টেলিভিশন বেসিকস অনুশীলনী

আজকে আমরা টেলিভিশন বেসিকস অনুশীলনী আলোচনা করবো। যা জেনারেল ইলেকট্রনিক্স ১ এর টেলিভিশন বেসিকস অংশের অন্তর্গত।

 

টেলিভিশন বেসিকস অনুশীলনী

 

টেলিভিশন বেসিকস অনুশীলনী

আমাদের প্রাত্যহিক জীবনের তথ্য, শিক্ষা ও বিনোদনের একটি অপরিহার্য মাধ্যম হলো টেলিভিশন। তাই প্রায় সকলেই বাসা-বাড়ি, ব্যবসা-প্রতিষ্ঠান ও অফিসে টেলিভিশন ব্যবহার করে থাকে। টেলিভিশন ব্যবহারের সময় সমস্যা দেখা দিলে সেটি সার্ভিসিং এর প্রয়োজন হয়। সার্ভিসিং এর দক্ষতা অর্জনের জন্য ব্যবহারিক কাজের পাশাপাশি প্রয়োজনীয় মনোভাব ও এ বিষয়ে জ্ঞান থাকা অপরিহার্য।

 

টেলিভিশন বেসিকস অনুশীলনী

 

অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ

১. টেলিভিশন শব্দের অর্থ কী?

২. সিআরটি (CRT) এর পূর্ণরূপ কী?

৩. এইচডিটিভি (HDTV) এর পূর্ণরূপ কী?

৪. পিকচার টিউবে ব্যবহৃত গ্রিডগুলোর নাম লেখ ।

৫. ইএইচটি (EHT) সরবরাহে পিকচার টিউব কি হিসেবে কাজ করে?

৬. ভার্টিক্যাল ডিফ্লেকশন কয়েলের কাজ কী

৭. অ্যালুমিনাইজড কোটিং এর কাজ কী?

৮. ব্রাইটনেস কন্ট্রোল (Brightness Control) কী?

৯. ফোকাসিং গ্রিড (Focusing Grid) -এর কাজ কী ?

১০. রঙিন পিকচার টিউবে কয়টি ইলেকট্রন গান থাকে?

google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

১১. লুমিন্যান্স কী?

১২. ভ্যাকুয়াম টিউবের কাজ কী?

১৩. স্মার্ট টিভি (Smart TV) কী?

১৪. রঙিন টেলিভিশনে ব্যবহৃত তিনটি প্রাইমারী কালারের নাম লেখ।

১৫. আইপিটিভি (IPTV) কী?

 

টেলিভিশন বেসিকস অনুশীলনী

 

সংক্ষিপ্ত প্রশ্নঃ

১৬. লুমিন্যান্স কীভাবে উৎপন্ন হয় বর্ণনা করো।

১৭. কালার টিভি রিসিভারের সেকশনগুলোর কাজ লেখ।

১৮. টিভি রিসিভারের পাওয়ার সাপ্লাই সেকশনের উপাদানগুলোর নাম ও কাজ লেখ।

১৯. এলইডি টিভি (LED TV) ও এলসিডি টিভি (LCD TV) এর মধ্যে পার্থক্য লেখ।

২০. স্মার্ট টিভি (Smart TV) ও এন্ড্রয়েড টিভি (Android TV) এর মধ্যে পার্থক্য লেখ।

২১. প্লাজমা টিভি (Plasma TV) ও এলসিডি টিভি (LCD TV) এর মধ্যে পার্থক্য লেখ।

২২. স্মার্ট টিভি (Smart TV) ব্যবহারের সুবিধাগুলো লেখ।

 

টেলিভিশন বেসিকস অনুশীলনী

 

রচনামূলক প্রশ্নঃ

২৩. প্রযুক্তির উপর ভিত্তি করে টেলিভিশনকে কয়ভাগে ভাগ করা হয়েছে বর্ণনা করো।

২৪. এলইডি টিভি (LED TV) এর বিভিন্ন অংশের বর্ণনা লেখ।

২৫. টেলিভিশন রিসিভার এর ব্লক ডায়াগ্রাম অংকন করে বর্ণনা করো।

২৬. স্মার্ট টিভি (Smart TV) রিসিভারের ব্লক ডায়াগ্রাম বর্ণনা করো।

২৭. একটি ভিডিও অ্যামপ্লিফায়ারের সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করে কার্যাবলি বর্ণনা করো।

২৮. টিভি টিউনার সার্কিট (TV Tuner Circuit) অঙ্কন করে কার্যপ্রণালি বর্ণনা করো।

আরও দেখুনঃ

Leave a Comment