আজকে আমাদের আলোচনার বিষয়-কেবল টিভির ফ্রিকোয়েন্সি স্পেক্ট্রাম সম্পর্কে ধারণা
Table of Contents
কেবল টিভির ফ্রিকোয়েন্সি স্পেক্ট্রাম সম্পর্কে ধারণা (The Concept of Frequency Spectrum of Cable TV)
সিগন্যালের বর্ণালি বা ফিকোয়েন্সি স্পেক্ট্রাম হলো সিগন্যালটিতে থাকা ফ্রিকোয়েন্সিসমূহের পরিসীমা। ব্যান্ডউইড্থ হলো বর্ণালিতে সর্বনিম্ন এবং সর্বোচ্চ ফ্রিকুয়েন্সির মধ্যে পার্থক্য। এটি বর্ণালিটির প্রস্থ এবং সংকেতের তথ্য বহন করার ক্ষমতার একটি পরিমাপ। নিচে কেব্ল টিভি এর ফ্রিকোয়েন্সি স্পেক্ট্রাম বর্ণনা করা হলো।\
ভিএইচএফ ব্যান্ড (VHF Very High frequency Band)
ভিএইচএফ বা ভেরি হাই ফ্রিকোয়েন্সি ব্যান্ডটি ৩০ থেকে ৩০০ মেগাহার্টজ এর মধ্যে ফ্রিকোয়েন্সি বর্ণালি। এটি সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল ২ (৫৪ মেগাহার্টজ) থেকে ১৩ (২১৬ মেগাহার্টজ) এবং কেবল টিভি চ্যানেল ২ (৫৪ মেগাহার্টজ) থেকে ৩৬ (৩০০ মেগাহার্টজ) কভার করে।
ইউএইচএফ ব্যান্ড (UHF- Ultra High Frequency Band)
ইউএইচএফ বা আল্ট্রা হাই ফ্রিকোয়েন্সি ব্যান্ডটি ৩০০ থেকে ১০০০ মেগাহার্টজ এর মধ্যে ফ্রিকোয়েন্সি বর্ণালি। ইউএইচএফ এয়ার চ্যানেল ১৪ (৪৭০ মেগাহার্টজ) থেকে ৬৯ (৮০৬ মেগাহার্টজ) এবং অ্যানালগ কেব্ল টিভি চ্যানেলগুলো ৩৭(৩০০ মেগাহার্টজ) থেকে ১৫৮ (১০০২ মেগাহার্টজ) জুড়ে রয়েছে। ডিজিটাল কেব্ল টিভি চ্যানেলগুলো স্ট্যান্ডার্ড অ্যানালগ চ্যানেল বরাদ্দ অনুসরণ করে না।
বি-ব্যান্ড (B-Band)
বি-ব্যান্ড একটি শব্দ যা ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো এবং মার্কিন ইসিএম দ্বারা ফ্রিকোয়েন্সি ২৫০ থেকে ৫০০ মেগাহার্টজ ব্যাপ্তির জন্য ব্যবহৃত হয়। এ পরিসরের জন্য মার্কিন এফসিসি ফ্রিকোয়েন্সি বরাদ্দ ভিএইচএফ (৩০ থেকে ৩০০ মেগাহার্টজ) এবং ইউএইচএফ ( ৩০০ থেকে ১০০০ মেগাহার্টজ)। বি-ব্যান্ডটি ভিএইচএফ এবং ইউএইচএফ ব্যান্ডের অংশসহ অতিক্রম করে।
এল ব্যান্ড (L-Band)
এল-ব্যান্ডের অফিশিয়াল ফ্রিকোয়েন্সি রেঞ্জ ১ থেকে ২ গিগাহার্টজ। স্ট্যান্ডার্ড উপগ্রহ এলএনবিএস ( LNBS) অন্তবর্তী ফ্রিকোয়েন্সি হিসাবে ৯৫০ থেকে ১৪৫০ মেগাহার্টজ ব্যবহার করে। ডিশ নেটওয়ার্ক তাদের ডিশ প্রো প্লাস এলএনবি এর জন্য ৯৫০ থেকে ২২৫০ মেগাহার্টজ বিস্তৃত ব্যান্ডউইডথ (Bandwidth) ব্যবহার করে ।
সি-ব্যান্ড (C-Band)
সি ব্যান্ড স্যাটেলাইট সিস্টেমে টেলিভিশন সিগন্যাল গ্রহণ এবং ডাটা ট্রান্সমিশনের জন্য ৬ থেকে ১২ ফুট ডিশ ব্যবহার করে। সি-ব্যান্ডটি
৩.৭ থেকে ৮ গিগাহার্টজ জুড়ে রয়েছে। তবে স্যাটেলাইট টেলিভিশনগুলোর ফ্রিকোয়েন্সি রেঞ্জটি ৩.৭ থেকে ৪.২ গিগাহার্টজ পর্যন্ত। বেশিরভাগ বাণিজ্যিক স্যাটেলাইট টেলিভিশন সম্প্রচারের জন্য সি-ব্যান্ডটি ব্যবহৃত হয়।
কিউ ব্যান্ড (Ku Band)
কিউ ব্যান্ডের ফ্রিকোয়েন্সি রেঞ্জ ১২ থেকে ১৮ গিগাহার্টজ। কিউ-ব্যান্ড স্যাটেলাইট টিভির ১১.৭ থেকে ১২.৭ গিগাহার্টজ এর মধ্যে বিস্তৃত। ১১.৭ থেকে ১২.২ গিগাহার্টজ এফএসএস ব্যান্ড এবং ১২.২ থেকে ১২.৭ গিগাহার্টজ পরিসরকে ডিবিএস ব্যান্ড বলা হয় ।

কে ব্যান্ড (K-Band)
কে ব্যান্ডের ফ্রিকোয়েন্সি রেঞ্জ ১৮ থেকে ২৭ গিগাহার্টজ পর্যন্ত বিস্তৃত।
ক-ব্যান্ড (Ka Band)
ক-ব্যান্ড নতুন স্যাটেলাইট ব্রডকাস্ট ব্যান্ড। এ ব্যান্ডের ফ্রিকোয়েন্সি রেঞ্জ ২৭ গিগাহার্টজ থেকে ৪০ গিগাহার্টজ
পর্যন্ত বিস্তৃত ।
সাব ব্যান্ড (SUB-Band)
এফএসএস: ফিক্সড স্যাটেলাইট সার্ভিস (FSS: Fixed Satellite Service) বা স্থির উপগ্রহ পরিষেবার ফ্রিকোয়েন্সি রেঞ্জ ১১.৭ গিগাহার্টজ থেকে ১২.২ গিগাহার্টজ পর্যন্ত বিস্তৃত।
আরও দেখুনঃ