বিভিন্ন ধরনে রেগুলেটর এর ধারণা

আজকে আমরা বিভিন্ন ধরনে রেগুলেটর এর ধারণা সম্পর্কে আলোচনা করবো ।যা জেনারেল ইলেকট্রনিক্স ১ এর লো ভোল্টেজ ডিসি পাওয়ার সাপ্লাই তৈরি ও মেরামত অংশের অন্তর্গত।

 

বিভিন্ন ধরনে রেগুলেটর এর ধারণা

 

বিভিন্ন ধরনে রেগুলেটর এর ধারণা

বিভিন্ন ধরনের রেগুলেটর

সাধারণত ভোল্টেজ রেগুলেটর দুই প্রকার। যথা:

১) লিনিয়ার রেগুলেটর

২) সুইচিং রেগুলেটর

লিনিয়ার রেগুলেটর দুইপ্রকার। যথা:

১) সিরিজ রেগুলেটর : সিরিজ রেগুলেটর লোডের সাথে সিরিজে সংযুক্ত থাকে।

২) শান্ট রেগুলেটর : পান্ট রেগুলেটর লোডের সাথে শান্টে সংযুক্ত থাকে।

 

বিভিন্ন ধরনে রেগুলেটর এর ধারণা
সিরিজ রেগুলেটর

 

বিভিন্ন ধরনে রেগুলেটর এর ধারণা
শান্ট রেগুলেটর
  • ট্রানজিস্টর সিরিজ রেগুলেটর সার্কিট

 

বিভিন্ন ধরনে রেগুলেটর এর ধারণা

 

  • অপ-অ্যাম্প সিরিজ রেগুলেটর সার্কিট

 

বিভিন্ন ধরনে রেগুলেটর এর ধারণা

 

সুইচিং রেগুলেটর (Switching Regulator)

  • সুইচিং রেগুলেটর হলো এক প্রকার রেগুলেটর সার্কিট যা সিরিজ এবং শান্ট রেগুলেটরের চেরে দক্ষতার সাথে লোডে পাওয়ার স্থানান্তর করে;
  • সুইচিং রেগুলেটর পালসের মাধ্যমে ভোল্টেজ প্রেরণ করে যা খাঁটি ডিসি ভোল্টেজ সরবরাহ করার জন্য ফিস্টার করে
  • এ ধরনের রেগুলেটর উচ্চ কারেন্ট অ্যাপ্লিকেশনগুলোর জন্য আদর্শ;
  • পাওয়ার অপচয় কম হয়;
  • সুইচিং রেগুলেটর ৯০% দক্ষতার সাথে কাজ করতে পারে;
  • একটি সুইচিং রেগুলেটর অন এবং অফ এর মধ্যমে ভোল্টেজ নিয়ন্ত্রণ করে থাকে। পরিবর্তিত লাইন ও লোডের অবস্থার উপর ভিত্তি করে এর ভিতর দিয়ে সীমিত কারেন্ট প্রবাহিত হয়।

আইসি ভোল্টেজ রেগুলেটর (IC Voltage Regulator)

যে সকল আইসি এর সাহায্যে ভোল্টেজকে রেগুলেট বা নিয়ন্ত্রণ করা হয় ঐ সকল আইসিকে আইসি ভোল্টেজ রেগুলেটর বলে। আইসি ভোল্টেজ রেগুলেটরের কাজ হচ্ছে ভোল্টজকে রেগুলেট বা নিয়ন্ত্রণ করা।

  • আইসি রেগুলেটর সার্কিট ব্যাপকভাবে ব্যবহৃত হয়;
  • এদের অপারেশনটি আলাদা নয়, তবে অন্যান্য ডিভাইসের সাথে একক ডিভাইস হিসেবে বিবেচিত হয়;
  • এগুলো সাধারণত তিন টার্মিনাল ডিভাইস যা পজিটিভ ও নেগেটিভ আউটপুট সরবরাহ করে;
  • কিছু রেগুলেটর আছে যাদের ভেরিয়েবল ভোল্টেজ আউটপুট থাকে;
  • একটি আদর্শ ৭৮০০ সিরিজের ভোল্টেজ রেগুলেটর পজিটিভ ভোল্টেজ এর জন্য ব্যবহৃত হয়;
  • ৭৯০০ সিরিজটি নেগেটিভ ভোল্টেজ রেগুলেটর;

 

বিভিন্ন ধরনে রেগুলেটর এর ধারণা

 

বিভিন্ন ধরনে রেগুলেটর এর ধারণা

Leave a Comment