আজকে আমরা ব্যবহারিক ৩ঃ ইলেকট্রিক্যাল প্রোপারটিজ পরিমাপের জন্য ইলেকট্রনিক্স ল্যাব এ ব্যবহৃত পরিমাপক যন্ত্র ব্যবহারকরণ সম্পর্কে আলোচনা করবো । যা জেনারেল ইলেকট্রনিক্স ১ এর ইলেকট্রনিক কাজে ব্যবহৃত হ্যান্ড টুলস, পরিমাপক যন্ত্র এবং কম্পোনেন্টসমূহের ব্যবহার ও টেস্টিং অংশের অন্তর্গত।
Table of Contents
ব্যবহারিক ৩ঃ ইলেকট্রিক্যাল প্রোপারটিজ পরিমাপের জন্য ইলেকট্রনিক্স ল্যাব এ ব্যবহৃত পরিমাপক যন্ত্র ব্যবহারকরণ
ইলেকট্রিক্যাল প্রোপারটিজ পরিমাপের জন্য ইলেকট্রনিক্স ল্যাব এ ব্যবহৃত পরিমাপক যন্ত্র ব্যবহারকরণ।
এর উপকরণ ব্যবহার করে একজন শিক্ষার্থী ইলেকট্রিক্যাল প্রোপারটিজ পরিমাপের জন্য ব্যবহৃত পরিমাপক যন্ত্র ব্যবহারকরণে দক্ষতা অর্জন করতে পারবে।
পারদর্শিতার মানদন্ড :
- কর্মক্ষেত্রে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, নিরাপত্তা ও ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) পরিধান করে কাজ শুরু করা;
- ইলেকট্রনিক্স ল্যাব এ ব্যবহৃত পরিমাপক যন্ত্র এর তালিকা প্রস্তুত করা;
- ইলেকট্রনিক্স ল্যাব এ ব্যবহৃত পরিমাপক যন্ত্র নির্বাচন ও সংগ্রহ করা;
- ইলেকট্রিক্যাল প্রোপারটিজ পরিমাপের জন্য এ ব্যবহৃত পরিমাপক যন্ত্র ব্যবহার করা ;
- কর্মক্ষেত্রের নিজস্ব নিয়ম / বিধি অনুসারে টুলস ও যন্ত্রসমূহ পরিষ্কার করে নির্ধারিত স্থানে সংরক্ষণ করা;
- কর্মক্ষেত্রের বিধি অনুযায়ী বর্জ্যসমূহ নির্ধারিত স্থানে অপসারণ/ সংরক্ষণ করা ।
প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল
ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই)
ক্রমিক নং | সুরক্ষা সরঞ্জামের নাম | সংক্ষিপ্ত বিবরণ | পরিমাণ |
১ | ফেস মাস্ক | সার্জিক্যাল | ০১ টি |
২ | ইন্ডাস্ট্রিয়াল হ্যান্ড গ্লোভস | কর্মক্ষেত্রের বিধি অনুযায়ী | ০১ টি |
৩ | অ্যাপ্রোন | কর্মক্ষেত্রের বিধি অনুযায়ী | ০১ টি |
৪ | প্রোটেকটিভ গগলস | কর্মক্ষেত্রের বিধি অনুযায়ী | ০১ টি |
৫ | সেফটি সুজ | কর্মক্ষেত্রের বিধি অনুযায়ী | ০১ জোড়া |
৬ | ইলেকট্রোস্ট্যাটিক ডিসচার্জ ম্যাট | স্ট্যান্ডার্ড | ০১ টি |

প্রয়োজনীয় যন্ত্রপাতি (ইকুইপমেন্ট):
ক্রমিক নং | যন্ত্রপাতির নাম | সংক্ষিপ্ত বিবরণ | পরিমাণ |
১ | এভো (AVO) মিটার / মাল্টিমিটার | সানোয়া (Sunwa) ডিজিটাল | ০১ টি |
২ | ডিসি পাওয়ার সাপ্লাই | ইনপুট ২২০ ভোল্ট এসি আউটপুট ১৫ ভোল্ট ডিসি /২ অ্যাম্পিয়ার | ০১ টি |
৩ | এলসিআর মিটার | ডিজিটাল | ০১ টি |
৪ | নিয়ন টেস্টার | স্ট্যান্ডার্ড কোয়ালিটি | ০১ টি |
৫ | ফাংশন জেনারেটর | স্ট্যান্ডার্ড কোয়ালিটি | ০১ টি |
প্রয়োজনীয় মালামাল:
ক্রমিক নং | মালামালের নাম | সংক্ষিপ্ত বিবরণ | পরিমাণ |
১ | ট্রান্সফরমার | ২২০/১৬ ভোল্ট | ০১ টি |
২ | মাল্টিপ্লাগ | স্ট্যান্ডার্ড কোয়ালিটি | ০১ টি |
৩ | তার | ফ্লাক্সিবল | ১টি |
৪ | ব্লাকটেপ | স্ট্যান্ডার্ড কোয়ালিটি | ১ গজ |
৫ | হোল্ডার সহ ফিলামেন্ট বাল্ব | ১০০ ওয়াট | ০১ টি |
৬ | রেজিস্টর | ১ কিলোওহম | ০২ টি |
কাজের ধারাঃ
১. ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) পরিধান করবে।
২. ইলেকট্রনিক্স ল্যাব এ ব্যবহৃত মেজারিং ইকুইপমেন্টসমূহ নির্বাচন করবে।
৩. ইলেকট্রনিক্স ল্যাব এ ব্যবহৃত মেজারিং ইকুইপমেন্টসমূহ সংগ্রহ করবে।
৪. ডিজিটাল মাল্টিমিটারের ফাংশন সিলেক্টরকে ওহম রেঞ্জে সেট করে ওয়্যারের রেজিস্ট্যান্স পরিমাপ করবে।
৫. ডিসি পাওয়ার সাপ্লাইকে এসি পাওয়ারের সাথে সংযুক্ত করে সুইচ অন করে মাল্টিমিটারের সাহায্যে পাওয়ার সাপ্লাইয়ের ডিসি ভোল্ট পরিমাপ করবে।
৬. ডিসি পাওয়ার সাপ্লাইয়ের আউটপুটের সাথে রেজিস্টর ব্যবহার করে মাল্টিমিটারকে সিরিজে সংযুক্ত করে ডিসি কারেন্ট পরিমাপ করবে।
৭. মাল্টিমিটারে সিলেক্টরে ভোল্টেজ সিলেক্ট করে ফাংশন সিলেক্টরকে এসিতে সিলেক্ট করে মাল্টিপ্লাগ থেকে এসি ভোল্টেজ পরিমাপ করবে।
৮. একই ভাবে ট্রান্সফরমারের ইনপুটে লাইন দিয়ে আউটপুট এসি ভোল্টেজ পরিমাপ করবে ।
৯. ফিলামেন্ট বাল্ব এ লাইন দিয়ে এসি অ্যামমিটার এর সাথে সিরিজে সংযোগ করে এসি কারেন্ট পরিমাপ করবে ।
১০. টুলস ও ইকুইপমেন্টসমূহ পরিষ্কার করে নির্ধারিত স্থানে সংরক্ষণ করবে। ১১. বর্জ্যসমূহ নির্ধারিত স্থানে অপসারণ/ সংরক্ষণ করবে।
সতর্কতাঃ
- কাজের শুরুতে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) পরিধান করা ।
- মাল্টিমিটার ব্যবহারের সময় সঠিক রেঞ্জ সেট করা ।
- অ্যামমিটারকে সবসময় লোডের সাথে সিরিজে ব্যবহার করা।
আরও দেখুনঃ