আজকের আলোচনার বিষয়ঃ স্মার্ট টিভি এবং এনড্রয়েড টিভির বিভিন্ন অংশ শনাক্তকরন। যা জেনারেল ইলেকট্রনিক্স ১ এর টেলিভিশন বেসিকস অংশের অন্তর্গত।
স্মার্ট টিভি এবং এনড্রয়েড টিভির বিভিন্ন অংশ শনাক্তকরন
স্মার্ট টিভি
স্মার্ট টিভি (Smart TV) হলো এমন এক আধুনিক এলইডি টিভি(LED TV) যা লিনাক্স (Linux) অপারেটিং সিস্টেম (OS-Operating System) দ্বারা পরিচালিত হয়। এ টিভিতে ইন্টারনেট, ইউটিউব (Youtube) এবং অন্যান্য কিছু নির্বাচিত অ্যাপস ( Apps Applications) ব্যবহারের সুবিধা থাকে।
এনড্রয়েড টিভি
এনড্রয়েড টিভি (Android TV) হলো এমন এক আধুনিক টেলিভিশন যেটা গুগলের এনড্রয়েড অপারেটিং সিষ্টেম (Android OS) দ্বারা পরিচালিত হয়। এ টিভিগুলোতে ইন্টারনেটের ব্যবহার এবং ইউটিউবসহ (Youtube) অন্যান্য অ্যাপসগুলো ব্যবহার করা যায়। এতে “গুগল প্লে স্টোর” (Google Play Store ) সংযুক্ত থাকে। যার ফলে যেকোনো অ্যাপস বা এনড্রয়েড গেমস (Androidgames) নিজের টিভিতে ডাউনলোড ও ইনস্টল ( Download ও Install) করে ব্যবহার করা যায় ।
আগের অনুচ্ছেদ এ স্মার্ট টিভি এবং এনড্রয়েড টিভির বিভিন্ন অংশ আলোচনা করা হয়েছে। একটি স্মার্ট টিভি এবং এনড্রয়েড টিভিতে সাধারণত নিম্নোক্ত অংশগুলি থাকে।যেমনঃ
১. পাওয়ার সাপ্লাই
২. ইনভার্টার
৩. মেইন (মাদার) বোর্ড
৪. টি-কোন বোর্ড
অনুসন্ধানমূলক কাজ:
স্মার্ট টিভি এবং এনড্রয়েড টিভি রিসিভারের সার্কিট হতে এর বিভিন্ন অংশ শনাক্তকরণ।

অনুসন্ধানমূলক প্রশ্ন:
কিভাবে স্মার্টটিভি এবং এনড্রয়েড টিভি রিসিভারের সার্কিট হতে এর বিভিন্ন অংশ শনাক্ত করা হয়?
স্মার্ট টিভি এবং এনড্রয়েড টিভি রিসিভারের সার্কিট ডায়াগ্রাম এর মডেলের নাম:
FINETRACK BLACK SMART ANDROID TV, MODEL NAME/NUMBER: FT32S বা সমতুল্য ।
আমরা শ্রদ্ধেয় শিক্ষককে সাথে নিয়ে নমুনা মোতাবেক স্মার্টটিভি এবং এনড্রয়েড টিভি রিসিভারের সার্কিট ডায়াগ্রাম হতে এর বিভিন্ন সেকশন শনাক্ত করে সংযুক্ত তথ্য ছকটি পূরণ করি:
তথ্য ছকঃ
অনুসন্ধানমূলক কাজঃ
স্মার্টটিভি এবং এনড্রয়েড টিভি রিসিভারের সার্কিট হতে এর বিভিন্ন অংশ এর ভোল্টেজ পরীক্ষাকরণ।
অনুসন্ধানমূলক প্রশ্ন
কিভাবে স্মার্টটিভি এবং এনড্রয়েড টিভি রিসিভারের সার্কিট হতে এর বিভিন্ন অংশের ভোল্টেজ পরীক্ষা করা হয়?
স্মার্ট টিভি এবং এনড্রয়েড টিভি রিসিভারের সার্কিট ডায়াগ্রাম এর মডেলের নাম:
Sharp LC – 40LE 185M বা সমতুল্য।
আমরা প্রজের শিক্ষককে সাথে নিয়ে নমুনা মোতাবেক স্মার্টটিভি এবং এনড্রয়েড টিভি রিসিভারের সার্কিট হতে এর বিভিন্ন অংশ এর ডোস্টেজ পরীক্ষা করে সংযুক্ত তথ্য ছকটি পূরণ করি:
তথ্য ছকঃ
আরও দেখুনঃ