বিভিন্ন প্রকার টিভি রিসিভারের বর্ণনা

আজকে আমরা বিভিন্ন প্রকার টিভি রিসিভারের বর্ণনা সম্পর্কে আলোচনা করবো। যা জেনারেল ইলেকট্রনিক্স ১ এর টেলিভিশন বেসিকস অংশের অন্তর্গত।

 

বিভিন্ন প্রকার টিভি রিসিভারের বর্ণনা

 

বিভিন্ন প্রকার টিভি রিসিভারের বর্ণনা

অ্যানালগ টেলিভিশন এর জায়গায় স্যাটেলাইট এবং ডিজিটাল টেলিভিশন এখন স্থান দখল করেছে। আর প্রতিনিয়ত প্রযুক্তির উন্নয়নের সাথে টেলিভিশন রিসিভারেও যুক্ত হচ্ছে নতুন অনেক সুবিধা। বিভিন্ন সুবিধা অনুযায়ী টেলিভিশন রিসিভারও বিভিন্ন প্রকারের হয়ে থাকে। এ অনুচ্ছেদে বিভিন্ন প্রকার টিভি রিসিভারের বর্ণনা করা হলো।

ক্যাথোড রে টিউব টেলিভিশন (Cathode Ray Tube Television):

ক্যাথোড রে টিউব (CRT — Cathode Ray Tube) যাকে সংক্ষেপে সিআরটি (CRT) বলে । মূলতঃ এক ধরনের ভ্যাকুয়াম টিউব যার ভেতরে ইলেকট্রনের উৎস হিসেবে ইলেকট্রন গান এবং ছবি প্রদর্শনের জন্য ফ্লোরেসেন্ট (Fluorescent) পর্দা থাকে। এতে ইলেকট্রন গান থেকে নিক্ষিপ্ত ইলেকট্রন বীম বা প্রোভের গতি বৃদ্ধি বা দিক পরিবর্তনের জন্য অন্তঃস্থ বা বহিঃস্থ ব্যবস্থা থাকে। নিক্ষিপ্ত ইলেকট্রন বীম সঠিক স্থানে আপতিত হয়ে ফ্লোরেসেন্ট (Fluorescent) পর্দা থেকে আলো নিঃসৃত হওয়ার ফলে পর্দাতে ছবি প্রদর্শন করতে পারে । সাধারনতঃ অসিলোস্কোপে বৈদ্যুতিক তরঙ্গের ছবি দেখাতে রাডার, কম্পিউটার মনিটর বা টেলিভিশনে ছবি দেখতে ইত্যাদি কাজে সিআরটি ব্যবহৃত হয়।

 

বিভিন্ন প্রকার টিভি রিসিভারের বর্ণনা

 

প্লাজমা টেলিভিশন (Plasma Television):

প্লাজমা টেলিভিশন মূলত প্লাজমা ডিসপ্লে নামে অভিহিত। যা ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে টাইপের। এর সাইজ সাধারণত ৩০ ইঞ্চি বা ৭৬ সেন্টিমিটার বা তার চেয়েও বেশি হয়। একে প্লাজমা বলার কারণ হলো এতে অতি ক্ষুদ্র সেল ব্যবহার করা হয়, যাতে ইলেকট্রিক্যাল চার্জড আরোনাইজড গ্যাস থাকে। এ টেকনোলজি ফ্লোরেসেন্ট ল্যাম্পে ব্যবহৃত টেকনোলজির প্রায় অনুরূপ।
প্লাজমা ডিসপ্লে লক্ষ লক্ষ অতি ক্ষুদ্র ক্ষুদ্র সেল সমন্বয়ে গঠিত। একে দুটি গ্যাস প্যানেল দ্বারা পৃথক করে কম্পার্টমেন্ট তৈরি করা হয়।

এ কম্পার্টমেন্ট বা বাল্ব বা সেল মার্কারি গ্যাস দ্বারা পূর্ণ থাকে। যখন সেলের আড়াআড়িতে ভোল্টেজ প্রয়োগ করে মার্কারি ভ্যাপারে রূপান্তর করা হয় তখন সেন্সের গ্যাস প্লাজমা তৈরি করে। এতে ইলেকট্রন প্রবাহের ফলে কিছু ইলেকট্রন মার্কারির অণুকে আঘাত করে। ফলে তাৎক্ষণিকভাবে অণুর এনার্জি লেভেল বেড়ে যায়। মার্কারি এনার্জিকে আল্ট্রাভায়োলেট ফোটনে রূপান্তর করে। তখন ফোটন সেলের ভিতরে ফসফরাসের প্রলেপে আঘাত করে। ফলে সে স্থান হতে আলো নির্গত হয়। নিম্নে একটি প্লাজমা টেলিভিশনের মৌলিক ডায়াগ্রাম দেওয়া হলো।

 

বিভিন্ন প্রকার টিভি রিসিভারের বর্ণনা

 

এলসিডি টেলিভিশন (LCD Television)

এটা এমন এক ধরনের টেলিভিশন সেট বা লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে ব্যবহার করে ছবি পুনর্গঠন করে। যার ব্যাকলাইট ডিসপ্লে এর জন্য কোল্ড ক্যাথোড ক্লোরেসেন্ট লাইটস (CCFLs- সিসিএফএলস) ব্যবহার করে এবং পরবর্তীতে তা লিকুইড ক্রিস্টাল এর মাধ্যমে পরিবর্তন হয়ে প্রদর্শিত হয়। সিআরটি এর পরেই এ টেলিভিশন আবিষ্কার হয়। এর জিন খুব পাতলা এবং উন্নত প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়। ফলে বর্তমানে এটা ল্যাপটপ, টিভি, মোবাইল ফোন, পোর্টেবল ভিডিও গেমের স্ক্রিনে ব্যবহার করা হয়।

 

বিভিন্ন প্রকার টিভি রিসিভারের বর্ণনা

 

এলইডি টেলিভিশন (LED Television):

এটা অনেকটা এলসিডি টেলিভিশন এর মতোই। এতে ব্যাকলাইট ডিসপ্লে এর জন্য কোল্ড ক্যাথোড ক্লোরেলেস্ট লাইটস (সিসিএফলস) এর পরিবর্তে লাইট ইমিটিং ডায়োড ব্যবহার করা হয়। এলইডি একটি সেমিকন্ডাক্টর ডিভাইস যার ভিতর দিয়ে বিদ্যুৎ সরবরাহ করলে আলো উৎপন্ন হয়। এ আলো বেশি উজ্জ্বল নয়, কিন্তু অনেকগুলি এলইডি যখন একসাথে অ্যারের মতো বসানো হয় তখন এটা অনেক বেশি আলো প্রদান করে। সাধারণত কম পাওয়ারে এলইডি আলো বিচ্ছুরণ ঘটায়।

 

বিভিন্ন প্রকার টিভি রিসিভারের বর্ণনা

google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

আরও দেখুনঃ

Leave a Comment