ব্যবহারিক ১ঃ টিভি রিসিভারের সার্কিট ডায়াগ্রাম এবং ব্লক ডায়াগ্রাম অংকনকরণ

আজকে আমরা ব্যবহারিক ১ঃ টিভি রিসিভারের সার্কিট ডায়াগ্রাম এবং ব্লক ডায়াগ্রাম অংকনকরণ আলোচনা করবো। যা জেনারেল ইলেকট্রনিক্স ১ এর টেলিভিশন বেসিকস অংশের অন্তর্গত।

 

স্মার্ট এন্ড এনড্রয়েড টিভি রিসিভার

 

ব্যবহারিক ১ঃ টিভি রিসিভারের সার্কিট ডায়াগ্রাম এবং ব্লক ডায়াগ্রাম অংকনকরণ

এ জবটি সম্পন্ন করে একজন শিক্ষার্থী টিভি সার্ভিসিং এর কাজে টিভি রিসিভারের সার্কিট ডায়াগ্রাম এবং ব্লক ডায়াগ্রাম ব্যবহার করার দক্ষতা অর্জন করতে পারবে।

টেলিভিশন রিসিভারের নমুনা/মডেল:

Samsung CS21M16MJZXNWT CRT বা ল্যাবে/ওয়ার্কসপে প্রাপ্যতা অনুযায়ী ।

পারদর্শিতার মানদন্ডঃ

  • স্বাস্থ্য বিধি মেনে ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম (পিপিই) পরিধান করা;
  • প্রয়োজন অনুযায়ী কাজের স্থান প্রস্তুত করা ;
  • প্রয়োজন অনুযায়ী সার্কিট ডায়াগ্রাম সংগ্রহ করা;
  • কাজের প্রয়োজন অনুযায়ী টিভি রিসিভারের সার্কিট ডায়াগ্রাম এবং ব্লক ডায়াগ্রাম নির্বাচন করা;
  • প্রয়োজন অনুযায়ী মালামাল সংগ্রহ করা;
  • কর্মক্ষেত্রের নিজস্ব বিধি অনুসারে টুলস ও মালামাল পরিষ্কার করে নির্ধারিত স্থানে সংরক্ষণ করা;
  • কর্মক্ষেত্রের বিধি অনুযায়ী বর্জ্যসমূহ নির্ধারিত স্থানে অপসারণ/ সংরক্ষণ করা ।

 

স্মার্ট টিভি এবং এনড্রয়েড টিভির ব্লক ডায়াগ্রাম

 

প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল

ব্যক্তিগত সুরক্ষাসরঞ্জাম (পিপিই)

ক্রমিক নং

সুরক্ষা সরঞ্জামের নাম

সংক্ষিপ্ত বিবরণ

পরিমাণ

ফেস মাস্কসার্জিক্যাল০১ টি
ইন্ডাস্ট্রিয়াল হ্যান্ড গ্লোভসকর্মক্ষেত্রের বিধি অনুযায়ী০১ টি
অ্যাপ্রোনকর্মক্ষেত্রের বিধি অনুযায়ী০১ টি
প্রোটেকটিভ গগলসকর্মক্ষেত্রের বিধি অনুযায়ী০১ টি
সেফটি সুজকর্মক্ষেত্রের বিধি অনুযায়ী০১ জোড়া
ইলেকট্রোস্ট্যাটিক ডিসচার্জ ম্যাটস্ট্যান্ডার্ড০১ টি
google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

প্রয়োজনীয় যন্ত্রপাতি:

 

ক্রমিক নং

যন্ত্রপাতির নাম

সংক্ষিপ্ত বিবরণ

পরিমাণ

সোল্ডারিং আয়রন৪৫ ওয়াট/২২০ভোল্ট০১ টি
ডিসোল্ডারিং পাম্প বা সাকারস্ট্যান্ডার্ড০১ টি
ক্রু ড্রাইভারস্ট্যান্ডার্ড০১ টি
লং নোজ প্লায়ার্স৮ ইঞ্চি০১ টি
কাটিং প্লায়ার্স৮ ইঞ্চি০১ টি
এভোমিটার অ্যানালগ / ডিজিটালস্ট্যান্ডার্ড০১ টি

 

বিভিন্ন প্রকার টিভি রিসিভারের বর্ণনা

 

প্রয়োজনীয় কাঁচামাল

 

ক্রমিক নং

কাঁচামাল নাম

সংক্ষিপ্ত বিবরণ

পরিমাণ

ট্রানজিস্টরBC148১টি
রেজিস্টর10 k১টি
ক্যাপাসিটর100Pf১টি
রেকটিফায়ার ভায়োডN4001১টি
ট্রান্সফরমারAC 220 * 12 V১টি
ট্রায়াকBTA16১টি
ডায়াকBTA08১টি
জিনার ডায়োড5v১টি
এলইডি5mm১টি
১০এফইটিIRF Z44১টি
১১সুইচPush switch১টি
১২পারমিষ্টরস্ট্যান্ডার্ড১টি
১৩টিভি রিসিভারের সার্কিটভায়াগ্রামModelNo. Samsung CS21M16MJZXNWT CRT TV১টি

 

ব্যবহারিক ১ঃ টিভি রিসিভারের সার্কিট ডায়াগ্রাম এবং ব্লক ডায়াগ্রাম অংকনকরণ

 

ব্যবহারিক ১ঃ টিভি রিসিভারের সার্কিট ডায়াগ্রাম এবং ব্লক ডায়াগ্রাম অংকনকরণ

 

কাজের ধারা:

১. ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) পরিধান করবে।

২. টিভি রিসিভারের ব্লক ডায়াগ্রাম দেখে খাতায় অংকন করবে।

৩. টিভি রিসিভারের ব্লক ডায়াগ্রাম না দেখে খাতায় অংকন করবে।

৪. সার্কিট ডায়াগ্রাম দেখে ব্লক ডায়াগ্রাম অনুযায়ী বিভিন্ন সেকশনগুলো চিহ্নিত করবে।

৫. সার্কিট ডায়াগ্রাম দেখে ব্লক ডায়াগ্রাম ভালোভাবে পর্যবেক্ষণ করবে।

৬. টুলস ও ইকুইপমেন্টসমূহ পরিষ্কার করে নির্ধারিত স্থানে সংরক্ষণ করবে।

৭. বর্জ্যসমূহ নির্ধারিত স্থানে অপসারণ/ সংরক্ষণ করবে।

সতর্কতাঃ

  • কাজের শুরুতে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) ব্যবহার করা।
  • টেলিভিশন সার্ভিসিং এ ব্যবহৃত টুলস ও ইকুইপমেন্টসমূহ সতর্কভাবে সংগ্রহ করা।

আরও দেখুনঃ

Leave a Comment