আজকে আমরা ব্যবহারিক ১ঃ ইলেকট্রনিক হোম অ্যাপ্লায়েন্স মেরামতে ব্যবহৃত টুলস্ ও ইকুইপমেন্ট ব্যবহার করার জন্য প্রস্তুতি গ্রহণকরণ সম্পর্কে আলোচনা করবো। যা জেনারেল ইলেকট্রনিক্স ১ এর ইলেকট্রনিক হোম অ্যাপ্লায়েন্স মেরামত ও রক্ষণাবেক্ষণ অংশের অন্তর্গত।
Table of Contents
ব্যবহারিক ১ঃ ইলেকট্রনিক হোম অ্যাপ্লায়েন্স মেরামতে ব্যবহৃত টুলস্ ও ইকুইপমেন্ট ব্যবহার করার জন্য প্রস্তুতি গ্রহণকরণ
শ্রদ্ধেয় শ্রেণি শিক্ষকের সহায়তায় এ জবটির উপকরণ ব্যবহার করে একজন শিক্ষার্থী ইলেকট্রনিক হোম অ্যাপ্লায়েন্স মেরামত কাজে ব্যবহৃত টুলস ও ইকুইপমেন্ট ব্যবহার করার জন্য প্রস্তুতি গ্রহণের দক্ষতা অর্জন করতে পারবে।
পারদর্শিতার মানদন্ড:
- কর্মক্ষেত্রে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, নিরাপত্তা ও ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) ব্যবহার করা
- ইলেকট্রনিক হোম অ্যাপ্লায়েন্স মেরামত কাজে ব্যবহৃত টুলস ও ইকুইপমেন্ট এর তালিকা প্রস্তুত করা;
- ইলেকট্রনিক হোম অ্যাপ্লায়েন্স মেরামত কাজে ব্যবহৃত টুলস ও ইকুইপমেন্ট নির্বাচন ও সংগ্রহ করা;
- কর্মক্ষেত্রের নিজস্ব নিয়ম/ বিধি অনুসারে টুলস ও ইকুইপমেন্টসমূহ পরিষ্কার করে নির্ধারিত স্থানে সংরক্ষণ করা;
- কর্মক্ষেত্রের বিধি অনুযায়ী বর্জ্যসমূহ নির্ধারিত স্থানে অপসারণ/ সংরক্ষণ করা ।
প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল
ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই):
ক্রমিক নং | সুরক্ষা সরঞ্জামের নাম | সংক্ষিপ্ত বিবরণ | পরিমাণ |
১ | ফেস মাস্ক | সার্জিক্যাল | ০১ টি |
২ | ইন্ডাস্ট্রিয়াল হ্যান্ড গ্লোভস | কর্মক্ষেত্রের বিধি অনুযায়ী | ০১ টি |
৩ | অ্যাপ্রোন | কর্মক্ষেত্রের বিধি অনুযায়ী | ০১ টি |
৪ | প্রোটেকটিভ গগলস | কর্মক্ষেত্রের বিধি অনুযায়ী | ০১ টি |
৫ | সেফটি সুজ | কর্মক্ষেত্রের বিধি অনুযায়ী | ০১ জোড়া |
৬ | ইলেকট্রোস্ট্যাটিক ডিসচার্জ ম্যাট | স্ট্যান্ডার্ড | ০১ টি |
প্রয়োজনীয় যন্ত্রপাতি :
ক্রমিক নং | যন্ত্রপাতির নাম | সংক্ষিপ্ত বিবরণ | পরিমাণ |
১ | সোল্ডারিং আয়রন | ৪৫ ওয়াট / ২২০ ভোল্ট | ০১টি |
২ | ডিসোল্ডারিং পাম্প বা সাকার | স্ট্যান্ডার্ড | ০১টি |
৩ | প্রিসিসন স্ক্রু ড্রাইভার সেট | স্ট্যান্ডার্ড | ০১টি |
৪ | লং নোজ প্লায়ার্স | ৫ ইঞ্চি হাই কোয়ালিটি | ০১টি |
৫ | কাটিং প্লায়ার্স | ৫ ইঞ্চি হাই কোয়ালিটি | ০১টি |
৬ | পিসিবি হোল্ডার | ইউনিভার্সেল মাল্টিফাংশন পিসিবি হোল্ডার | ০১টি |
৭ | ম্যাগনিফাইং গ্লাস উইথ ল্যাম্প | লং ১০x ম্যাগনিফাইং গ্লাস উইথ ল্যাম্প | ০১টি |
৮ | ওয়্যার ব্রাশ | স্ট্যান্ডার্ড | ০১টি |
৯ | টুইজার | প্রফেশনাল স্টেইনলেস স্টীল | ০১টি |
১০ | এভো (AVO) মিটার / মাল্টিমিটার | সানোয়া ( Sanwa) অ্যানালগ / | ডিজিটাল বা সমতুল্য | ০১টি |
১১ | ডিসি পাওয়ার সাপ্লাই | ইনপুট ২২০ ভোল্ট এসি আউটপুট ১৫ ভোল্ট ডিসি/২ অ্যাম্পিয়ার | ০১টি |
১২ | নিয়ন টেস্টার | স্ট্যান্ডার্ড কোয়ালিটি | ০১টি |
১৩ | ফ্লাট স্ক্রু ড্রাইভার | ৫ ইঞ্চি | ০১টি |
১৪ | স্টার স্ক্রু ড্রাইভার | ৫ ইঞ্চি | ০১টি |
১৫ | ডিজিটাল স্টোরেজ অসিলোস্কোপ | ডাবল বীম | ০১টি |
১৬ | রেডিও ফ্রিকোয়েন্সি(RF) সিগন্যাল জেনারেটর | Model PM8572A বা সমতুল্য | ০১টি |
১৭ | ইলেকট্রিশিয়ান নাইফ | ৫ ইঞ্চি | ০১টি |
কাজের ধারা :
১. ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) পরিধান করবে।
২. ইলেকট্রনিক হোম অ্যাপ্লায়েন্স মেরামত কাজে ব্যবহৃত টুল এর তালিকা প্রস্তুত করবে।
৩. ইলেকট্রনিক হোম অ্যাপ্লায়েন্স মেরামত কাজে ব্যবহৃত ইকুইপমেন্ট এর তালিকা প্রস্তুত করবে।
৪. ইলেকট্রনিক হোম অ্যাপ্লায়েন্স মেরামত কাজে ব্যবহৃত টুলস ও ইকুইপমেন্টসমূহ নির্বাচন করবে।
৫. ইলেকট্রনিক হোম অ্যাপ্লায়েন্স মেরামত কাজে ব্যবহৃত টুলস ও ইকুইপমেন্টসমূহ সংগ্রহ করবে।
৬. ইলেকট্রনিক হোম অ্যাপ্লায়েন্স মেরামত কাজে ব্যবহৃত টুলস ও ইকুইপমেন্টসমূহ পর্যবেক্ষণ করবে।
৭. টুলস ও ইকুইপমেন্টসমূহ পরিষ্কার করে নির্ধারিত স্থানে সংরক্ষণ করবে। ৮. বর্জ্যসমূহ নির্ধারিত স্থানে অপসারণ/ সংরক্ষণ করবে।

সতর্কতা :
- কাজের শুরুতে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) পরিধান করা।
- ইলেকট্রনিক হোম অ্যাপ্লায়েন্স মেরামত কাজে ব্যবহৃত টুলস ও ইকুইপমেন্টসমূহ সতর্কভাবে সংগ্রহ করা।
আরও দেখুনঃ