ইন্টারনেট পরিষেবাসমূহ এবং কেব্‌ল টিভি নেটওয়ার্কিং ব্যাবহারিক

আজকে আমাদের আলোচনার বিষয়-ইন্টারনেট পরিষেবাসমূহ এবং কেব্‌ল টিভি নেটওয়ার্কিং ব্যাবহারিক

Table of Contents

ইন্টারনেট পরিষেবাসমূহ এবং কেব্‌ল টিভি নেটওয়ার্কিং ব্যাবহারিক

জব ১:

কম্পিউটারে ইন্টারনেট সংযোগ ও কনফিগারেশনকরণ।

এ জবটির উপকরণ ব্যবহার করে একজন শিক্ষার্থী কম্পিউটারে ইন্টারনেট সংযোগ ও কনফিগারেশনকরণের দক্ষতা অর্জন করতে পারবে।

প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল

ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই)

ইন্টারনেট পরিষেবাসমূহ এবং কেব্‌ল টিভি নেটওয়ার্কিং ব্যাবহারিক

প্রয়োজনীয় যন্ত্রপাতি

ইন্টারনেট পরিষেবাসমূহ এবং কেব্‌ল টিভি নেটওয়ার্কিং ব্যাবহারিক

প্রয়োজনীয় মালামাল

 

ইন্টারনেট পরিষেবাসমূহ এবং কেব্‌ল টিভি নেটওয়ার্কিং ব্যাবহারিক

কাজের ধারা

• ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) পরিধান করবে।
• প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল স্টোর হতে সংগ্রহ করবে।

 

ইন্টারনেট পরিষেবাসমূহ এবং কেব্‌ল টিভি নেটওয়ার্কিং ব্যাবহারিক

 

• আরজে-৪৫ কানেক্টর ( RJ45 Connector) সংযুক্ত ইউটিপি (UTP) কেলটির স্ট্রেইটব্রো/জসভার(Straight Through / Cross Over) সংযোগ ইউটিপি (UTP) কেবল টেস্টার দিয়ে টেস্ট করবে। যদি কেবলটি ত্রুটিমুক্ত থাকে তা হলে সেটি দিয়ে কাজ করবে। আর যদি কেলটি ত্রুটিযুক্ত না থাকে তা হলে সেটি আবার সেইটথ্রো /জল ওভার (Straight Through / Cross Over) সংযোগ দিয়ে কাজ করবে।

 

ইন্টারনেট পরিষেবাসমূহ এবং কেব্‌ল টিভি নেটওয়ার্কিং ব্যাবহারিক

চিত্র-ইউটিপি (UTP) কোটির স্ট্রেইটব্রো/ক্রসওভার ( Straight Through / Cross Over) সংযোগ ইউটিপি (UTP) কেল টেস্টার দিয়ে টেস্ট করার দৃশ্য

 

• আরজে-৪৫ কানেক্টর (RJ45 Connector) সংযুক্ত ইউটিপি (UTP) কবুলের এক মাথা রাউটারের পিছনে অবস্থিত নীল রঙের নেটওয়ার্ক পোর্টে সংযুক্ত করবে।

 

 

ইন্টারনেট পরিষেবাসমূহ এবং কেব্‌ল টিভি নেটওয়ার্কিং ব্যাবহারিক

• আরজে-৪৫ কানেক্টর (RJ45 Comector) সংযুক্ত ইউটিপি (UTP) কেবুলের অপর মাথা কম্পিউটারের নেটওয়ার্ক পোর্টে সংযুক্ত করবে।

 

ইন্টারনেট পরিষেবাসমূহ এবং কেব্‌ল টিভি নেটওয়ার্কিং ব্যাবহারিক

চিত্র-আরজে-৪৫ কালেক্টর সংযুক্ত ইউটিপি কেবল কম্পিউটারের নেটওয়ার্ক পোর্টে সংযুক্ত করার দৃশ্য*

• রাউটারের উল্টো দিকে যে আছেন ( http://netis.cc) বিদী এসএলআইডি (netis_BF5FE6) এবং পাসওয়ার্ড (Password) দেওয়া আছে তা সনাক্ত করবে।

 

ইন্টারনেট পরিষেবাসমূহ এবং কেব্‌ল টিভি নেটওয়ার্কিং ব্যাবহারিক

কম্পিউটার অন করে, কম্পিউটারের গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করবে । সার্চ বারে http://netis.cc লিখে এন্টার কী চেপে পরবর্তী উইন্ডোতে প্রবেশ করবে।

 

ইন্টারনেট পরিষেবাসমূহ এবং কেব্‌ল টিভি নেটওয়ার্কিং ব্যাবহারিক

 

• এ উইন্ডোতে ব্রডব্যান্ড সেবাদানকারী প্রতিষ্ঠানের আইপিও পাসওয়ার্ড এবং ক্লায়েন্ট নেম ও পাসওয়ার্ড ব্যবহার করে সেভ করবে।

 

ইন্টারনেট পরিষেবাসমূহ এবং কেব্‌ল টিভি নেটওয়ার্কিং ব্যাবহারিক

 

• এ উইন্ডোতে ব্রডব্যান্ড সেবাদানকারী প্রতিষ্ঠানের আইপিও পাসওয়ার্ড এবং ক্লায়েন্ট নেম ও পাসওয়ার্ড ব্যবহার করে সেভ করবে।

ইন্টারনেট পরিষেবাসমূহ এবং কেব্‌ল টিভি নেটওয়ার্কিং ব্যাবহারিক

 

জব ২:

স্মার্ট টিভি রিসিভারের সাথে ব্রডব্যান্ড কেবল ও ওয়াই-ফাই সংযোগকরণ।

এ জবটির উপকরণ ব্যবহার করে একজন শিক্ষার্থী স্মার্ট টিভি রিসিভারের সাথে ব্রডব্যান্ড কেব্‌ল ও ওয়াই-ফাই সংযোগকরণে দক্ষতা অর্জন করতে পারবে।

প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল

ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই)

ইন্টারনেট পরিষেবাসমূহ এবং কেব্‌ল টিভি নেটওয়ার্কিং ব্যাবহারিক

প্রয়োজনীয় যন্ত্রপাতি

ইন্টারনেট পরিষেবাসমূহ এবং কেব্‌ল টিভি নেটওয়ার্কিং ব্যাবহারিক

প্রয়োজনীয় মালামাল

ইন্টারনেট পরিষেবাসমূহ এবং কেব্‌ল টিভি নেটওয়ার্কিং ব্যাবহারিক

কাজের ধারা

• ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) পরিধান করবে।
• প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল স্টোর হতে সংগ্রহ করবে।

 

ইন্টারনেট পরিষেবাসমূহ এবং কেব্‌ল টিভি নেটওয়ার্কিং ব্যাবহারিক

•আরজে-৪৫ কানেক্টর ( RJ45 Connector) সংযুক্ত ইউটিপি (UTP ) কেবলটির ফেইটব্রো/ক্রসওভার (Straight Through / Cross Over) সংযোগ ইউটিপি ( UTP ) কেবল টেস্টার দিয়ে টেস্ট করবে। যদি কেবলটি ত্রুটিমুক্ত থাকে তা হলে সেটি দিয়ে কাজ করবে। আর যদি কেলটি ত্রুটিমুক্ত না থাকে তা হলে সেটি আবার সৌইটব্রো/ (Straight
Through / Cross Over) সংযোগ দিয়ে কাজ করবে।

•আরজে-৪৫ কালেক্টর (RJ-45 Connector) সংযুক্ত ইউটিপি (UTP) কেবল অপটিক্যাল ফাইবার ডিভাইসের পিছনে অবস্থিত নেটওয়ার্ক পোর্টে সংযুক্ত করবে।

 

ইন্টারনেট পরিষেবাসমূহ এবং কেব্‌ল টিভি নেটওয়ার্কিং ব্যাবহারিক

 

• আরজে ৪৫ কানেক্টর (RJ-45 Connector) সংযুক্ত ইউটিপি (UTP) কেবল স্মার্ট টিভি রিসিভারের পিছনে অবস্থিত নেটওয়ার্ক পোর্টে সংযুক্ত করবে।

 

।ইন্টারনেট পরিষেবাসমূহ এবং কেব্‌ল টিভি নেটওয়ার্কিং ব্যাবহারিক

 

• স্মার্ট টিভি রিসিভারের পাওয়ার বাটন অন করে রিমোট দিয়ে নিচের নির্দেশনাগুলো অনুসরণ করে নেটওয়ার্ক সেটিং করবে । (নির্দেশনা: রিমোট দিয়ে Home বাটন চাপবে। তারপর সেটিংস ( Settings) এ গিয়ে নেটওয়ার্ক সেটআপ (Network Setup) এ প্রবেশ করবে।

নেটওয়ার্ক সেটিং ব্রডব্যান্ড আইডি, ইউজার নেম ও পাসওয়ার্ড সেট করবে এবং ওকে বাটন চেপে নেটওয়ার্ক সেটিংরের কাজ সম্পন্ন করবে।

 

।ইন্টারনেট পরিষেবাসমূহ এবং কেব্‌ল টিভি নেটওয়ার্কিং ব্যাবহারিক

 

ওয়াই-ফাই কানেকশন দেওয়ার জন্য আরজে ৪৫ কানেক্টর (RJ-45 Connector) সংযুক্ত ইউটিপি (UTP) কেব্‌লটি স্মার্ট টিভি রিসিভারের পিছনে অবস্থিত নেটওয়ার্ক পোর্ট থেকে পৃথক করবে।

• স্মার্ট টিভি রিলিভারে বিদ্যুৎ সরবরাহ করে রিমোট দিয়ে পাওয়ার অন করবে।

 

।ইন্টারনেট পরিষেবাসমূহ এবং কেব্‌ল টিভি নেটওয়ার্কিং ব্যাবহারিক

 

রিমোর্ট এর মেনু বাটন চেপে স্মার্ট টিভির মেনুতে প্রবেশ করবে।

 

।ইন্টারনেট পরিষেবাসমূহ এবং কেব্‌ল টিভি নেটওয়ার্কিং ব্যাবহারিক

 

• স্মার্ট টিভি এর সেটিং এর নেটওয়ার্ক এন্ড শেয়ারিং সেন্টারে প্রবেশ করবে।

 

• ওয়াই-ফাই কানেক্টিভিটি এর সেটিং এ প্রবেশ করবে।

 

 

।ইন্টারনেট পরিষেবাসমূহ এবং কেব্‌ল টিভি নেটওয়ার্কিং ব্যাবহারিক

• টিভি রিমোট দিয়ে কীবোর্ড ব্যবহার করে আইপি ও পাসওয়ার্ড ব্যবহার করবে।

 

।ইন্টারনেট পরিষেবাসমূহ এবং কেব্‌ল টিভি নেটওয়ার্কিং ব্যাবহারিক

• সেও করে মেনু যতে ব্যাক করবে।

 

।ইন্টারনেট পরিষেবাসমূহ এবং কেব্‌ল টিভি নেটওয়ার্কিং ব্যাবহারিক

 

জব ৩:

ডিশ অ্যান্টেনা ইন্সটলকরণ।

এ জবটির উপকরণ ব্যবহার করে একজন শিক্ষার্থী ডিশ অ্যান্টেনা ইন্সটলকরণে দক্ষতা অর্জন করতে পারবে।

প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল

ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই)

ইন্টারনেট পরিষেবাসমূহ এবং কেব্‌ল টিভি নেটওয়ার্কিং ব্যাবহারিক

প্রয়োজনীয়  যন্ত্রপাতি

ইন্টারনেট পরিষেবাসমূহ এবং কেব্‌ল টিভি নেটওয়ার্কিং ব্যাবহারিক

 

প্রয়োজনীয় মালামাল

ইন্টারনেট পরিষেবাসমূহ এবং কেব্‌ল টিভি নেটওয়ার্কিং ব্যাবহারিক

কাজের ধারা

• ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) পরিধান করবে।
• প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল স্টোর হতে সংগ্রহ করবে।
• ডিশ অ্যান্টেনা স্থাপনের উপযুক্ত স্থান নির্বাচন করবে ।
• ডিশ অ্যান্টেনার স্ট্যান্ড এর পরিমাণে সংযুক্ত করার জন্য ড্রিল মেশিন ব্যবহার করে গ্রিল করবে।
• ডিশ অ্যান্টেনার স্ট্যান্ড এর সাথে ফ্লু এবং অ্যান্টেনা জ্যাটাচমেন্ট সংযুক্ত করবে।

 

ইন্টারনেট পরিষেবাসমূহ এবং কেব্‌ল টিভি নেটওয়ার্কিং ব্যাবহারিক

 

অ্যান্টেনা অ্যাটাচমেন্ট এর সাথে রিফ্লেক্টর, ফিড হর্ণ মার্ট বা আর্ম, ফিড বর্ণ ও এনএনবি সংযুক্ত করবে।

 

ইন্টারনেট পরিষেবাসমূহ এবং কেব্‌ল টিভি নেটওয়ার্কিং ব্যাবহারিক

 

ইন্টারনেট পরিষেবাসমূহ এবং কেব্‌ল টিভি নেটওয়ার্কিং ব্যাবহারিক

ফিড বর্ন এবং ডিশ রিসিভার কো-এক্সিয়াল কেবুলের মাধ্যমে সংযুক্ত করবে।

 

ইন্টারনেট পরিষেবাসমূহ এবং কেব্‌ল টিভি নেটওয়ার্কিং ব্যাবহারিক

 

• ডিশ রিসিভারের সাথে টিভি রিসিভার সংযুক্ত করবে।

 

ইন্টারনেট পরিষেবাসমূহ এবং কেব্‌ল টিভি নেটওয়ার্কিং ব্যাবহারিক

 

• ডিশ রিসিভার ও টিভি রিসিভারের বৈদ্যুতিক পাওয়ার সরবরাহ করে পাওয়ার সুইচ অন করবে।
• টিভি রিসিভারের মেনুতে প্রবেশ করে সেটিং অপশনে ডিশ অ্যান্টেনা সেটিং করবে।
• ডিশ রিসিভারের রিমোট ব্যবহার করে চ্যানেল সেটিং মোডে প্রবেশ করবে।

google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

জব ৪:

কেব্‌ল টিভি সিস্টেম এর ত্রুটি শনাক্ত ও মেরামতকরণ ।

এ জবটির উপকরণ ব্যবহার করে একজন শিক্ষার্থী কেব্‌ল টিভি সিস্টেম এর ত্রুটি শনাক্ত ও মেরামতকরণের দক্ষতা অর্জন করতে পারবে।

প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল

ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই)

ইন্টারনেট পরিষেবাসমূহ এবং কেব্‌ল টিভি নেটওয়ার্কিং ব্যাবহারিক

প্রয়োজনীয়  যন্ত্রপাতি

ইন্টারনেট পরিষেবাসমূহ এবং কেব্‌ল টিভি নেটওয়ার্কিং ব্যাবহারিক

প্রয়োজনীয় মালামাল

ইন্টারনেট পরিষেবাসমূহ এবং কেব্‌ল টিভি নেটওয়ার্কিং ব্যাবহারিক

কাজের ধারা

• ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) পরিধান করবে।
• প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল স্টোর হতে সংগ্রহ করবে।
• কেব্‌ল টিভি সিস্টেম এবং টিভি রিসিভারের পাওয়ার অন করে ত্রুটি শনাক্ত করবে

ত্রুটিসমূহঃ

ইন্টারনেট পরিষেবাসমূহ এবং কেব্‌ল টিভি নেটওয়ার্কিং ব্যাবহারিক

 

• কেবল টিভি সিস্টেমের পাওয়ার অফ করবে।
•কেরলের বিভিন্ন সংযোগ পরীক্ষা করবে।
•কেবলের সংযোগ খুলে পুনরায় সংযোগ করবে।
•কেবল টেস্টার দিয়ে কেবল পরীক্ষা করবে।

 

ইন্টারনেট পরিষেবাসমূহ এবং কেব্‌ল টিভি নেটওয়ার্কিং ব্যাবহারিক

ত্রুটিযুক্ত কেবল শনাক্ত করবে।

 

ইন্টারনেট পরিষেবাসমূহ এবং কেব্‌ল টিভি নেটওয়ার্কিং ব্যাবহারিক

 

• ত্রুটিযুক্ত কেবল পরিবর্তন করবে।
• সমস্যার সমাধান না হলে ডিশ অ্যান্টেনার প্যারাবোলিক রিফ্লেক্টর সঠিকভাবে স্থাপন করবে ।
• এনএনবি এর সংযোগ টেস্ট করবে।
• এলএনবি পরিবর্তন করবে।
• সমাধান না হলে ডিশ রিসিভার পরিবর্তন করবে।
• টিভি রিসিভার ও ডিশ রিসিভার অন করবে।
• ডিশ রিসিভার পুনরায় সেটিং করবে।
• চ্যানেল টেস্ট করবে।
• টিভি রিসিভার ও ডিশ রিসিভার অফ করবে।

 

ইন্টারনেট পরিষেবাসমূহ এবং কেব্‌ল টিভি নেটওয়ার্কিং ব্যাবহারিক

 

আরও দেখুনঃ

Leave a Comment