ইলেকট্রনিক কাজে ব্যবহৃত হ্যান্ড টুলস, পরিমাপক যন্ত্র এবং কম্পোনেন্টসমূহের ব্যবহার ও টেস্টিং অনুশীলনী

আজকে আমরা ইলেকট্রনিক কাজে ব্যবহৃত হ্যান্ড টুলস, পরিমাপক যন্ত্র এবং কম্পোনেন্টসমূহের ব্যবহার ও টেস্টিং অনুশীলনী আলোচনা করবো । যা জেনারেল ইলেকট্রনিক্স ১ এর ইলেকট্রনিক কাজে ব্যবহৃত হ্যান্ড টুলস, পরিমাপক যন্ত্র এবং কম্পোনেন্টসমূহের ব্যবহার ও টেস্টিং অংশের অন্তর্গত।

 

ইলেকট্রনিক কাজে ব্যবহৃত হ্যান্ড টুলস, পরিমাপক যন্ত্র এবং কম্পোনেন্টসমূহের ব্যবহার ও টেস্টিং অনুশীলনী

 

ইলেকট্রনিক কাজে ব্যবহৃত হ্যান্ড টুলস, পরিমাপক যন্ত্র এবং কম্পোনেন্টসমূহের ব্যবহার ও টেস্টিং অনুশীলনী

বর্তমান প্রজন্ম ইলেকট্রনিক্সের বিভিন্ন প্রযুক্তি ব্যবহারের উপর নির্ভরশীল। কৃত্রিম বুদ্ধিমত্তা প্ররোগের মাধ্যমে উদ্ভাবনকৃত রোবট যন্ত্রগুলো নির্ভুল, স্বল্প সময় ও দক্ষতার সাথে কাজ করতে সক্ষমতার পরিচয় দিচ্ছে। ফলে ইলেকট্রনিক ডিভাইস এবং কম্পোনেন্টসমূহ ব্যবহারের গুরুত্ব ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে।

এ ইলেকট্রনিক ডিভাইস এবং কম্পোনেন্টসমূহ ব্যবহারের সময় আমাদের প্রায়শই নানাবিধ সমস্যা দেখা দেয়। এ সমস্যাগুলো সমাধানকল্পে কম্পোনেন্টসমূহ টেস্ট করতে হয়। টেস্ট করার জন্য প্রয়োজন হয় বিভিন্ন ধরণের টুলস, ইকুইপমেন্ট ও পরিমাপক বন। টুলস, ইকুইপমেন্ট ও পরিমাপক বস্ত্রের বর্ষাবর্ষ ব্যবহারের উপর নির্ভর করে ইলেকট্রনিক কম্পোনেন্টগুলোর ভালো মন্দ নির্ণয় করা। এ অধ্যায়ে আমরা ইলেকট্রনিক কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের হ্যান্ড টুলস, পরিমাপক যন্ত্র এবং কম্পোনেন্ট-সমূহের ব্যবহার ও টেস্টিং নিয়ে আলোকপাত করব ।

 

ইলেকট্রনিক কাজে ব্যবহৃত হ্যান্ড টুলস, পরিমাপক যন্ত্র এবং কম্পোনেন্টসমূহের ব্যবহার ও টেস্টিং অনুশীলনী

 

অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ

১। ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিগুলো কি কি?

২। ভোল্টেজ কী?

৩। কারেন্ট কী?

৪। রেজিস্ট্যান্স কী?

৫। ইন্ডাস্ট্যাল কী?

৬। ক্যাপাসিট্যান্স কী?

৭। ইম্পিড্যান্স কী?

৮। ইলেকটিক্যাল পাওয়ার কী?

৯। পরিমাপক যন্ত্র কত প্রকার?

১০। ফ্রিকোয়েন্সি কী?

১১। পাঁচটি ইলেকট্রনিক্স কম্পোনেন্টের নাম লেখ।

১২। রেজিস্টরের প্রতীক অংকন করো।

 

ইলেকট্রনিক কাজে ব্যবহৃত হ্যান্ড টুলস, পরিমাপক যন্ত্র এবং কম্পোনেন্টসমূহের ব্যবহার ও টেস্টিং অনুশীলনী

 

সংক্ষিপ্ত প্রশ্ন :

১৩। ট্রান্সফরমার কী? উহা কতপ্রকার ও কি কি?

১৪। ইলেকট্রনিক্স কর্মক্ষেত্রে ব্যবহৃত পিপিই গুলোর নাম লেখ

১৫। ইলেকট্রনিক্স কর্মক্ষেত্রে পিপিই ব্যবহারের প্রয়োজনীয়তা লেখ।

১৬। সূত্র সহ বিভিন্ন পাওয়ারের সংজ্ঞা লেখ।

১৭। রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স, ইন্ডাক্ট্যান্স, কারেন্ট ও ভোল্টেজের একক লেখ

১৮। এসি ও ডিসি কারেন্টের মধ্যে পার্থক্য লেখ।

১৯। পাঁচটি ইলেকট্রনিক্স কম্পোনেন্টের প্রতীক ও ব্যবহার লেখ।

২০। সংজ্ঞা সহ পরিমাপক যন্ত্রের প্রকারভেদ লেখ।

 

ইলেকট্রনিক কাজে ব্যবহৃত হ্যান্ড টুলস, পরিমাপক যন্ত্র এবং কম্পোনেন্টসমূহের ব্যবহার ও টেস্টিং অনুশীলনী

 

রচনামূলক প্রশ্ন :

২১। স্টেপ-আপ এবং স্টেপ-ডাউন ট্রান্সফরমার এর মূলনীতি লেখ ।

২২। ইলেকট্রোস্ট্যাটিক ডিসচার্জ (Electrostatic Discharge) পদ্ধতি ও সতর্কতা লেখ।

২৩। ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিস পরিমাপন পদ্ধতি বর্ণনা করো।

২৪। পাঁচটি পরিমাপক যন্ত্রের ফাংশন এবং ব্যবহার বর্ণনা করো।

২৫। রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, ডায়োড, ট্রানজিস্টর এর টেস্টিং পদ্ধতি চিত্র সহ বর্ণনা করো।

google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

আরও দেখুনঃ

Leave a Comment