আজকে আমরা ভালো ও নষ্ট কম্পোনেন্ট পৃথক করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করবো । যা জেনারেল ইলেকট্রনিক্স ১ এর ইলেকট্রনিক কাজে ব্যবহৃত হ্যান্ড টুলস, পরিমাপক যন্ত্র এবং কম্পোনেন্টসমূহের ব্যবহার ও টেস্টিং অংশের অন্তর্গত।
Table of Contents
ভালো ও নষ্ট কম্পোনেন্ট পৃথক করার পদ্ধতি
এ অনুচ্ছেদে ইলেকট্রনিক্স ল্যাবে বা কাজে ব্যবহৃত বেসিক কমোনেন্টগুলোর ভালো ও মন্দ কম্পোনেন্টগুলো পৃথক করার পদ্ধতি নিয়ে আলোকপাত করা হলো।
রেজিস্টর, ইন্ডাক্টর, ফিউজ, স্পিকার:
মাল্টিমিটারকে ১০ (ওহম) রেঞ্জে বা ১০০ (ওহম) রেঞ্জে সেট করে রেজিস্টর, ইন্ডাক্টর, ফিউজ ও স্পিকার এর দুই প্রান্তে মাল্টিমিটারের পজিটিভ ও নেগেটিভ প্রোব সংযোগ করে রেজিস্ট্যান্স রিডিং নিলে যদি তাদের কালার কোড বা কোড বা স্পেসিফেকশন অনুযায়ী রিডিং আসে তবে কম্পোনেন্টগুলো ভালো এবং ব্যতিক্রম রিডিং আসলে কম্পোনেন্টগুলো নষ্ট ।
ক্যাপাসিটর, মাইক্রোফোন ও ভাইব্রেটর:
মাল্টিমিটারকে ১০১2 (ওহম রেঞ্জে বা ১০০১2 (ওহম) রেঞ্জে সেট করে ক্যাপাসিটর, মাইক্রোফোন ও ভাইব্রেটর এর দুই প্রান্তে মাল্টিমিটারের পজিটিভ ও নেগেটিভ প্রোব সংযোগ করে রেজিস্ট্যান্স রিডিং নিলে যদি তাদের কোড বা স্পেসিফেকশন অনুযায়ী রিডিং আসে তবে কম্পোনেন্টগুলো ভালো নতুবা কম্পোনেন্টগুলো নষ্ট ।
ডায়োড:
অ্যানালগ মাল্টিমিটার দিয়ে ডায়োড টেস্ট করার জন্য মাল্টিমিটারকে ১০১2 ওহম রেঞ্জে বা ১০০2 ওহম রেঞ্জে সেট করে ডায়োডের অ্যানোড প্রান্তে মাল্টিমিটারের নেগেটিভ এবং ক্যাথোড প্রান্তে মাল্টিমিটারের পজিটিভ প্রোব সংযোগ করে রেজিস্ট্যান্স রিডিং নিলে যদি রেজিস্ট্যান্স রিডিং আসে তবে ডায়োড ভালো। যদি রিডিং না আসে বা রেজিস্ট্যান্স রিডিং শূন্য (০) আসে এবং বিপরীত ভাবে সংযোগ করলেও যদি রিডিং আসে তাহলে ডায়োড নষ্ট।
ডিজিটাল মাল্টিমিটার দিয়ে ডায়োড টেস্ট করার জন্য মাল্টিমিটারের ফাংশন সিলেক্টরকে ডায়োড রেঞ্জে সেট করে মাল্টিমিটারের পজিটিভ প্রোব ডায়োডের অ্যানোড প্রান্তে এবং নেগেটিভ প্রোব ডায়োডের ক্যাথোড প্রান্তে সংযোগ করে রিডিং নিলে রিডিং দেখাবে। বিপরীতভাবে সংযোগ করলে রিডিং দেখাবে না।
ট্রানজিস্টরঃ
অ্যানালগ মাল্টিমিটার দিয়ে ট্রানজিস্টর টেস্ট করার জন্য মাল্টিমিটারকে ১০০১ (ওহম) রেঞ্জে বা ১০০ি (ওহম) রেঞ্জে সেট করে ট্রানজিস্টরের বেসকে কমন করে বেস টু কালেক্টর এবং কেস টু ইমিটার রেজিস্ট্যান্স রিডিং নিলে যদি রিডিং দুটি সমান আসে তবে ট্রানজিস্টর ভালো।
কিন্তু যদি রিডিং না আসে বা রিডিং শূন্য(০) আসে এবং কালেক্টর টু ইমিটারের রেজিস্ট্যাল রিডিং আসে তবে ট্রানজিস্টর নষ্ট।

বেসে যদি পজিটিভ প্রোব কমন ধরে কেস-কালেক্টর এবং বেস-ইমিটার রিডিং আসে তবে ট্রানজিস্টরটি পিএনপি। বেলে যদি নেগেটিভ প্রোব কমন ধরে বেল কালেক্টর এবং বেস-ইমিটার রিডিং আসে তাহলে ট্রানজিস্টরটি এনপিএন।
ডিজিটাল মাল্টিমিটার দিয়ে ট্রানজিস্টর টেস্ট করার জন্য মাল্টিমিটারের ফাংশন সিলেক্টরকে ডায়োড রেঞ্জে সেট করে ট্রানজিস্টরের বেসকে কমন করে কেস টু কালেক্টর এবং বেস টু ইমিটার রেজিস্ট্যান্স রিডিং নিলে যদি রিডিং দুটি সমান আসে তবে ট্রানজিস্টর ভালো।
কিন্তু যদি রিডিং না আসে বা রিডিং শূন্য (০) আসে এবং কালেক্টর টু ইমিটারের রেজিস্ট্যান্স ব্রিডিং আসে তবে ট্রানজিস্টর নষ্ট।
বেসে যদি পজিটিভ প্রোব কমন ধরে বেস কালেক্টর এবং বেস-ইমিটার রিডিং আসে তবে ট্রানজিস্টরটি এনপিএন। বেসে যদি নেগেটিভ প্রোব কমন ধরে বেস কালেক্টর এবং বেস-ইমিটার রিডিং আসে তাহলে ট্রানজিস্টরটি পিএনপি।
অর্থাৎ ডিজিটাল মাল্টিমিটারের রিডিং অ্যানালগ মাল্টিমিটারের বিপরীত।
আইসি
মাল্টিমিটারকে ১০১2 (ওহম) রেঞ্জে বা ১০০১2 (ওহম) রেঞ্জে সেট করে আইসি এর কমন পিন হতে ইনপুট, আউটপুট ও পজেটিভ পিনের রেজিস্ট্যান্স রিডিং যদি স্পেসিফিকেশন অনুযায়ী আসে তাহলে আইসি ভালো। কিন্তু যদি রিডিং না আসে বা রিডিং শূন্য (০) আসে তবে আইসি নষ্ট ।
আরও দেখুনঃ