বিভিন্ন ধরনে রেগুলেটর এর ধারণা

আজকে আমরা বিভিন্ন ধরনে রেগুলেটর এর ধারণা সম্পর্কে আলোচনা করবো ।যা জেনারেল ইলেকট্রনিক্স ১ এর লো ভোল্টেজ ডিসি পাওয়ার সাপ্লাই তৈরি ও মেরামত অংশের অন্তর্গত।

 

বিভিন্ন ধরনে রেগুলেটর এর ধারণা

 

বিভিন্ন ধরনে রেগুলেটর এর ধারণা

বিভিন্ন ধরনের রেগুলেটর

সাধারণত ভোল্টেজ রেগুলেটর দুই প্রকার। যথা:

১) লিনিয়ার রেগুলেটর

২) সুইচিং রেগুলেটর

লিনিয়ার রেগুলেটর দুইপ্রকার। যথা:

১) সিরিজ রেগুলেটর : সিরিজ রেগুলেটর লোডের সাথে সিরিজে সংযুক্ত থাকে।

২) শান্ট রেগুলেটর : পান্ট রেগুলেটর লোডের সাথে শান্টে সংযুক্ত থাকে।

 

বিভিন্ন ধরনে রেগুলেটর এর ধারণা
সিরিজ রেগুলেটর

 

বিভিন্ন ধরনে রেগুলেটর এর ধারণা
শান্ট রেগুলেটর
  • ট্রানজিস্টর সিরিজ রেগুলেটর সার্কিট

 

বিভিন্ন ধরনে রেগুলেটর এর ধারণা

 

  • অপ-অ্যাম্প সিরিজ রেগুলেটর সার্কিট

 

বিভিন্ন ধরনে রেগুলেটর এর ধারণা

 

সুইচিং রেগুলেটর (Switching Regulator)

  • সুইচিং রেগুলেটর হলো এক প্রকার রেগুলেটর সার্কিট যা সিরিজ এবং শান্ট রেগুলেটরের চেরে দক্ষতার সাথে লোডে পাওয়ার স্থানান্তর করে;
  • সুইচিং রেগুলেটর পালসের মাধ্যমে ভোল্টেজ প্রেরণ করে যা খাঁটি ডিসি ভোল্টেজ সরবরাহ করার জন্য ফিস্টার করে
  • এ ধরনের রেগুলেটর উচ্চ কারেন্ট অ্যাপ্লিকেশনগুলোর জন্য আদর্শ;
  • পাওয়ার অপচয় কম হয়;
  • সুইচিং রেগুলেটর ৯০% দক্ষতার সাথে কাজ করতে পারে;
  • একটি সুইচিং রেগুলেটর অন এবং অফ এর মধ্যমে ভোল্টেজ নিয়ন্ত্রণ করে থাকে। পরিবর্তিত লাইন ও লোডের অবস্থার উপর ভিত্তি করে এর ভিতর দিয়ে সীমিত কারেন্ট প্রবাহিত হয়।
google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

আইসি ভোল্টেজ রেগুলেটর (IC Voltage Regulator)

যে সকল আইসি এর সাহায্যে ভোল্টেজকে রেগুলেট বা নিয়ন্ত্রণ করা হয় ঐ সকল আইসিকে আইসি ভোল্টেজ রেগুলেটর বলে। আইসি ভোল্টেজ রেগুলেটরের কাজ হচ্ছে ভোল্টজকে রেগুলেট বা নিয়ন্ত্রণ করা।

  • আইসি রেগুলেটর সার্কিট ব্যাপকভাবে ব্যবহৃত হয়;
  • এদের অপারেশনটি আলাদা নয়, তবে অন্যান্য ডিভাইসের সাথে একক ডিভাইস হিসেবে বিবেচিত হয়;
  • এগুলো সাধারণত তিন টার্মিনাল ডিভাইস যা পজিটিভ ও নেগেটিভ আউটপুট সরবরাহ করে;
  • কিছু রেগুলেটর আছে যাদের ভেরিয়েবল ভোল্টেজ আউটপুট থাকে;
  • একটি আদর্শ ৭৮০০ সিরিজের ভোল্টেজ রেগুলেটর পজিটিভ ভোল্টেজ এর জন্য ব্যবহৃত হয়;
  • ৭৯০০ সিরিজটি নেগেটিভ ভোল্টেজ রেগুলেটর;

 

বিভিন্ন ধরনে রেগুলেটর এর ধারণা

 

বিভিন্ন ধরনে রেগুলেটর এর ধারণা

 

 

আরও দেখুনঃ

Leave a Comment