লো ভোল্টেজ ডিসি পাওয়ার সাপ্লাই তৈরি ও মেরামত অনুশীলনী

আজকে আমরা লো ভোল্টেজ ডিসি পাওয়ার সাপ্লাই তৈরি ও মেরামত অনুশীলনী সম্পর্কে আলোচনা করবো । যা জেনারেল ইলেকট্রনিক্স ১ এর লো ভোল্টেজ ডিসি পাওয়ার সাপ্লাই তৈরি ও মেরামত অংশের অন্তর্গত।

 

লো ভোল্টেজ ডিসি পাওয়ার সাপ্লাই তৈরি ও মেরামত অনুশীলনী

 

লো ভোল্টেজ ডিসি পাওয়ার সাপ্লাই তৈরি ও মেরামত অনুশীলনী

পাওয়ার সাপ্লাই ইউনিট যে কোনো ইলেকট্রনিক্স যন্ত্রপাতি পরিচালনা করার জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ। ইহা ব্যতীত ইলেকট্রনিক্স যন্ত্রপাতি অচল। পাওয়ার সাপ্লাই ইউনিটের মাধ্যমে একটি ইলেকট্রনিক্স মেশিনে বা যন্ত্রপাতিতে প্রয়োজনীয় পাওয়ার সরবরাহ করা হয়।

 

লো ভোল্টেজ ডিসি পাওয়ার সাপ্লাই তৈরি ও মেরামত অনুশীলনী

 

অতি সংক্ষিপ্ত প্রশ্ন :

১। রেকটিফায়ার কী?

২। রেকটিফায়ার কত প্রকার ও কী কী?

৩। পাওয়ার সাপ্লাইয়ের প্রধান কাজ কী?

৪। ভোল্টেজ রেগুলেটর কী?

৫ । ফিল্টার কী?

৬। ভোল্টেজ ডিভাইডার কী?

৭। ট্রান্সফরমার কী?

৮। লো ভোল্টেজ ডিসি পাওয়ার সাপ্লাইয়ে কি ধরনের ট্রান্সফরমার ব্যবহার করা হয়?

৯। এসএমপিএস অর্থ কী ?

১০। ফাস্ট রিকভারী ডায়োডের কাজ কী?

১১। অপটোআইসোলেটরের কাজ কী?

১২। পাওয়ার ইউনিটের কাজ কী?

 

লো ভোল্টেজ ডিসি পাওয়ার সাপ্লাই তৈরি ও মেরামত অনুশীলনী

 

সংক্ষিপ্ত প্রশ্ন :

১৩। পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজনীয়তা লেখ ।

১৪। হাফওয়েভ রেকটিফায়ার সার্কিট অংকন করো।

১৫। রেগুলেটর কত প্রকার ও কি কি?

১৬। এসএমপিএস কী ও বেসিক ব্লক ডায়াগ্রাম বা প্রতীক অংকন করো।

১৭। সুইচিং রেগুলেটরের ধারণা দাও ।

১৮ । আইসি রেগুলেটর সম্পর্কে সংক্ষেপে লেখ ।

১৯। ট্রানজিস্টর সিরিজ রেগুলেটরের চিত্র অংকন করো।

২০। অপ-অ্যাম্প সিরিজ রেগুলেটরের চিত্র অংকন করো।

২১। পাওয়ার সাপ্লাইয়ের প্রকারভেদ লেখ ।

 

লো ভোল্টেজ ডিসি পাওয়ার সাপ্লাই তৈরি ও মেরামত অনুশীলনী

 

রচনামূলক প্রশ্ন :

২২। ফুলওয়েভ ব্রিজ রেকটিফায়ার সার্কিটের চিত্রসহ কার্যপ্রনালী বর্ণনা করো ।

২৩। সেন্টার ট্যাপ ফুলওয়েভ রেকটিফায়ার সার্কিটের চিত্রসহ কার্যপ্রনালী বর্ণনা করো ।

২৪। একটি রেগুলেটেড ডিসি পাওয়ার সাপ্লাইয়ের ব্লক ডায়াগ্রাম অংকন করে বর্ণনা করো।

২৫। একটি আনরেগুলেটেড ডিসি পাওয়ার সাপ্লাই এর সার্কিট ডায়াগ্রাম অংকন করে বর্ণনা করো।

২৬। এসি-ডিসি কনভার্টার এসএমপিএস এর ব্লক ডায়াগ্রাম অংকন করে বর্ণনা করো।

২৭। ডিসি-ডিসি কনভার্টার এসএমপিএস এর ব্লক ডায়াগ্রাম অংকন করে বর্ণনা করো ।

google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

আরও দেখুনঃ

Leave a Comment