ইলেকট্রনিক হোম অ্যাপ্লায়েন্স মেরামত ও রক্ষণাবেক্ষণ অনুশীলনী

আজকে আমরা ইলেকট্রনিক হোম অ্যাপ্লায়েন্স মেরামত ও রক্ষণাবেক্ষণ অনুশীলনী সম্পর্কে আলোচনা করবো। যা জেনারেল ইলেকট্রনিক্স ১ এর ইলেকট্রনিক হোম অ্যাপ্লায়েন্স মেরামত ও রক্ষণাবেক্ষণ অংশের অন্তর্গত।

 

ইলেকট্রনিক হোম অ্যাপ্লায়েন্স মেরামত ও রক্ষণাবেক্ষণ অনুশীলনী

 

ইলেকট্রনিক হোম অ্যাপ্লায়েন্স মেরামত ও রক্ষণাবেক্ষণ অনুশীলনী

আধুনিক মানুষের গৃহস্থালির কাজে ইলেকট্রনিক হোম অ্যাপ্লায়েলের ব্যবহার অতীব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। একবিংশ শতাব্দীর মানুষ তার প্রাত্যহিক জীবনের জন্য আরও পরিশীলিত হোম অ্যাপ্লায়েন্স ব্যবহার শুরু করছে। আমরা যত বেশি আমাদের জীবনকে সুবিধাজনক এবং আরামদায়ক করার চেষ্টা করি, একজন মানুষের জীবনযাত্রা নির্ধারণে অ্যাপ্লায়েন্সগুলোর ভূমিকা তত বেশি তাৎপর্যপূর্ণ হচ্ছে। হোম অ্যাপ্লায়েন্স হলো নিত্য প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ যন্ত্র যা আমাদের ঘরে বিভিন্ন রান্না, পরিষ্কার পরিচ্ছনতা, ব্যায়াম, বিশুদ্ধকরণ, খাদ্য সংরক্ষণ ইত্যাদি কাজের জন্য ব্যবহৃত হয়।

 

ইলেকট্রনিক হোম অ্যাপ্লায়েন্স মেরামত ও রক্ষণাবেক্ষণ অনুশীলনী

 

অতি সংক্ষিপ্ত প্রশ্ন :

১। ইলেক-ট্রনিক হোম অ্যাপ্লায়েন্স কী ?

২। ইলেক-ট্রনিক হোম অ্যাপ্লায়েন্স কত প্রকার ?

৩। ইমার্জেন্সি চার্জার লাইটে রিলের কাজ কী?

৪। থার্মিস্টরের কাজ কী?

৫। থার্মিস্টরের ভালো মন্দ কিভাবে নির্ণয় করা হয়?

৬। ক্যামেরা কোন ধরনের হোম অ্যাপ্লায়েন্স ?

৭। ব্লেন্ডারে কোন ধরনের মটর ব্যবহার করা হয় ?

৮। মাইক্রোফোনের কাজ কী?

৯। স্পিকারের কাজ কী?

১০। টোস্টার কী?

 

ইলেকট্রনিক হোম অ্যাপ্লায়েন্স মেরামত ও রক্ষণাবেক্ষণ অনুশীলনী

 

সংক্ষিপ্ত প্রশ্ন :

১১। টোস্টারের বিভিন্ন অংশ সম্পর্কে সংক্ষেপে লেখ ।

১২। দৃশ্যমান ত্রুটি নির্ণয় বলিতে কী বুঝায় ?

১৩। ব্লেন্ডারের বিভিন্ন অংশ সম্পর্কে সংক্ষেপে লেখ ।

১৪। কফি মেকারের বিভিন্ন অংশ সম্পর্কে সংক্ষেপে লেখ ।

১৫। রাইস কুকারের বিভিন্ন অংশ সম্পর্কে সংক্ষেপে লেখ ।

১৬। কতগুলো হোম অ্যাপ্লায়েন্সের নাম লেখ ৷

 

ইলেকট্রনিক হোম অ্যাপ্লায়েন্সের ধারণা, প্রকারভেদ ও তালিকা

 

রচনামূলক প্রশ্ন :

১৭। সাউন্ড সিস্টেমের ব্লক ডায়াগ্রাম অংকন করে বর্ণনা করো।

১৮ । ইলেক-ট্রনিক হোম অ্যাপ্লায়েন্স এর ত্রুটি নির্ণয় ও মেরামত কাজে কি কি সতর্কতা অবলম্বন করতে হয় তা উল্লেখ করো।

১৯ । ইমার্জেন্সি চার্জার লাইটের সার্কিট ডায়াগ্রম অংকন করে বিভিন্ন সেকশনের বর্ণনা করো।

২০। টোস্টারের ফাংশনাল ব্লক ডায়াগ্রাম অংকন করে বর্ণনা করো।

google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

আরও দেখুনঃ

Leave a Comment