পাওয়ার সাপ্লাই সার্কিটের বিভিন্ন কম্পোনেন্টের ফাংশন

আজকের আলোচনার বিষয়: পাওয়ার সাপ্লাই সার্কিটের বিভিন্ন কম্পোনেন্টের ফাংশন। যা জেনারেল ইলেকট্রনিক্স ১ এর লো ভোল্টেজ ডিসি পাওয়ার সাপ্লাই তৈরি ও মেরামত অংশের অন্তর্গত।

 

পাওয়ার সাপ্লাই সার্কিটের বিভিন্ন কম্পোনেন্টের ফাংশন

 

পাওয়ার সাপ্লাই সার্কিটের বিভিন্ন কম্পোনেন্টের ফাংশন

চিত্রে একটি রেগুলেটেড ডিসি পাওয়ার সাপ্লাইয়ের বেসিক ব্লক ডায়াগ্রাম দেখানো হয়েছে। ইহা ইনপুটে এসি গ্রহণ করে এবং আউটপুটে ডিসি সরবরাহ করে। এর পাঁচটি প্রধান উপাদান হলো

  • ট্রান্সফরমার (Transformer),
  • রেকটিফায়ার(Rectifier),
  • ফিস্টার (Filter),
  • রেগুলেটর ( Regulator) ও
  • ভোল্টেজ ডিভাইডার (Voltage Divider)।

 

পাওয়ার সাপ্লাই সার্কিটের বিভিন্ন কম্পোনেন্টের ফাংশন

 

ট্রান্সফরমার (Transformer):

ট্রান্সফরমার এমন একটি স্ট্যাটিক ডিভাইস যা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের মাধ্যমে কাজ করে। এটি ফ্রিকোয়েন্সি এবং পাওয়ার ঠিক রেখে এক সার্কিট থেকে অন্য সার্কিটে ইলেকট্রিক্যাল পাওয়ার ট্রান্সফার করে। ট্রান্সফরমারে মিউচুয়্যাল ইন্ডাকশনের মাধ্যমে এক সার্কিট থেকে অন্য সার্কিট অর্থাৎ প্রাইমারি উইন্ডিং থেকে সেকেন্ডারি উইন্ডিং এ পাওয়ার স্থানান্তর হয়। ট্রান্সফরমারের সাহায্যে ভোল্টেজ বেশি বা কম করা হয়। যে ট্রান্সফরমারের সাহায্যে ভোল্টেজ কম করা হয় তাকে স্টেপ-ডাউন এবং যে ট্রান্সফরমারের সাহায্যে ভোল্টেজ বেশি করা হয় তাকে স্টেপ-আপ ট্রান্সফরমার বলে। স্টেপ-আপ অথবা ডাউন দুই ধরনের ট্রান্সফরমারেই ইনপুট এবং আউটপুট পাওয়ার সমান থাকে। ডিসি পাওয়ার সাপ্লাই এ স্টেপ- ডাউন ট্রান্সফরমার ব্যবহার করা হয়। ইহা এসিকে কমিয়ে কাঙ্খিত নিম্ন মানের এসিতে রুপান্তর করে।

 

পাওয়ার সাপ্লাই সার্কিটের বিভিন্ন কম্পোনেন্টের ফাংশন

 

রেকটিফায়ার (Rectifier):

যে সার্কিট অলটারনেটিং বা এসি (AC) কারেন্টকে ডাইরেক্ট বা ডিসি (DC) কারেন্টে রূপান্তর করে তাকে রেকটিফায়ার সার্কিট বলে। যে পদ্ধতিতে রেকটিফাই করা হয় তাকে রেকটিফিকেশন বলে।

এটি মূলত এসি (AC) কারেন্টকে পালসেটিং ডিসি (DC) তে রূপান্তর করে। অধিকাংশ ইলেকট্রিক সার্কিট নিম্ন-ভোল্টেজ এবং নিম্ন-ডিসি কারেন্টে চলে। এ বিপুল পরিমাণ পাওয়ারের চাহিদা মেটাতে সেল (Battery) ব্যবহার করা হয় । তাই এসিকে প্রয়োজনীয় মানে কমিয়ে ডিসিতে রূপান্তরিত করে ব্যবহার করা হয়। সেল ব্যবহার সাশ্রয়ী নয়।

ফিল্টার (Filter):

ফিল্টার অর্থ ছাঁকনি। রেকটিফায়ারের আউটপুট থেকে যে ডিসি পাওয়া যায় সেটি পালসেটিং ডিসি অর্থ্যাৎ এতে কিছু এসির উপাদান মিশ্রিত থাকে। এ পালসেটিং ডিসিকে খাঁটি ডিসিতে রুপান্তরের জন্য ফিল্টার ব্যবহার করা হয়। ফিল্টারের কাজ মূলত পালসেটিং ডিসির মধ্যে যে এসির উপাদান বা রিপল আছে সেই রিপলকে বাদ দিয়ে খাঁটি ডিসিতে রুপান্তর করা।

 

পাওয়ার সাপ্লাই সার্কিটের বিভিন্ন কম্পোনেন্টের ফাংশন

 

রেগুলেটর (Regulator) :

ইনপুট লাইন ভোল্টেজ এর মান উঠানামা করলে বা কম / বেশি হলে অর্থাৎ ট্রান্সফরমারের প্রাইমারিতে ভোল্টেজ পরিবর্তন হলে সেকেন্ডারিতেও ভোল্টেজ পরিবর্তন হয়। ভোল্টেজ রেগুলেটরের কাজ হচ্ছে ইনপুটের ভোল্টেজের পরিবর্তন হলেও ডিসি সাপ্লাইয়ের আউটপুটের অবস্থা স্থির রাখা। এ ধরনের রেগুলেশনের জন্য রেগুলেটর আইসি ব্যবহার করা হয়।

google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

ভোল্টেজ ডিভাইডার (Voltage Divider):

বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স সার্কিটে বা একই সার্কিটে অনেক সময় ভিন্ন ভিন্ন মানের ডিসি ভোল্টেজ সাপ্লাইয়ের প্রয়োজন হয়। ভোল্টেজ ডিভাইডার প্রয়োজন অনুসারে ভিন্ন ভিন্ন মানের ডিসি ভোল্টেজ প্রদান করে। ভোল্টেজ ডিভাইডার মূলত গঠিত হয় ভোল্টেজ রেগুলেটর এর সাথে প্যারালালে একটি ভেরিয়েবল রেজিস্টর সংযোগ করে বা কতগুলো সিরিজ রেজিস্টর সংযোগ করে।

আরও দেখুনঃ

Leave a Comment