আজকে আমরা বেসিক ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক এবং ইলেকট্রো-মেকানিক্যাল কম্পোনেন্টসমূহের প্রতীক ও ব্যবহার সম্পর্কে আলোচনা করবো। যা জেনারেল ইলেকট্রনিক্স ১ এর ইলেকট্রনিক কাজে ব্যবহৃত হ্যান্ড টুলস, পরিমাপক যন্ত্র এবং কম্পোনেন্টসমূহের ব্যবহার ও টেস্টিং অংশের অন্তর্গত।
Table of Contents
বেসিক ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক এবং ইলেকট্রো-মেকানিক্যাল কম্পোনেন্টসমূহের প্রতীক ও ব্যবহার
নিম্নে বেসিক ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক এবং ইলেকট্রো-মেকানিক্যাল কম্পোনেন্টসমূহের প্রতীক ও ব্যবহার উল্লেখ করা হলো।
কম্পোনেন্টের নাম :
রেজিস্টর(Resistor)
ব্যবহার
বিভিন্ন ইলেকট্রনিক সার্কিটে কারেন্ট প্রবাহের পথে বাধা প্রদান করা ।
প্রতীক
কম্পোনেন্টের নাম :
ক্যাপাসিটর (Capacitor)
ব্যবহার
এটি চার্জ সঞ্চয় করে রাখে এবং ফিল্টারিং এর কাজে ব্যবহৃত হয়।
প্রতীক
কম্পোনেন্টের নাম :
ইন্ডাক্টর (Inductor)
ব্যবহার
ইএমএফ উৎপন্নের কাজে এবং সার্কিটে হঠাৎ কারেন্ট পরিবর্তনে বাধা প্রদান করে। এর সাহায্যে টিউনিং এর কাজ করা যায়।
প্রতীক
কম্পোনেন্টের নাম :
ডায়োড (Diodes)
ব্যবহার
এটি এসিকে ডিসি তৈরি করার মূল কম্পোনেন্ট হিসেবে কাজ করে। এছাড়াও সুইচিং ও ডিটেক্টরের কাজ করে।
প্রতীক
কম্পোনেন্টের নাম :
জিনার ডায়োড (Zener doide)
ব্যবহার
এটি ইলেকট্রনিক সার্কিটে স্টাবিলাইজিং ও রেগুলেশনের কাজ করে।
প্রতীক
কম্পোনেন্টের নাম :
ফটো ডায়োড (Photo Diode)
ব্যবহার
এটি রিমোটে আইআর (IR) রিসিভার হিসেবে কাজ করে।
প্রতীক
কম্পোনেন্টের নাম :
এলইডি (LED-Light Emitting Diode)
ব্যবহার
এটি ডিসপ্লে ও ইন্ডিকেটর সার্কিটে ব্যবহার করা হয়।
প্রতীক
কম্পোনেন্টের নাম :
এলডিআর (LDR-Light Dependable Resistor)
ব্যবহার
এটি সুইচিং এর জন্য ব্যবহার করা হয়।
প্রতীক

কম্পোনেন্টের নাম :
ভিডিআর (Voltage Dependable Resistor)
ব্যবহার
অতিরিক্ত ভোল্টেজের হাত থেকে সার্কিটকে রক্ষা করার জন্য ব্যবহার করা হয়।
প্রতীক
কম্পোনেন্টের নাম :
ট্রান্সফরমার (Transformer)
ব্যবহার
উচ্চ ভোল্টেজকে নিম্ন বা নিম্ন ভোল্টেজকে উচ্চ ভোল্টেজে রুপান্তরের কাজে ব্যবহৃত হয়।
প্রতীক
কম্পোনেন্টের নাম :
ট্রানজিস্টর (Translator)
ব্যবহার
সিগন্যালকে বর্ধিত করার কাজে এবং সুইচিং এর কাজে ব্যবহৃত হয় ।
প্রতীক
কম্পোনেন্টের নাম :
এফইটি (FET-Fleld Effect Transistor)
ব্যবহার
ফেজ শিফট অসিলেটর, বাফার অ্যাম্পিফায়ার, লিগন্যাল চপার ইত্যাদি কাজে ব্যবহৃত হয়
প্রতীক
কম্পোনেন্টের নাম :
মসফেট (MOSFET-Metal Oxide Field Effect Transistor)
ব্যবহার
ডিসি মটর কন্ট্রোলে, উচ্চ শক্তির অ্যাম্প্লিফায়ার চপার সার্কিটে ব্যবহৃত হয়।
প্রতীক
কম্পোনেন্টের নাম :
ইউজেটি (UJT- Unijunction Transistor)
ব্যবহার
রিলাক্সেশন অসিলেটর, ডিভাইস ট্রিগারিং ভোল্টেজ ডিটেক্টর ইত্যাদি কাজে ব্যবহৃত হয়।
প্রতীক
কম্পোনেন্টের নাম :
এসসিআর (SCR- Silicon Control Resistor)
ব্যবহার
‘ইনভার্টার, চপার, এসি ভোল্টেজ স্ট্যাবিলাইজার সার্কিটে ব্যবহৃত হয় ।
প্রতীক
কম্পোনেন্টের নাম :
ডায়াক (DIAC Diode In AC)
ব্যবহার
ফেজ নিয়ন্ত্রণ, সাইট স্ক্রিমিং, হিট কন্ট্রেল, মটর নিয়ন্ত্রণ সার্কিটে ব্যবহৃত হয়।
প্রতীক
কম্পোনেন্টের নাম :
ট্রায়াক (TRIC-Triod In AC)
ব্যবহার
টাইম ডিলে রিলে, ফ্যান রেগুলেটর, কারেন্ট নিয়্যাল সার্কিটে ব্যবহৃত হয়।
প্রতীক
কম্পোনেন্টের নাম :
আইসি (IC – Integrated Circuits)
ব্যবহার
ইলেকট্রনিক্স সকল যন্ত্রেই ব্যবহৃত হয়।
প্রতীক
কম্পোনেন্টের নাম :
ব্যাটারি (Battery)
ব্যবহার
ভিসি ডোস্টেজ সরবরাহের জন্য ব্যবহৃত হয়।
প্রতীক
কম্পোনেন্টের নাম :
সেল (Cell)
ব্যবহার
ডিসি ভোল্টেজ সরবরাহের জন্য ব্যবহৃত হয়।
প্রতীক
কম্পোনেন্টের নাম :
রিলে (Relay)
ব্যবহার
ইলেকট্রোম্যাগনেটিক সুইচ হিসেবে ব্যবহৃত
প্রতীক
আরও দেখুনঃ