আজকে আমরা ওয়ার্কশপ সতর্কতা সম্পর্কে আলোচনা করব। যা জেনারেল ইলেকট্রনিক্স ১ এর জেনারেল ইলেকট্রনিক্স বিষয়ক স্বাস্থ্য ও নিরাপত্তা অংশের অন্তর্গত।
Table of Contents
ওয়ার্কশপ সতর্কতা
আমাদের আশপাশে কালার টিভি, এলসিডি টিভি, এলইডি টিভি, বিভিন্ন ধরনের হোম অ্যাপ্লায়েন্স যেমন- মাইক্রোওভেন, রেফ্রিজারেটর, ইলেকট্রিক চুল্লি, ডিস ওয়াসার, ওয়াশিং মেশিন, ভ্যাকুয়াম ক্লিনার, কফি মেকার, প্রিন্টার, ফটোকপি মেশিন অ্যাসেমরি ও মেরামত ইত্যাদি কর্মকান্ড প্রতিদিনই দেখতে পাই। এ ধরনের কাজ করার জায়গাগুলো ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ নামে পরিচিত। এ সকল ওয়ার্কশপে হ্যান্ড টুলস, পাওয়ার টুলস, বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করে বিভিন্ন প্রকার হোম অ্যাপ্লায়েন্স অ্যাসেমব্লিং ও মেরামত কাজ করা হয়। ওয়ার্কশপে প্রবেশ হতে শুরু করে ত্যাগ করা পর্যন্ত কিছু নিয়ম মেনে চলতে হয়। নিরাপদে কাজ করা ও নিরাপত্তা রক্ষার এসব নিয়ম সতর্কতার সাথে মেনে চলা প্রয়োজন ।
ওয়ার্কশপের সতর্কতাসমূহ ( Precautions of the Workshop)
- সর্বদা নির্দেশনা মনোযোগ সহকারে শুনা এবং ওয়ার্কশপের নির্দেশাবলী অনুসরণ করা;
- ওয়ার্কশপের ভিতর দৌড়ানো যাবে না, যাতে অন্যকারো সাথে আচমকা ধাক্কা লাগতে পারে এবং দুর্ঘটনার কারণ হতে পারে;
- জরুরী স্টপ বোতামগুলো ওয়ার্কশপের কোথায় রয়েছে তা জেনে রাখা। যদি ওয়ার্কশপে অন্যদিকে কোনও দুর্ঘটনা দেখতে পাওয়া যায়, তবে জরুরী স্টপ বোতামটি বন্ধ করে সকল মেশিনের বৈদ্যুতিক শক্তি বন্ধ করা;
- সর্বদা একটি অ্যাপ্রন পরতে হবে কারণ এটি পরিধেয় পোশাককে সুরক্ষা দেবে; • ওয়ার্কশপে স্বাভাবিক জুতা উপযুক্ত নয় বিধায় ভাল শক্তিশালী জুতা পরা;
- ব্যবহারিক কাজ করার সময় সমস্ত ময়লা বা উচ্ছিষ্ট সরিয়ে রাখা;
- কীভাবে নিরাপদে কোন মেশিন পরিচালনা করবে তা যদি পূর্ব থেকে না দেখানো হয় তবে কোনও মেশিন ব্যবহার করা যাবে না;
- ওয়ার্কশপে সর্বদা ধৈর্যের সহিত কাজ করা, ওয়ার্কশপে কখনই তাড়াহুড়া না করা;
- ঘূর্ণায়মাণ যন্ত্রপাতি থেকে হাত দূরে রাখা;ওয়ার্কশপে হ্যান্ডটুলসগুলো সতর্কতার সহিত ব্যবহার করা;
- মেশিন বা সরঞ্জামগুলোর যেকোনো ক্ষয়ক্ষতির বিষয়ে রিপোর্ট আকারে জমা প্রদান করা, তা না হলে এটি দুর্ঘটনার কারণ হতে পারে ।
ওয়ার্কশপে সতর্কতার প্রয়োজনীয়তা (Necessary Precautions in the Workshop )
ওয়ার্কশপে কর্মরত কর্মীদের জীবনের নিরাপত্তার জন্য কর্মীদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নিরাপত্তার জন্য ওয়ার্কশপে ব্যবহৃত টুলস ও যন্ত্রপাতির নিরাপত্তার জন্য নিম্নলিখিত কারণে ওয়ার্কশপে সতর্কতার প্রয়োজন রয়েছে। যেমন:
- ওয়ার্কশপে কর্মরত কর্মীদের জীবনের নিরাপত্তার জন্য ;
- কর্মীদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নিরাপত্তার জন্য ;
- ওয়ার্কশপে ব্যবহৃত টুলস ও যন্ত্রপাতির নিরাপত্তার জন্য ;
- ওয়ার্কশপে ব্যবহৃত কাঁচামাল ও অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্র ব্যবহারে অপচয় কমিয়ে আনার জন্য;
- সময়ের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার জন্য;
- উত্তম কর্ম পরিবেশ বজায় রেখে সুষ্ঠভাবে কাজ পরিচালনা করার জন্য।
ওয়ার্কশপের সতর্কতা বিধিসমূহ (Precautions Rules in the Workshop )
ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল ধরার্কশপে কাজ করার জন্য যে সকল গুরুত্বপূর্ণ সতর্কতা বিধিগুলো রয়েছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল:
- ওয়ার্কশপের দেয়ালে বিভিন্ন ধরনের নিরাপত্তার প্রতীক সম্মেলিত সতর্কতার নির্দেশনা থাকতে হবে;
- ওয়ার্কশপের মেঝে, সিঁড়ি, যাতায়াতের পথ হতে প্রতিদিন ঝাড়ু দিয়ে ময়লা ও আবর্জনা ঢাকনা যুক্ত বাক্সে ফেলতে হবে;
- ওয়ার্কশপে নির্মল বায়ু প্রবাহের জন্য পর্যাপ্ত বায়ু চলাচল ব্যবস্থা রাখতে হবে,
- ওয়ার্কশপে আগুন নিভানোর সরঞ্জামের ব্যবস্থা রাখতে হবে; ওয়ার্কশপে প্রথমিক চিকিত্সা সরঞ্জাম বা ফাস্ট এইডের ব্যবস্থা থাকতে হবে,
- ওয়ার্কশপের আকৃতির সাথে সামধন্য রেখে কর্মীর সংখ্যা বিবেচনা করতে হবে, । গাদাগাদি করে কাজের ব্যবস্থা করা যাবে না কোনভাবেই
- মাঝে মাঝে ওয়ার্কশপের বৈদ্যুতিক সংযোগ লাইনগুলো পরীক্ষা করে দেখতে হবে
- প্রয়োজনীয় স্থানে সার্কিট ব্রেকার লাগানোর ব্যবস্থা থাকতে হবে
- ইলেকট্রনিক্স ওয়ার্কশপে কাজ করার জন্য ব্যবহৃত সকল ধরনে পিপিই (PPE – Personal Protective Equipment) এর পর্যাপ্ত ব্যবস্থা থকতে হবে:
- ওয়ার্কশপে কাজ করা সকল কর্মীকে আগুন নিভানোর ট্রেনিং দিতে হবে; ওয়ার্কশপে কোন দূর্ঘটনা ঘটলে জরুরী সেবা সমূহের ফোন নম্বর সম্বলিত একটি চার্ট ঝুলানো থাকতে হবে;
- ওয়ার্কশপে পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকতে হবে
- ওয়ার্কশপের সুইচ বোর্ডের সামনে কমপক্ষে ১ মিটার পরিমান ফাঁকা জায়গা রাখতে হবে এবং সুইচ বোর্ড মেঝে থেকে ১.২৫ মিটার উঁচুতে স্থাপন করতে হবে;
- ওয়ার্কশপের থ্রি-ফেজ ও সিঙ্গেল ফেজ লাইনকে চিহ্নিত করে রাখতে হবে;
- ওয়ার্কশপের কোন মেশিনে ত্রুটি দেখা দিলে তার রিপোর্ট লেখার জন্য লগ বইয়ের ব্যবস্থা থাকতে হবে।

আরও দেখুনঃ