ভোল্টেজ, কারেন্ট ও রেজিস্ট্যান্সের এর মধ্যে সম্পর্ক

আজকের আলোচনার বিষয়ঃ ভোল্টেজ, কারেন্ট ও রেজিস্ট্যান্সের এর মধ্যে সম্পর্ক । যা জেনারেল ইলেকট্রনিক্স ১ এর জেনারেল ইলেকট্রনিক্স বিষয়ক স্বাস্থ্য ও নিরাপত্তা অংশের অন্তর্গত।

 

ভোল্টেজ, কারেন্ট ও রেজিস্ট্যান্সের এর মধ্যে সম্পর্ক

 

ভোল্টেজ, কারেন্ট ও রেজিস্ট্যান্সের এর মধ্যে সম্পর্ক

১৮২৬ খ্রিস্টব্দে জার্মান বিজ্ঞানী ড. জর্জ সাইমন ওহম সর্বপ্রথম কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের মধ্যকার সম্পর্ক নির্ণয় করেন। এ সম্পর্কটি ওহমের সূত্র বা ওহমস ল (Ohm’s Law) নামে পরিচিত।

ওহমের সূত্র:

নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একটি পরিবাহীর মধ্য দিয়ে যে কারেন্ট প্রবাহিত হয় তা পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সাথে সমানুপাতিক ।

 

ভোল্টেজ, কারেন্ট ও রেজিস্ট্যান্সের এর মধ্যে সম্পর্ক

 

AB একটি পরিবাহী, V. ও Vo যথাক্রমে A ও B প্রাজ্ঞের ভোল্টেজ এবং উক্ত পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের পরিমান I হলে ওহমের সূত্রানুযারী,

I α Va – Vb

I α V [মনেকরি, Va – Vb = V 1]

একে নিম্নলিখিতভাবে প্রকাশ করা যায়-

V α I

V = IR …. (1)

এখানে R একটি ধ্রুবক এবং পরিবাহীর রেজিস্ট্যান্স, বা পরিবাহীর আকার-আকৃতি, তাপমাত্রা এবং পদার্থের উপর নির্ভরশীল। ১নং সুত্র থেকে আমরা লিখতে পারি

R = v/t …..(2)

আবার লিখতে পারি,

I = v/r   …(৩)

ইহাই ভোল্টেজ, কারেন্ট এবং রেজিস্ট্যান্সের সম্পর্ক। এ সম্পর্ক থেকে ওহমের সূত্রটি এ ভাবে বলা যায় যে, স্থির তাপমাত্রায় কোনো একটি পরিবাহীর মধ্য দিয়ে যে কারেন্ট প্রবাহিত হয় তা পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সাথে সমানুপাতিক এবং পরিবাহীর রেজিস্ট্যান্সের সাথে ব্যস্তনুপাতিক ।

 

ভোল্টেজ, কারেন্ট ও রেজিস্ট্যান্সের এর মধ্যে সম্পর্ক

 

এসি (AC) ও ডিসি (DC) এর মধ্যে পার্থক্য (Difference between AC & DC)

ক্রমিক

পার্থক্যের বিষয়

এসি (AC-Alternative Current)

ডিসি (DC-Direct Current)

১.বাংলা অর্থচল বিদ্যুৎস্থির বিদ্যুৎ
২.পূর্ণ অর্থAC-Alternating CurrentDC-Direct Current
৩.সংজ্ঞাযে কারেন্টের মান ও দিক সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় তাকে অলটারনেটিং কারেন্ট বা এসি বলে।যে কারেন্টের মান ও দিক সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়ে স্থির থাকে তাকে ডাইরেক্ট কারেন্ট বা ডিসি বলে ।
8.সাইকেলএসিতে সাইকেল বিদ্যমানডিসিতে সাইকেল থাকে না।
৫.ট্রান্সফরমারএসিতে ট্রান্সফরমার ব্যবহার করা যায়।ডিসিতে ট্রান্সফর্মার ব্যবহার করা যায় না।
৬.ফেজ পার্থক্যএসিতে ফেজ পার্থক্য থাকে।ডিসিতে ফেজ পার্থক্য থাকে না।
google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

আরও দেখুনঃ

Leave a Comment