কালার টিভি রিসিভার সম্পর্কে ধারণা 

আজকে আমরা কালার টিভি রিসিভার সম্পর্কে ধারণা সম্পর্কে আলোচনা করবো। যা জেনারেল ইলেকট্রনিক্স ১ এর টেলিভিশন বেসিকস অংশের অন্তর্গত।

 

কালার টিভি রিসিভার সম্পর্কে ধারণা 

 

Table of Contents

কালার টিভি রিসিভার সম্পর্কে ধারণা

 

সাদা-কালো টেলিভিশন এর উন্নত রূপ হলো কালার টেলিভিশন। বিশ্বের বেশিরভাগ জায়গায় টেলিভিশন সম্প্রচার স্টেশন এবং নেটওয়ার্কগুলি ১৯৬০ থেকে ১৯৮০ এর দশকের মধ্যে সাদা-কালো থেকে কালার টিভি সম্প্রচার শুরু করে। বর্তমানে সবই কালার টিভি। এ অনুচ্ছেদে কালার টিভি সম্পর্কে আলোচনা করা হলো।

কালার টিভি রিসিভার (Colour TV Receiver )

টেলিভিশনের ছবি দেখতে দুই ধরনের টিভি রিসিভার হয়ে থাকে। একটি হল সাদা-কালো ছবি প্রদর্শনের টেলিভিশন এবং অপরটি রঙিন ছবি প্রদর্শনের টেলিভিশন। সাদা-কালো টেলিভিশনের সাদা এবং কালো এ দু’টি রঙের উপাদান বিদ্যমান থাকে।

অপরদিকে রঙিন টেলিভিশনে তিনটি প্রাইমারী কালার (লাল, সবুজ, নীল) এর মাধ্যমে অনেক সেকেন্ডারী কালার এর উপস্থিতি থাকে।

 

কালার টিভি রিসিভার সম্পর্কে ধারণা 

 

রঙিন টিভি রিসিভার ছয়টি সেকশনের সমন্বয়ে গঠিত

১. রেডিও ফ্রিকোয়েন্সি টিউনার সেকশন (Radio Frequency Tuner Section)

২. ভিডিও সকশন (Video Section )

৩. ক্রোমা সেকশন বা ডিকোডার (Decoder) / রঙ প্রসেসিং সেকশন (Color Processing Section)

8. সিঙ্ক সেকশন (Sink Section )

৫. পাওয়ার সেকশন (Power Section )

৬. অডিও সেকশন (Audio Section )

 কালার টিভি রিসিভারের ব্লক চিত্রের বর্ণনা (Block Diagram of Colour Television)

নিচের চিত্রে একটি কালার টেলিভিশন এর ব্লক ডায়াগ্রাম দেখানো হলো

 

কালার টিভি রিসিভার সম্পর্কে ধারণা 

 

কালার টেলিভিশনে বিভিন্ন ধরনের সেকশন এবং ব্লক আছে। নিম্নে সচরাচর ব্যবহৃত কিছু ব্লকের বর্ণনা দেওয়া হলো:

১. টিউনার সেকশন (Tuner Section)

ইহা কাঙ্ক্ষিত চ্যানেলের সিগন্যালকে নির্বাচন করে। ফ্রিকুয়েন্সি কন্ট্রোল সার্কিটের মাধ্যমে লোকাল অসিলেটরের উৎপন্ন ফ্রিকোরেন্সি নির্দিষ্ট রাখে। সঠিক মারে (৩৮.৯ মেগা হার্টজ) পিকচার ক্যারিয়ার তৈরি করে এবং বিভিন্ন কালারের সঠিক উৎপাদনকে নিশ্চিত করে। ফাইন টিউনিং কন্ট্রোলারটি এ সেকশনে অবস্থান করে।

২. ভিডিও আইএফ এবং ভিডিও ডিটেক্টর লেকশন (Video IF and Video Detector Section )

ভিডিও আইএফ (IP) স্টেজটি আরএফ সিগন্যাল থেকে পিকচার আইএফ এবং পরবর্তীতে ভিডিও ডিটেক্টর কম্পোজিট ভিডিও সিগন্যাল তৈরি করে।

৩. সাউন্ড সেকশন (Sound Section )

ফ্রিকোয়েন্সি মডুলেটেড লাউন্ড আইএফ সিগন্যালকে ডিটেকশন এবং বিবর্তনের মাধ্যমে স্পিকারে প্রদান করে। সাউন্ড স্ট্রিপটি দ্বারা টোন ও ভলিউম কন্ট্রোলসহ অডিও অ্যামপ্লিফায়ার ব্যবস্থাকে বোঝানো হয়েছে।

google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

৪. কালার সিগন্যাল প্রসেসিং সেকশন (Colour Signal Processing Section):

কালার সিগন্যাল প্রসেসিং সেকশনটি কম্পোজিট ভিডিও সিগন্যালকে বৃদ্ধি করে। যথাযথ ফেজ কোণের রেফারেল সাৰ-ক্যারিয়ার তৈরি করে ডিমডুলেশনের মাধ্যমে পৃথক পৃথক সিনক্রোনাস ডিমডুলেটরে সম্প্রচারিত কালার ডিফারেন্স সিগন্যাল (R- Y) এবং (BY) তৈরি করে। পরবর্তীতে মেট্রিক্স সার্কিট যারা (G – Y) তৈরি এবং পৃথক ভাবে তিনটি সিগন্যালকে বৃদ্ধি করে পিকচার টিউবে দেয়া হয়। এখানে সেচুরেশন কন্ট্রোলটি ক্রোমাব্যান্ড জ্যামপ্লিফায়ারের পেইন কে নিয়ন্ত্রণ করে। কালার কিলার সার্কিট ব্রাস্ট সিগন্যালের সাপেক্ষে রঙিন বা সাদা কালো ছবি তৈরিকে নিশ্চিত করে। স্বয়ংক্রিয় ফেজ কন্ট্রোল সার্কিটটি সাব-ক্যারিয়ার অসিলেটরের উৎপন্ন সিগন্যালের ফেজকে নিরন্ত্রণের মাধ্যমে চিত্রে সঠিক হিউ তৈরি নিশ্চিত করে।

৫. লুমিন্যাল সেকশন (Luminance Section):

ভিডিও অ্যামপ্লিফায়ারটি মনোক্রোম রিসিভারের সমান ব্যান্ড ওয়াইথকে রক্ষা করে সম্পূর্ণ সেকশনটি কম্পোজিট ভিডিও সিগন্যালকে ইনভারটেড আকারে পিকচার টিউবের ক্যাথোডে প্রয়োগ করে। আউটপুট লুমিন্যান্স অ্যামপ্লিফায়ারে অবস্থিত কন্ট্রাস্ট ও ব্রাইটনেস কন্ট্রোল দ্বারা চিত্রে কালার পুনরায় উৎপাদন করে।

৬. এজিসি, সিঙ্ক সেপারেটর এবং ডিফ্লেকশন সেকশন (AGC, Sink Separator and Deflection Section):

এজিসি এ স্টেজটি কম্পোজিট সিগন্যাল থেকে একটি ডিসি বায়াস কোস্টেজ তৈরি করে আরএফ ও আইএফ (RF and IF) অ্যামপ্লিফায়ার (Amplifier) এ পাঠায় এবং আর এফ ও আইএফ স্টেজের গেইনকে নিয়ন্ত্রণ করে।

সিঙ্ক সেপারেটর সার্কিট:

সিঙ্ক সেগারেটর সিঙ্ক পালসকে পৃথক করে ডিরেকশন সার্কিটে প্রদান করে ।

ডিফ্লেকশন সার্কিট:

স্বাভাবিক ডিফ্লেকশন সার্কিট তৈরির সাথে সাথে প্রয়োজনীয় ডাইনামিক কনভারজেল ও পিন কুশন কারেকশন ওরতে ফরম তৈরি করে পিকচার টিউবের ডিফ্লেকশন ইয়োকে প্রদান করে।

কালার টিভি রিসিভারের বিভিন্ন সেকশন শনাক্তকরণ (Identification of the Different Section in Colour TV Receiver System)

একটি কালার টিভি রিসিভার প্রধানত পাওয়ার সেকশন, আরএফ সেকশন, অডিও সেকশন, ভিডিও সেকশন, হরিজন্টাল ও ভার্টিক্যাল সেকশন এবং কন্ট্রোল সেকশন নিয়ে গঠিত।

 

কালার টিভি রিসিভার সম্পর্কে ধারণা 
টেলিভিশনের মেইন সার্কিট এর বিভিন্ন সেকশন পরিচিতি

 

১. পাওয়ার সেকশন

 

কালার টিভি রিসিভার সম্পর্কে ধারণা 

 

২. অডিও সেকশন

 

কালার টিভি রিসিভার সম্পর্কে ধারণা 

 

কালার টিভি রিসিভার সম্পর্কে ধারণা 

 

৩. ভিডিও সেকশন

 

কালার টিভি রিসিভার সম্পর্কে ধারণা 

 

৪. আরএফ সেকশন

 

 

কালার টিভি রিসিভার সম্পর্কে ধারণা 

 

৫. হরিজন্টাল ও ভার্টিক্যাল সেকশন

 

কালার টিভি রিসিভার সম্পর্কে ধারণা 

 

কালার টিভি রিসিভার সম্পর্কে ধারণা 

 

৬. কন্ট্রোল সেকশন

 

কালার টিভি রিসিভার সম্পর্কে ধারণা 

 

কালার টিভি রিসিভার সম্পর্কে ধারণা 

 

অনুসন্ধানমূলক কাজ

টিভি রিসিভারের সার্কিট ডায়াগ্রাম হতে ইলেকট্রনিক লিখল দেখে কম্পোনেন্ট শনাক্তকরণ।

অনুসন্ধানমূলক প্রশ্ন

কিভাবে টিভি রিসিভারের সার্কিট ডায়াগ্রাম যতে ইলেকট্রনিক সিফন দেখে কম্পোনেন্ট শনাক্ত করা হয়?

টিভি রিসিভারের সার্কিট ডায়াগ্রাম এর মডেলের নাম: Samsung CS2IMIMIZXNWT CRT TV বা সমতুল্য।

আমরা শ্রদ্ধেয় শিক্ষককে সাথে নিয়ে নমুনা মোতাবেক টিভি রিসিভারের সার্কিট ডায়াগ্রাম হতে ইলেকট্রনিক প্রতীক (সিম্বল) দেখে উপাদান (কম্পোনেন্ট) সমূহ শনাক্ত করে সংযুক্ত তথ্য ছকটি পূরণ করিঃ

 

কালার টিভি রিসিভার সম্পর্কে ধারণা 

 

কালার টিভি রিসিভার সম্পর্কে ধারণা 

 

 

প্রিন্টেড সার্কিট বোর্ডে (পিসিবি) ব্যবহৃত ইলেকট্রনিক উপাদান (কম্পোনেন্ট) সমূহের নাম ও প্রতীক (সিল):

 

কালার টিভি রিসিভার সম্পর্কে ধারণা 

 

তথ্য ছক:

 

কালার টিভি রিসিভার সম্পর্কে ধারণা 

 

অনুসন্ধানমূলক কাজ:

টিভি রিসিভারের সার্কিট ডায়াগ্রাম হতে কালার টেলিভিশন এর বিভিন্ন সেকশন শনাক্তকরণ।

অনুসন্ধানমূলক প্রশ্নঃ

কিভাবে টিভি রিসিভারের সার্কিট ডায়াগ্রাম হতে কালার টেলিভিশন এর বিভিন্ন সেকশন শনাক্ত করা হয়।

টিভি রিসিভারের সার্কিট ডায়াগ্রাম এর মডেলের নাম: AJ180416107A বা সমতুল্য।

আমরা শ্রদ্ধের শিক্ষককে সাথে নিয়ে নমুনা মোতাবেক কালার টিভি রিসিভারের সার্কিট ডায়াগ্রাম হতে কালার টেলিভিশন এর বিভিন্ন সেকশন শনাক্ত করে সংযুক্ত তথ্য ছকটি পূরণ করি:

 

কালার টিভি রিসিভার সম্পর্কে ধারণা 

 

কালার টিভি রিসিভার সম্পর্কে ধারণা 

 

কালার টিভি রিসিভার সম্পর্কে ধারণা 

 

তথ্য ছক:

 

কালার টিভি রিসিভার সম্পর্কে ধারণা 

 

অনুসন্ধানমূলক কাজ:

টিভি রিসিভারের সার্কিট ডায়াগ্রাম হতে কালার টেলিভিশন এর পাওয়ার সেকশন শনাক্তকরণ ও বিভিন্ন কম্পোনেন্ট এর ভোল্টেজ পরীক্ষা করণ।

অনুসন্ধানমূলক প্রশ্ন:

কিভাবে টিভি রিসিভারের সার্কিট ডায়াগ্রাম হতে কালার টেলিভিশন এর পাওয়ার সেকশন শনাক্তকরণ ও বিভিন্ন কম্পোনেন্ট এর ভোল্টেজ পরীক্ষা করতে হয়?

টিভি রিসিভারের সার্কিট ডায়াগ্রাম এর মডেলের নাম: Smech color CRT TV KIT HX-2.8 STR 1265 বা সমতুল্য।

আমরা শ্রদ্ধেয় শিক্ষককে সাথে নিয়ে নমুনা মোতাবেক কালার টিভি রিসিভারের সার্কিট ডায়াগ্রাম হতে কালার টেলিভিশন এর পাওয়ার সেকশন শনাক্তকরণ ও বিভিন্ন কম্পোনেন্ট এর ভোল্টেজ পরীক্ষা করে সংযুক্ত তথ্য ছকটি পূরণ করি

 

 

কালার টিভি রিসিভার সম্পর্কে ধারণা 

 

কালার টিভি রিসিভার সম্পর্কে ধারণা 

 

আরও দেখুনঃ

Leave a Comment