আজকে আমরা কালার টিভি রিসিভারের কাজ সম্পর্কে ধারণা আলোচনা করবো। যা জেনারেল ইলেকট্রনিক্স ১ এর টেলিভিশন সার্ভিসিং অংশের অন্তর্গত।
কালার টিভি রিসিভারের কাজ সম্পর্কে ধারণা
টেলিভিশন হচ্ছে বর্তমান সময়ে বিনোদন, শিক্ষা ও সংবাদের অন্যতম প্রধান মাধ্যম। টেলিভিশন গ্রামে এবং শহরের প্রায় প্রতিটি বাড়িতে এমনকি গ্রামে-গঞ্জে চায়ের দোকানে ব্যবহৃত হচ্ছে। এছাড়া এটির ব্যবহারকারীর সংখ্যা ক্রমান্বয়ে বেড়েই চলছে। ব্যবহারকারীর সাধ্যানুযায়ী পুরাতন CRT টেলিভিশন হতে শুরু করে আধুনিক LED, LCD এবং SMART টেলিভিশনগুলো ব্যবহার হচ্ছে।
টেলিভিশন মুলত: তিনটি প্রযুক্তির সমন্বয়ে সৃষ্ট মাধ্যম যথা: টিভি ক্যামেরা যার কাজ হচ্ছে শব্দ ও ছবিকে তড়িৎ- চৌম্বকীয় সংকেতে রূপান্তর করা। টিভি ট্রান্সমিটার যার কাজ হচ্ছে তড়িৎ-চৌম্বকীয় সংকেতকে বেতার তরঙ্গের মাধ্যমে প্রেরণ করা। টিভি সেট (রিসিভার) যার কাজ হচ্ছে উক্ত সংকেত গ্রহণ করে তাকে ছবি ও শব্দে রূপান্তর করে পর্দায় প্রদর্শন করা।
এখানে রিসিভিং অ্যান্টেনা থেকে প্রাপ্ত আরএফ (RF-Radio Frequency) সিগন্যাল টিউনার (Tuner) দ্বারা টিউনিং করে এবং আইএফ (IF-Intermediate Frequency) সিগন্যালে উৎপন্ন করে। উক্ত আইএফ সিগন্যাল ভিডিও ডিটেক্টর এবং বাফার অ্যাম্প্লিফায়ার (Buffer Amplifier) যারা সাউন্ড এবং ভিডিও সিগন্যাল পৃথক করে বর্ধিত (Amplify) করে। ভিডিও ডিটেক্টর থেকে প্রাপ্ত সাউন্ড সিগন্যাল আইএফ সাউন্ড সিগন্যাল ট্রাপের (Sound Trap) মাধ্যমে ৫.৫ মেগাহার্টজের সাউন্ড সিগন্যাল পৃথক স্পিকারে শব্দ উৎপন্ন করে।

আবার ভিডিও ডিটেক্টর থেকে প্রাপ্ত ভিডিও সিগন্যাল ভিডিও অ্যাম্প্লিফায়ারের সাহায্যে বিবর্ধন করে লুমিন্যান্স ওয়াই সিগন্যাল ( Luminance Y Signal) এবং ক্রোমা সিগন্যাল (Chroma Signal) ফিস্টারের সাহায্যে ফিল্টারিং করে ক্রোমিন্যান্স সি সিগন্যাল (Chrominance C Signal) উৎপন্ন করে। ক্রোমা সাব ক্যারিয়ারের মাধ্যমে উক্ত দুটি সিগন্যাল সমন্বয় করে Vho Vo এবং VB আকারে পিকচার টিউবে প্রদান করে যা ডিফ্লেকশন করেলের মাধ্যমে স্ক্রীনে ছবির ডিরেকশন ঘটায় । নিম্নে কালার টিভি রিসিভারের ব্লক ডায়াগ্রাম উল্লেখ করা হলো।

আরও দেখুনঃ