহার করা;
- ইমারজেন্সি চার্জার লাইট মেরামত কাজে ব্যবহৃত কম্পোনেন্টসমূহ নির্বাচন করা;
- ইমারজেন্সি চার্জার লাইট মেরামত কাজে ব্যবহৃত কম্পোনেন্টসমূহ সংগ্রহ করা;
- ইমারজেন্সি চার্জার লাইট মেরামত কাজে ব্যবহৃত কম্পোনেন্টসমূহ পর্যবেক্ষণ করা;
- কর্মক্ষেত্রের নিজস্ব নিয়ম/ বিধি অনুসারে টুলস সমূহ পরিষ্কার করে নির্ধারিত স্থানে সংরক্ষণ করা;
- কর্মক্ষেত্রের বিধি অনুযায়ী বর্জ্যসমূহ নির্ধারিত স্থানে অপসারণ/ সংরক্ষণ করা ।
প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল
ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই)
ক্রমিক নং | সুরক্ষা সরঞ্জামের নাম | সংক্ষিপ্ত বিবরণ | পরিমাণ |
১ | ফেস মাস্ক | সার্জিক্যাল | ০১ টি |
২ | ইন্ডাস্ট্রিয়াল হ্যান্ড গ্লোভস | কর্মক্ষেত্রের বিধি অনুযায়ী | ০১ টি |
৩ | অ্যাপ্রোন | কর্মক্ষেত্রের বিধি অনুযায়ী | ০১ টি |
৪ | প্রোটেকটিভ গগলস | কর্মক্ষেত্রের বিধি অনুযায়ী | ০১ টি |
৫ | সেফটি সুজ | কর্মক্ষেত্রের বিধি অনুযায়ী | ০১ জোড়া |
৬ | ইলেকট্রোস্ট্যাটিক ডিসচার্জ ম্যাট | স্ট্যান্ডার্ড | ০১ টি |
প্রয়োজনীয় যন্ত্রপাতি (টুলস)
ক্রমিক নং | যন্ত্রপাতির নাম | সংক্ষিপ্ত বিবরণ | পরিমাণ |
১ | সোল্ডারিং আয়রন | ৪৫ ওয়াট / ২২০ ভোল্ট | ০১টি |
২ | ডিসোল্ডারিং পাম্প বা সাকার | স্ট্যান্ডার্ড | ০১টি |
৩ | প্রিসিসন স্ক্রু ড্রাইভার সেট | স্ট্যান্ডার্ড | ০১টি |
৪ | লং নোজ প্লায়ার্স | ৫ ইঞ্চি হাই কোয়ালিটি | ০১টি |
৫ | কাটিং প্লায়ার্স | ৫ ইঞ্চি হাই কোয়ালিটি | ০১টি |
৬ | পিসিবি হোল্ডার | ইউনিভার্সেল মাল্টিফাংশন পিসিবি হোল্ডার | ০১টি |
৭ | ওয়্যার ব্রাশ | স্ট্যান্ডার্ড | ০১টি |
৮ | টুইজার | প্রফেশনাল স্টেইনলেস স্টীল | ০১টি |
৯ | এভো (AVO) মিটার / মাল্টিমিটার | সানোয়া (Sanwa) অ্যানালগ / ডিজিটাল বা সমতুল্য | ০১টি |
১০ | ডিসি পাওয়ার সাপ্লাই | ইনপুট ২২০ ভোল্ট এসি আউটপুট ১৫ ভোল্ট ডিসি / ২ অ্যাম্পিয়ার | ০১টি |
১১ | নিয়ন টেস্টার | স্ট্যান্ডার্ড কোয়ালিটি | ০১টি |
১২ | ফ্লাট স্ক্রু ড্রাইভার | ৫ ইঞ্চি | ০১টি |
১৩ | স্টার স্ক্রু ড্রাইভার | ৫ ইঞ্চি | ০১টি |
১৪ | ইলেকট্রিশিয়ান নাইফ | ৩ ইঞ্চি | ০১টি |
প্রয়োজনীয় মালামাল:
ক্রমিক নং | মালামালের নাম | সংক্ষিপ্ত বিবরণ | পরিমাণ |
১ | স্টেপ ডাউন ট্রান্সফরমার | ২৩০/১২ ভোল্ট | ০১ টি |
২ | সোল্ডারিং লীড | ০.২ এমএম রীল | ০১ টি |
৩ | রেজিন/ সোল্ডারিং পেস্ট | উন্নতমানের (প্যাকেট/কৌটা) | ০১ টি |
৪ | ওয়্যার | ফ্লেক্সিবল ওয়্যার | প্রয়োজন মত |
৫ | ডায়োড | 1N4007 | ০৪টি |
৬ | ক্যাপাসিটর | 1000uf, 0.1uf(25V) | ০২টি |
৭ | রেগুলেটর আইসি | LM7808 | ০১ টি |
৮ | মাল্টিপ্লাগ | স্ট্যান্ডার্ড কোয়ালিটি | ০১ টি |
৯ | ইনসুলেশন টেপ | স্ট্যান্ডার্ড কোয়ালিটি | প্রয়োজন মত |
১০ | এলইডি | সাদা রং এর | ০৬টি |
১১ | ডিসি রিলে | ৫ পিনের | ০১ টি |
১২ | রেজিস্টর | ১০টি |
সার্কিট ডায়াগ্রাম
কাজের ধারা:
১. ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) পরিধান করবে;
২. ইমারজেন্সি চার্জার লাইট মেরামতে ব্যবহৃত টুলস, কম্পোনেন্ট ও ইকুইপমেন্ট নির্বাচন করবে;
৩. ইমারজেন্সি চার্জার লাইট মেরামতে ব্যবহৃত টুলস, কম্পোনেন্ট ও ইকুইপমেন্ট সংগ্রহ করবে;
৪. সোল্ডারিং আয়রন মাল্টিপ্লাগ সংযুক্ত করে গরম করবে;
৫. ইমারজেন্সি চার্জার লাইট এ পাওয়ার সাপ্লাই দিয়ে দেখবে কি সমস্যা হয়;
৬. মাল্টিমিটার দিয়ে তারপর পাওয়ার কর্ড পরীক্ষা করবে;
৭. মাল্টিমিটারের সাহায্যে ট্রান্সফরমারের সেকেন্ডারি ভোল্টেজ পরিমাপ করবে;
৮. যদি ট্রান্সফরমার ঠিক থাকে তাহলে ব্রিজ রেকটিফায়ারের ডায়োডগুলো পরীক্ষা করবে; ৮.
৯. যদি ডায়োডে সমস্যা থাকে তাহলে সোল্ডারিং আয়রন ও ডিসোল্ডারের সাহায্যে চারটি ডায়োডই খুলে ফেলবে;
১০. এবার লিড ও রজন ব্যবহার করে সোল্ডারিং আয়রন দিয়ে নতুন ডায়োড গুলো সোল্ডারিং করবে;
১১. ডায়োড লাগানোর পর রেগুলেটরের আউটপুট ভোল্টেজ পরিমাপ করবে, যদি সঠিক ভোল্টেজ পাওয়া যায় তাহলে চার্জ হচ্ছে কিনা দেখবে;
১২. কাটিং প্লায়ার্স দিয়ে কম্পোনেন্টগুলোর অতিরিক্ত অংশ কেটে ফেলবে;
১৩. এবার লাইটটির কেসিং লাগাবে;
১৪. ওয়্যার ব্রাশ দিয়ে ময়লা পরিষ্কার করবে;
১৫. টুলস ও ইকুইপমেন্টসমূহ পরিষ্কার করে নির্ধারিত স্থানে সংরক্ষণ করবে;
১৬. বর্জ্যসমূহ নির্ধারিত স্থানে অপসারণ/ সংরক্ষণ করবে।

ফলাফল:
তথ্য ছক-১:
তথ্য ছক-২:
সতর্কতা :
- কাজের শুরুতে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) পরিধান করা।
- সোল্ডারিং করার সময় সোল্ডারিং এর মেটাল বডিতে যেন হাত না লাগে সে দিকে সতর্ক থাকা ।
- ট্রান্সফরমারে লাইন দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করা।
অর্জিত দক্ষতা :
এ জবটি সম্পন্ন করায় এভো মিটার / মাল্টিমিটার ব্যবহার করে একটি নষ্ট বা ত্রুটিযুক্ত ইমার্জেন্সি চার্জার লাইট এর ত্রুটি নির্ণয় ও মেরামত করতে পারবে।
আরও দেখুনঃ