এলইডি টিভি প্যানেল সম্পর্কে ধারণা

আজকের আলোচনার বিষয়ঃ এলইডি টিভি প্যানেল সম্পর্কে ধারণা। যা জেনারেল ইলেকট্রনিক্স ১ এর টেলিভিশন বেসিকস অংশের অন্তর্গত।

 

এলইডি টিভি প্যানেল সম্পর্কে ধারণা

 

এলইডি টিভি প্যানেল সম্পর্কে ধারণা

এলইডি (LED-Light Emitting Diode) ডিসপ্লে হচ্ছে একটি সমতল প্যানেল ডিসপ্লে যা ভিডিও প্রদর্শনের জন্য আলোক বিচ্ছুরণকারী ডায়োডে এর একটি সারিকে পিক্সেল (Pixel) হিসেবে ব্যবহার করে। এটা সাধারণত কয়েকটি লেয়ার নিয়ে গঠিত। যার মধ্যে দুটি পোলারাইজড প্যানেল ফিল্টার (Polarized Panel Filters) এবং ইলেকট্রোড (Electrodes) থাকে।

এখানে দুটি প্লাস ফিল্টার ( Glass Filter) ব্যবহার করা হয় যা ছবির অনাকাঙ্ক্ষিত সিগন্যাল কে বাদ দিতে পারে। এতে সর্ব বহিঃস্থ দুই পার্শ্বে কাঁচের আবরণ থাকে যা ভিতরের লেয়ারগুলোকে সঠিকভাবে কাজ করার জন্য সুরক্ষা প্রদান করে। এতে দুটি পোলারাইজিং ফ্লিম আছে যা ক্রিস্টালের আগে ও পরে পোলারাইজেশনকে ঠিক রাখে। এতে দুটি ইলেকট্রোড আছে যা ছবির ইনটেনসিটি অনুযায়ী ক্রিস্টালে প্রেসার প্রদান করে।

এ ইলেকট্রোডকে ক্রিস্টালের দুই পার্শ্বে সংযোগ দেওয়া হলে ক্রিস্টালটি চার্জিত হয়ে ইলেকট্রন বিচ্ছুরণ ঘটায়। ফলে ইহা অ্যাকটিভ এবং প্যাসিভ গ্রীড ম্যাট্রিক্স (Active and Passive Grid Matrix) এর ন্যায় জিনে ছবি প্রদর্শন করে।

 

এলইডি টিভি প্যানেল সম্পর্কে ধারণা

 

এলইডি টিভি প্যানেল এর বিভিন্ন অংশ শনাক্তকরণ (Identification of the Different Parts of LED TV Panel)

এলইডি টিভি প্যানেলের মাধ্যমেই আমরা টেলিভিশনের ভিডিও দেখতে ও একই সাথে অডিও শুনতে পাই যা নিজের চিত্রে  প্রদর্শিত বিভিন্ন অংশ নিয়ে গঠিত।

 

এলইডি টিভি প্যানেল সম্পর্কে ধারণা

 

একটি এলইডি টিভি প্যানেলের এর বিভিন্ন অংশ

এলইডি (LED) টিভি প্যানেলের বিভিন্ন অংশগুলো হলোঃ

১. ড্রেস (Frame),

২. ক্রিস্টাল ব্ল্যাক প্যানেল (স) ( Crystal Black Panel : Cell),

৩. ফ্রেম মিডল মোল্ড (Frame Middle Mold),

৪. অপটিক্যাল শীট (Optical Sheet),

৫. এলজিপি (LGP-Light Guide Plate,

৬. এলইডি (LED),

৭. বটম চ্যাসিস (Bottom Chassis ),

৮. মিডল কভার (Middle Cover),

৯. রিয়ার কভার (Rear Cover) |

google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

অনুসন্ধানমূলক কাজ

এনইডি টিভি রিসিভারের সার্কিট যতে এর বিভিন্ন অংশ শনাক্তকরণ।

অনুসন্ধানমূলক প্রশ্নঃ

কিভাবে এলইডি টিভি রিসিভারের সার্কিট ডায়াগ্রাম হতে কালার টেলিভিশন এর বিভিন্ন অংশ শনাক্ত করা হয়

আমরা প্রদেয় শিক্ষককে সাথে নিয়ে নমুনা মোতাবেক কালার টিভি রিসিভারের সার্কিট ডায়াগ্রাম হতে এলইডি টেলিভিশন এর বিভিন্ন অংশ শনাক্ত করে সংযুক্ত তথ্য ছকটি পূরণ করি।

 

এলইডি টিভি প্যানেল সম্পর্কে ধারণা

 

তথ্য ছকঃ

 

এলইডি টিভি প্যানেল সম্পর্কে ধারণা

 

আরও দেখুনঃ

Leave a Comment