পিপিই ব্যবহারে সীমাবদ্ধতা 

আজকে আমরা পিপিই ব্যবহারে সীমাবদ্ধতা সম্পর্কে আলোচনা করব । যা জেনারেল ইলেকট্রনিক্স ১ এর জেনারেল ইলেকট্রনিক্স বিষয়ক স্বাস্থ্য ও নিরাপত্তা অংশের অন্তর্গত।

 

পিপিই ব্যবহারে সীমাবদ্ধতা 

 

পিপিই ব্যবহারে সীমাবদ্ধতা

স্বাস্থ্য এবং নিরাপত্তা ধারা ১৯৯৫ অনুসারে সাধ্য ক্ষতির বা দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য পিপিই ব্যবহার করতে হয়। দূষণ কমানোর জন্য শুধুমাত্র ব্যক্তিগত নিরাপত্তা উপাদান ব্যবহার করা ঠিক নয়। কারণ কোনো সতর্কতা বার্তা ছাড়াই এগুলো মাঝে মধ্যে শ্রমিকদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে ব্যর্থ হয়। ঝুঁকির উপযুক্ত নিরাপত্তা প্রদানে পিপিই এর কিছু সীমাবদ্ধতা রয়েছে। যেমন:

  • ব্যবহারে আরামদায়ক না হতে পারে;
  •  কাজের বাঁধা বা বিপত্তি ঘটায়
  • স্বাস্থ্য এবং নিরাপত্তার অন্যান্য ঝুঁকি সৃষ্টি করে;
  • দীর্ঘ সময়ের জন্য ব্যয় বহুল হয়।

 

পিপিই ব্যবহারে সীমাবদ্ধতা 

 

পিপিই নির্বাচন (PPE Selection)

ব্যক্তিগত নিরাপত্তা উপাদানগুলো (পিপিই) এমনভাবে ডিজাইন করা হয় যা প্রতিটি স্তরের নিরাপত্তা নিশ্চিত করে। পিপিই যেমন হওয়া উচিত-

  • কাজের ধরন অনুযায়ী উপযুক্ত হতে হবে এবং বিপদের বা ঝুঁকির উপযুক্ত নিরাপত্তা নিশ্চিত করবে; • ব্যবহারকারীকে পর্যাপ্ত নিরাপত্তা প্রদান করবে;
  • স্বাস্থ্য এবং নিরাপত্তা বিষয়ে অতিরিক্ত ঝুঁকি সৃষ্টি করে না;
  • ব্যবহৃত অন্যান্য পিপিই এর সাথে সামঞ্জস্যপূর্ণ সহজে ব্যবহার যোগ্য;
  • আরামদায়ক;
  • ব্যবহারকারীর যে কোনো ধরনের মেডিকেল শর্তের বাঁধা বা বিপত্তি ঘটাবে না;
  • বাংলাদেশের আদর্শমান অনুযায়ী প্রাসঙ্গিক হবে ।
  • পিপিই নির্বাচনের সময় কর্মীদের সাথে আলাপ করে নিতে হবে। ব্যক্তিগত চারিত্রিক বৈশিষ্ট্য এবং স্টাইলকে বিবেচনা করতে হবে।

 

পিপিই ব্যবহারে সীমাবদ্ধতা 

 

পিপিই এর সঠিক ব্যবহার (Proper Use of PPE )

পিপিই ব্যবহারের পূর্বে নিম্নলিখিত বিষয়গুলো নিশ্চিত করতে হবে-

  • উৎপাদনকারীর নির্দেশনা অনুযায়ী ব্যক্তিগত নিরাপত্তা উপাদানগুলো (পিপিই) ব্যবহৃত হয়।
  • পিপিই সঠিকভাবে ফিট হয়। কীভাবে এটি ব্যবহৃত হয় তার নির্দেশনার জন্য কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়।
  • যেখানে পিপিই পরিধান করতে হবে সেখানে অবশ্যই একটি চিহ্ন দিয়ে রাখতে হবে। যেন কর্মীরা খুব সহজেই মনে করে ব্যবহার করতে পারে ।
google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

নিরাপদ পোশাক ও নিরাপদ সরঞ্জামাদি পরিধান (Wear Safety Dress and Safety Equipment):

ওয়ার্কশপে কাজ করার সময় যে কোনো দুর্ঘটনা এড়ানোর জন্য অবশ্যই নিরাপদ পোশাক ও নিরাপদ সরঞ্জামাদি পরিধান করা দরকার। যেমন-

  • নিরাপদ চশমা পরিধান করলে ছিটকে যাওয়া দ্রব্য এর আঘাত থেকে চোখকে রক্ষা করা যায়।
  • অ্যাপ্রন পরিধান না করলে অসতর্কতাবশত ঢিলেঢালা পোশাক কোথাও জড়িয়ে বা পেঁচিয়ে দুর্ঘটনা ঘটতে পারে।
  • লম্বা চুল বেঁধে হেলমেট না পড়লে ঘূর্ণায়মান কোন যন্ত্রাংশে জড়িয়ে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে।

 

পিপিই ব্যবহারে সীমাবদ্ধতা 

 

পিপিই সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ (PPE Preservation and Maintenance):

পিপিই এর সাধারণ রক্ষণাবেক্ষণ এবং সংরক্ষণ এর মধ্যে সাধারণত নিম্নোক্ত বিষয়গুলো খেয়াল রাখতে হবে ।

  • পিপিইসমূহ একটি পরিষ্কার এবং শুকনো জায়গায় রাখতে হবে;
  • পিপিইসমূহ হাতের নাগালে রাখতে হবে যাতে সহজেই পাওয়া যায়;
  • ক্ষতিকারক কোনো যন্ত্র, বস্তু বা পদার্থের সংস্পর্শে না আসে এমন স্থানে রাখতে হবে।
  • পিপিইসমূহ কর্মক্ষেত্রের অন্যান্য সরঞ্জামের সাথে রাখা যাবে না।

পিপিই কীভাবে সংরক্ষণ করতে হবে তা জানার ফলে এটি ক্ষতিগ্রস্থ হওয়া থেকে রোধ করতে সহায়তা করবে এবং পাশাপাশি এর ঝুঁকি হ্রাস এবং আঘাতজনিত সমস্যাসমূহ হ্রাস করবে বা করতে পারে। মনে রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পিপিই স্টোরেজ অঞ্চলটি পরিষ্কার, পরিচ্ছন্ন এবং সংগঠিত রাখা। একটা পিপিই এর উপর অন্য কোনো কিছু রেখে জিনিসগুলো স্তুপ করা থেকে বিরত থাকতে হবে এবং যেখানে সম্ভব সেখানে ওয়াল হুক এবং তাক ব্যবহার করে সংরক্ষণ করা ভাল। এমন কিছু পিপিই রয়েছে যা পুনরায় ব্যবহারযোগ্য নয় এবং ব্যবহারের পরে তা নিষ্পত্তি করা দরকার। মেয়াদ উত্তীর্ণ লিপিই ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।

 

পিপিই ব্যবহারে সীমাবদ্ধতা 

 

 পরিষ্কার ও পরিপাটি কর্মক্ষেত্র বজায় রাখা

পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। কর্মক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্ন ও সুস্থ থাকাটা জরুরী। অপরিষ্কার ও অস্বাস্থ্যকর কর্মক্ষেত্র কাজের ক্ষেত্রে সমস্যাসহ নানা প্রকার শারিরীক ও মানসিক সমস্যার সৃষ্টি করে। ব্যক্তিগত ও কর্মক্ষেত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উপায় সমূহ নিম্নে উল্লেখ করা হলো-

ব্যক্তিগত পরিচ্ছন্নতা

  •  প্রতিদিন নিয়মিত দাঁত ব্রাশ করা :
  • নিয়মিত গোসল করা;
  • হাত ও পায়ের নখ ছোট রাখা, চুল ছোট রাখা;
  •  প্রয়োজনে নিয়মিত দাড়ি কাটা
  • নিয়মিত ৬-৮ ঘণ্টা ঘুমানো
  • বেশি করে পানি পান করা;
  • কোনো কাজ শেষে দুই হাত পরিষ্কার করে ধোয়া
  • পরিষ্কার পোষাক পরিধান করা ইত্যাদি।

কর্মক্ষেত্রে পরিচ্ছন্নতা

  • কাজের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা;
  • কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণ গুছিয়ে রাখা;
  • বসার জায়গাটি পরিষ্কার রাখা;
  • পর্যাপ্ত পরিমান আলো বাতাস চলাচলের ব্যবস্থা রাখা ইত্যাদি ।

 যন্ত্রপাতি ও মেশিনের নিরাপত্তা (Safety of Equipment and Machinery )

যন্ত্রপাতির কোনো প্রকার ক্ষতি সাধন না করে কার্য সম্পন্ন করে যন্ত্রপাতিগুলোকে সঠিকভাবে সংরক্ষিত রাখাকে যন্ত্রপাতির নিরাপত্তা বলে। যেমন:

  • সঠিক নিয়মে মেশিন চালু করা;
  • কাজ শেষে মেশিন সঠিকভাবে বন্ধ করা;
  • কাজের জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা;
  • কোনো প্রকার গোলযোগ দেখা দিলে সাথে সাথে মেশিন বন্ধ করা এবং দ্রুত মেরামতের ব্যবস্থা করা ;
  • বৈদ্যুতিক সংযোগসমূহ মাঝে মাঝে পরীক্ষা করা।

কারখানার নিরাপত্তা (Factory Safety)

সকল প্রকার দুর্ঘটনা থেকে ওয়ার্কশপ রক্ষা করাকে ওয়ার্কশপের নিরাপত্তা বলে। যেমন:

  • প্রয়োজনীয় প্রটেকটিভ ডিভাইস সমূহের সকল বৈদ্যুতিক সংযোগ ইনসুলেটেড রাখা;
  • দাহ্য পদার্থের পাশে ওয়েল্ডিং ও গ্রাইন্ডিং না করা;
  • আগুন নিভানোর উপকরণ, পানি, বালু ও অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবস্থা রাখা;
  • দৈবক্রমে আগুন লাগলে দ্রুত ফায়ার স্টেশনে খবর দেওয়া;
  • কারখানার অভ্যন্তর ও বাহির সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা।

আরও দেখুনঃ

Leave a Comment