জেনারেল ইলেকট্রনিক্সের ধারণা

 আজকে আমরা জেনারেল ইলেকট্রনিক্সের ধারণা সম্পর্কে আলোচনা করব। যা জেনারেল ইলেকট্রনিক্স ১ এর জেনারেল ইলেকট্রনিক্স বিষয়ক স্বাস্থ্য ও নিরাপত্তা অংশের অন্তর্গত।

 

জেনারেল ইলেকট্রনিক্সের ধারণা

 

জেনারেল ইলেকট্রনিক্সের ধারণা

গ্রিক শব্দ Elektron থেকে Electronics শব্দটির উৎপত্তি। বিজ্ঞান ও প্রযুক্তির যে শাখায় কোন ভ্যাকুয়াম, গ্যাস বা অর্ধপরিবাহী মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহের ফলে সৃষ্ট কারেন্ট প্রবাহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় তাকে ইলেকট্রনিক্স বলে ।

বর্তমান বিশ্বের প্রতিটি ক্ষেত্রে ইলেকট্রনিক্সের ব্যবহার প্রতিনিয়ত বেড়েই চলেছে। জেনারেল ইলেকট্রনিক্স হচ্ছে
ইলেকট্রনিক্সের কয়েকটি ক্ষেত্রের সমন্বয়। জেনারেল ইলেকট্রনিক্সের বিভিন্ন প্রয়োগগুলো হচ্ছে টেলিকমিউনিকেশন,কম্পিউটার,বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন, স্বাস্থ্যসেবা, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, হোম অ্যাপ্লায়েন্স, স্যাটেলাইট কমিউনিকেশন, অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন, অটোমোবাইল, রোবটিক্স, মাইনসার্ভে ও এয়ারক্রাফট ইত্যাদি।

 

জেনারেল ইলেকট্রনিক্সের ধারণা

 

ইলেকট্রনিক্স (Electronics) তড়িৎ প্রকৌশলের প্রধান শাখাগুলির একটি, যা পরিবাহী ও অর্ধপরিবাহী থেকে ইলেকট্রনের নিঃসরণ, এ ইলেকট্রনগুলির পরবর্তী সুবিধাজনক ব্যবহার এবং ইলেকট্রনিক যমত্র নির্মাণ নিয়ে আলোচনা ও গবেষণা করে। প্রথম ইলেকট্রনিক যন্ত্র ছিল থার্মোনিক ভাল্ভ বা ভ্যাকুয়্যাম টিউব, যার ভিতরের শূন্যস্থানে ইলেকট্রনগুলি ছুটোছুটি করে এবং এটি বেতার, টেলিভিশন, রাডার ও ডিজিটাল কম্পিউটারের মতো উদ্ভাবনগুলির প্রধান নিয়ামক হিসেবে কাজ করেছে।  এতে সাধারণত ক্ষুদ্র আকারের বৈদ্যুতিক যন্ত্রপাতি যেমন কম্পিউটার, আই সি(Integrated Circuit) ইত্যাদি আলোচিত হয়।

 

জেনারেল ইলেকট্রনিক্সের ধারণা

 

যে কোনো ইলেকট্রনিক্স কাজের সাথে নিরাপত্তার সম্পর্ক রয়েছে। ইলেকট্রনিক্স কাজ করার সময় সতর্কতার সাথে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম ব্যবহার না করলে দুর্ঘটনার যথেষ্ট ঝুঁকি থাকে। দুর্ঘটনার কারণে ব্যক্তিগত, সামাজিক ও জাতীয় পর্যায়ে ব্যাপক ক্ষতি সাধিত হয়। দূর্ঘটনা কবলিত একজন দক্ষ কর্মী আহত বা নিহত হলে তার পরিবার, দেশ ও জাতি ক্ষতিগ্রস্ত হয়। কাজ করার সময় সকল দুর্ঘটনা হতে নিজেকে রক্ষা করার জন্য প্রত্যেক কর্মীর সতর্কতা অবলম্বন করা উচিৎ। ওয়ার্কশপে দক্ষ কর্মী এবং যন্ত্রপাতি উভয়ই মূল্যবান সম্পদ। দক্ষ কর্মীগণ সতর্কতার সাথে এবং নিরাপদে বিভিন্ন ইলেকট্রনিক্স কর্মক্ষেত্রে কাজ করে মানসম্মত পাজ্জনক ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন করাই প্রকৃত উদ্দেশ্য।

Leave a Comment