আজকে আমরা ব্যবহারিক ১ঃ টিভি রিসিভারের সার্কিট ডায়াগ্রাম এবং ব্লক ডায়াগ্রাম অংকনকরণ আলোচনা করবো। যা জেনারেল ইলেকট্রনিক্স ১ এর টেলিভিশন বেসিকস অংশের অন্তর্গত।
Table of Contents
ব্যবহারিক ১ঃ টিভি রিসিভারের সার্কিট ডায়াগ্রাম এবং ব্লক ডায়াগ্রাম অংকনকরণ
এ জবটি সম্পন্ন করে একজন শিক্ষার্থী টিভি সার্ভিসিং এর কাজে টিভি রিসিভারের সার্কিট ডায়াগ্রাম এবং ব্লক ডায়াগ্রাম ব্যবহার করার দক্ষতা অর্জন করতে পারবে।
টেলিভিশন রিসিভারের নমুনা/মডেল:
Samsung CS21M16MJZXNWT CRT বা ল্যাবে/ওয়ার্কসপে প্রাপ্যতা অনুযায়ী ।
পারদর্শিতার মানদন্ডঃ
- স্বাস্থ্য বিধি মেনে ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম (পিপিই) পরিধান করা;
- প্রয়োজন অনুযায়ী কাজের স্থান প্রস্তুত করা ;
- প্রয়োজন অনুযায়ী সার্কিট ডায়াগ্রাম সংগ্রহ করা;
- কাজের প্রয়োজন অনুযায়ী টিভি রিসিভারের সার্কিট ডায়াগ্রাম এবং ব্লক ডায়াগ্রাম নির্বাচন করা;
- প্রয়োজন অনুযায়ী মালামাল সংগ্রহ করা;
- কর্মক্ষেত্রের নিজস্ব বিধি অনুসারে টুলস ও মালামাল পরিষ্কার করে নির্ধারিত স্থানে সংরক্ষণ করা;
- কর্মক্ষেত্রের বিধি অনুযায়ী বর্জ্যসমূহ নির্ধারিত স্থানে অপসারণ/ সংরক্ষণ করা ।
প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল
ব্যক্তিগত সুরক্ষাসরঞ্জাম (পিপিই)
ক্রমিক নং | সুরক্ষা সরঞ্জামের নাম | সংক্ষিপ্ত বিবরণ | পরিমাণ |
১ | ফেস মাস্ক | সার্জিক্যাল | ০১ টি |
২ | ইন্ডাস্ট্রিয়াল হ্যান্ড গ্লোভস | কর্মক্ষেত্রের বিধি অনুযায়ী | ০১ টি |
৩ | অ্যাপ্রোন | কর্মক্ষেত্রের বিধি অনুযায়ী | ০১ টি |
৪ | প্রোটেকটিভ গগলস | কর্মক্ষেত্রের বিধি অনুযায়ী | ০১ টি |
৫ | সেফটি সুজ | কর্মক্ষেত্রের বিধি অনুযায়ী | ০১ জোড়া |
৬ | ইলেকট্রোস্ট্যাটিক ডিসচার্জ ম্যাট | স্ট্যান্ডার্ড | ০১ টি |

প্রয়োজনীয় যন্ত্রপাতি:
ক্রমিক নং | যন্ত্রপাতির নাম | সংক্ষিপ্ত বিবরণ | পরিমাণ |
১ | সোল্ডারিং আয়রন | ৪৫ ওয়াট/২২০ভোল্ট | ০১ টি |
২ | ডিসোল্ডারিং পাম্প বা সাকার | স্ট্যান্ডার্ড | ০১ টি |
৩ | ক্রু ড্রাইভার | স্ট্যান্ডার্ড | ০১ টি |
৪ | লং নোজ প্লায়ার্স | ৮ ইঞ্চি | ০১ টি |
৫ | কাটিং প্লায়ার্স | ৮ ইঞ্চি | ০১ টি |
৬ | এভোমিটার অ্যানালগ / ডিজিটাল | স্ট্যান্ডার্ড | ০১ টি |
প্রয়োজনীয় কাঁচামাল
ক্রমিক নং | কাঁচামাল নাম | সংক্ষিপ্ত বিবরণ | পরিমাণ |
১ | ট্রানজিস্টর | BC148 | ১টি |
২ | রেজিস্টর | 10 k | ১টি |
৩ | ক্যাপাসিটর | 100Pf | ১টি |
৪ | রেকটিফায়ার ভায়োড | N4001 | ১টি |
৫ | ট্রান্সফরমার | AC 220 * 12 V | ১টি |
৬ | ট্রায়াক | BTA16 | ১টি |
৭ | ডায়াক | BTA08 | ১টি |
৮ | জিনার ডায়োড | 5v | ১টি |
৯ | এলইডি | 5mm | ১টি |
১০ | এফইটি | IRF Z44 | ১টি |
১১ | সুইচ | Push switch | ১টি |
১২ | পারমিষ্টর | স্ট্যান্ডার্ড | ১টি |
১৩ | টিভি রিসিভারের সার্কিটভায়াগ্রাম | ModelNo. Samsung CS21M16MJZXNWT CRT TV | ১টি |
কাজের ধারা:
১. ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) পরিধান করবে।
২. টিভি রিসিভারের ব্লক ডায়াগ্রাম দেখে খাতায় অংকন করবে।
৩. টিভি রিসিভারের ব্লক ডায়াগ্রাম না দেখে খাতায় অংকন করবে।
৪. সার্কিট ডায়াগ্রাম দেখে ব্লক ডায়াগ্রাম অনুযায়ী বিভিন্ন সেকশনগুলো চিহ্নিত করবে।
৫. সার্কিট ডায়াগ্রাম দেখে ব্লক ডায়াগ্রাম ভালোভাবে পর্যবেক্ষণ করবে।
৬. টুলস ও ইকুইপমেন্টসমূহ পরিষ্কার করে নির্ধারিত স্থানে সংরক্ষণ করবে।
৭. বর্জ্যসমূহ নির্ধারিত স্থানে অপসারণ/ সংরক্ষণ করবে।
সতর্কতাঃ
- কাজের শুরুতে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) ব্যবহার করা।
- টেলিভিশন সার্ভিসিং এ ব্যবহৃত টুলস ও ইকুইপমেন্টসমূহ সতর্কভাবে সংগ্রহ করা।
আরও দেখুনঃ