আজকে আমরা আলোচনা করবো এলইডি টিভির ত্রুটি বর্ণনা। যা জেনারেল ইলেকট্রনিক্স ১ এর টেলিভিশন সার্ভিসিং অংশের অন্তর্গত।
Table of Contents
এলইডি টিভির ত্রুটি বর্ণনা
এলইডি টিভি বর্তমানে বহুল ব্যবহৃত টিভি। এ টিভি চালানোর সময় বিভিন্ন ত্রুটি সংগঠিত হয়।
এলইডি টিভির ত্রুটি
এলইডি টিভির বিভিন্ন সেকশন বা স্টেজ রয়েছে। প্রতিটি সেকশন বা স্টেজ ত্রুটিপূর্ণ অ্যাডডাস্টমেন্ট এবং ত্রুটিযুক্ত কম্পোনেন্টের কারণে রিসিভারে যে ত্রুটি দেখা দের তার মধ্যে চারটি ত্রুটি সাধারণ (Common) ত্রুটি হিসেবে পরিচিত। যা নিম্নে ত্রুটিগুলো সম্পর্কে বর্ণনা করা হলো।
১. পাওয়ার না থাকা (No Power) :
এটি পাওয়ার সাপ্লাই সেকশন এর ত্রুটির কারণে হয়ে থাকে। এ ক্ষেত্রে সম্ভাব্য ত্রুটিগুলো হলো: (ক) পাওয়ার কর্ড নষ্ট (খ) ফিউজ নষ্ট (গ) ব্রীজ রেক্টিফায়ারের ডায়োড নষ্ট (ঘ) এস এম ডি টাইপ মসফেট নষ্ট এবং (ও) পিসি ৮১৭ আইসি নষ্ট ইত্যাদি।
২. শব্দ না পাওয়া (No Sound)
এটি অডিও অ্যাম্পিফায়ার সেকশন এর ত্রুটির কারণে হয়ে থাকে। এ ক্ষেত্রে সম্ভাব্য ত্রুটিগুলো হলো: (ক) অডিও আইসি১৫১৭ ত্রুটিযুক্ত খ) স্পিকার ত্রুটিযুক্ত (গ) শর্ট সার্কিট হওয়া (ঘ) স্পিকার কানেকশন স ইত্যাদি।

৩. এলইডি টিভিতে আনুভূমিক / ফরিজটাল লাইন থাকা (Horizontal / Vertical Line ):
এ সমস্যার মূলে রয়েছে এলইডি টিভির সাথে সংযুক্ত সেট-টপ বক্সের কেলের সিগন্যাল শক্তি কম হওয়া। যদি সেট-টপ বক্সটি কোনো পুরাতন টেলিভিশনে প্লাগ করা হয় তবে এ সমস্যাটি দেখা যায়। এর কারণ হলো পুরাতন টিভি সেটগুলোতে কাজ করার জন্য কম ইনপুট পাওয়ার প্রয়োজন। আধুনিক এলইডি টিভি সেটে এ সমস্যা হয় না।
৪. এলইডি টিভি ওয়াই-ফাই এর সাথে সংযুক্ত হচ্ছে না (Not Connected LED TV with WIFI)
এ ত্রুটির মূলে রয়েছে রাউটার এবং টিভি । যদি টিভি ঠিক থাকে তবে রাউটার পরীক্ষা করতে হয়।
আরও দেখুনঃ