স্মার্ট এন্ড এনড্রয়েড টিভি রিসিভার

আজকের আলোচনার বিষয়ঃ স্মার্ট এন্ড এনড্রয়েড টিভি রিসিভার সম্পর্কে ধারণা। যা জেনারেল ইলেকট্রনিক্স ১ এর টেলিভিশন বেসিকস অংশের অন্তর্গত।

 

স্মার্ট এন্ড এনড্রয়েড টিভি রিসিভার

 

স্মার্ট এন্ড এনড্রয়েড টিভি রিসিভার সম্পর্কে ধারণা

প্রযুক্তিগত দিক থেকে কম্পিউটার, টেলিভিশন সেট এবং সেট টপ বক্সের একটি সুষম সমন্বয় হচ্ছে স্মার্ট টিভি। সাধারণ বা আগের টিভি মূলত ব্রডকাস্টিং নির্ভর টিভি। পক্ষান্তরে, স্মার্ট টিভি একটি ইন্টারঅ্যাক্টিভ মিডিয়া যা ইন্টারনেট মিডিয়া বা অন-ডিমান্ড স্ট্রিমিং মিডিয়া বা হোম নেটওয়ার্কিং অ্যাক্সেসের একটি কার্যকারী সমন্বয়। প্রায় এক শতাব্দি ধরে চলে আসা প্রচলিত টিভি এখন অনেকের কাছেই অচল হিসেবে আখ্যায়িত হচ্ছে। এইচডিটিভি অ্যান্টেনা কিংবা কেব্‌ল বা অন্য কোনও সোর্স থেকে সিগন্যাল রিসিভ করা ও ট্রান্সমিশনের বিষয়গুলোর মধ্যেই প্রচলিত টিভি সীমাবদ্ধ। অন্যদিকে স্মার্ট টিভি এ সকল সীমাবদ্ধতা থেকে বেরিয়ে এসে আরো অনেক আধুনিক সুযোগ সুবিধার সমন্বয়ে প্রযুক্তির উৎকর্ষতা এনে দিয়েছে। ফলশ্রুতিতে, বিশ্বব্যাপী মানুষের এখন স্মার্ট টিভির দিকেই ঝোঁক বেশি।

স্মার্ট এন্ড এনড্রয়েড টিভির প্রাথমিক ধারণা ( Basic Concept of Smart and Android TV)

স্মার্ট টিভি (Smart TV):

স্মার্ট টিভি (Smart TV) হলো এমন এক আধুনিক এলইডি টিভি(LED TV) যা লিনাক্স (Linux) অপারেটিং সিস্টেম (OS-Operating System) দ্বারা পরিচালিত হয়। এ টিভিতে ইন্টারনেট, ইউটিউব (Youtube) এবং অন্যান্য কিছু নির্বাচিত অ্যাপস ( Apps Applications) ব্যবহারের সুবিধা থাকে। ফলে বিভিন্ন পোর্টেবল ডিভাইস গুলোর (Portable Devices) সাথে স্মার্ট টিভি সংযোগ করা যায়। এ ধরনের টিভি আকারে অনেক বড় এবং এগুলোতে আধুনিক ও উন্নতমানের ফিচার এবং ফাংশন (Features and Function) বিদ্যমান থাকে ।

 

স্মার্ট এন্ড এনড্রয়েড টিভি রিসিভার

 

স্মার্ট টিভির বৈশিষ্ট্য:

বড় ও গুণগত মান সম্পন্ন এইচডি (HD – High Defination ) পর্দা, গুণগত মান সম্পন্ন এইচডি শব্দ এবং পরিষ্কার ডিসপ্লে ইত্যাদি স্মার্ট এলইডি টিভির অনন্য উৎকৃষ্ট বৈশিষ্ট্য। তবে স্মার্ট এলইডি টিভিতে মোবাইলের মতো অ্যাপস ইনস্টল (Apps Install) করা যায় ।

অপারেটিং সিস্টেমটি টেলিভিশন সেটটির ফার্মওয়্যারটিতে প্রিলোড (Preloaded in Firmware) করা থাকে। যা অ্যাপস এবং অন্যান্য ডিজিটাল সামগ্রীতে অ্যাক্সেস ও সরবরাহ করা যায়। পক্ষান্তরে, প্রচলিত ঐতিহ্যবাহী টেলিভিশনগুলি প্রাথমিকভাবে প্রদর্শন হিসাবে কাজ করে এবং এটি বিক্রেতার নির্দিষ্ট কাস্টমাইজেশনের (Customization) মধ্যে সীমাবদ্ধ থাকে। সফ্টওয়্যার অ্যাপ্লিকেশনগুলো অ্যাপ্লিকেশন স্টোর বা মার্কেটপ্লেসের (Application Store or Marketplace ) মাধ্যমে ডিভাইসে প্রিলোড করা বা চাহিদা অনুসারে আপডেট বা ইনস্টল করা যায় । একইভাবে অ্যাপ্লিকেশনগুলোকে আধুনিক স্মার্টফোনে ব্যবহার করা যায় ।

 

স্মার্ট এন্ড এনড্রয়েড টিভি রিসিভার

 

এনড্রয়েড টিভি (Android TV)

এনড্রয়েড টিভি (Android TV) হলো এমন এক আধুনিক টেলিভিশন যেটা গুগলের এনড্রয়েড অপারেটিং সিষ্টেম (Android OS) দ্বারা পরিচালিত হয়। এ টিভিগুলোতে ইন্টারনেটের ব্যবহার এবং ইউটিউবসহ (Youtube) অন্যান্য অ্যাপসগুলো ব্যবহার করা যায়। এতে “গুগল প্লে স্টোর” (Google Play Store ) সংযুক্ত থাকে। যার ফলে যেকোনো অ্যাপস বা এনড্রয়েড গেমস (Androidgames) নিজের টিভিতে ডাউনলোড ও ইনস্টল ( Download ও Install) করে ব্যবহার করা যায় ।

এনড্রয়েড টিভিকে সম্পূর্ণ একটি এনড্রয়েড স্মার্ট ফোনের মতো ব্যবহার করা যায়। মোবাইলের মতোই এনড্রয়েড টিভিতে সিপিইউ, প্রসেসর, র‍্যাম এবং ইন্টারনাল স্টোরেজ (CPU, Processor, RAM and Internal Storage) থাকে।

google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

স্মার্ট টিভির ব্যবহারের সুবিধা

১. স্মার্ট টিভিতে ডিটিএইচ (DTH-Direct To Home Television ) কেব্‌ল (Cable) বা কেব্‌ল সংযোগের মাধ্যমে টিভি চ্যানেলগুলো (TV Channel) দেখার সুবিধাদি বিদ্যমান ।

২. এ টিভিতে ওয়াই-ফাই (Wi-Fi) এর মাধ্যমে নিজের টিভিতে ইন্টারনেট সংযোগ করার সুবিধাও থাকে।

৩. ইন্টারনেট সংযোগ করার ফলে নিজের টিভিতে মোবাইল এবং ল্যাপটপের মতোই ইন্টারনেটের ব্যবহার করা যায়।

৪. ইউটিউব (Youtube), গুগল (Google) ইত্যাদি যেকোনো ওয়েব সাইটের ব্যবহার নিজের টিভির মাধ্যমে করা যায়।

৫. একটি স্মার্ট টিভিতে পেন ড্রাইভ সংযোগ করে ভিডিও, মুভি ইত্যাদি দেখার সুবিধাও থাকে।

 

স্মার্ট এন্ড এনড্রয়েড টিভি রিসিভার

 

সাধারণ স্মার্ট টিভি এবং এনড্রয়েড টিভির মধ্যে পার্থক্যঃ

একটি সাধারণ এলইডি স্মার্ট টিভি এবং এন্ড্রয়েড স্মার্ট টিভির মধ্যে পার্থক্য নিচে উল্লেখ করা হলো:

১. স্মার্ট টিভি কাজ করে লিনাক্স অপারেটিং সিষ্টেম (Linux Operating System) দ্বারা কিন্তু এন্ড্রয়েড স্মার্ট টিভি কাজ করে গুগল (Google) এর এন্ড্রয়েড অপারেটিং সিষ্টেম (Android OS) দ্বারা ।

২. স্মার্ট টিভিতে কেবল পূর্ব থেকে দেওয়া সীমিত অ্যাপস (Apps) ব্যবহার করা যায় কিন্তু এন্ড্রয়েড টিভিতে অসংখ্য এবং নিজের ইচ্ছে মতো অ্যাপস ( Apps) ডাউনলোড ও ইনস্টল করা যায়।

৩. স্মার্ট টিভি এবং এন্ড্রয়েড স্মার্ট টিভি দুটিতেই ওয়াই-ফাই (Wi-Fi) এর মাধ্যমে ইন্টারনেট এর ব্যবহার
করা যায়।

৪. সাধারণ স্মার্ট টিভিতে গুগল প্লে স্টোর” (Google Play Store) ক্রয়ের মাধ্যমে সংযুক্ত করতে হয় কিন্তু এন্ড্রয়েড টিভিতে প্লে স্টোর পূর্ব থেকেই সংযুক্ত থাকে ।

৫. একটি স্মার্ট টিভির ইউজার ইন্টারফেস (User Interface) সময়ে সময়ে পুরাতন হতে থাকে কিন্তু এন্ড্রয়েড টিভিতে প্রতিনিয়ত সিস্টেম/অ্যাপস/ওএস আপডেট (System/ Apps/ OS Update) হতেই থাকে ফলে ইউজার ইন্টারফেস সব সময় উন্নত থাকে।

আরও দেখুনঃ

Leave a Comment