আজকে আমাদের আলোচনার বিষয়-স্মার্ট মোবাইল ফোনের ত্রুটি
স্মার্ট মোবাইল ফোনের ত্রুটি (Fault of Smart Mobile Phone)
অনুসন্ধানমূলক কাজ: স্মার্ট মোবাইল ফোনের মাইক্রোফোন ইন্টারফেসের ত্রুটি নির্ণয় ও মেরামত
অনুসন্ধানমূলক প্রশ্ন: কীভাবে স্মার্ট মোবাইল ফোনের মাইক্রোফোন ইন্টারফেস সেকশনের ত্রুটি নির্ণয় ও মেরামত করা হয়?
আমরা শ্রদ্ধেয় শিক্ষককে সাথে নিয়ে সংযুক্ত ছবির (চিত্র-৪.৮ – চিত্র – ৪.১৮) নিদের্শনা অনুসরণ করে স্মার্ট মোবাইল ফোনের মাইক্রোফোন ইন্টারফেস সেকশনের ত্রুটি নির্ণয় ও মেরামত করে তথ্য ছকটি পূরণ করি :
ত্রুটিসমূহ:
১. অপর প্রান্তের কল গ্রহণকারীর ভয়েস বা শব্দ পায় না ।
২. অপর প্রান্তের কল গ্রহণকারী কলারের ভয়েস স্বল্প শুনতে পায়।
মাইক্রোফোনের ত্রুটি নির্ণয় ও মেরামত করার ধাপসমূহ
• মোবাইল ফোনের পাওয়ার অফ করি।
• মোবাইল ওপেনার দিয়ে মোবাইল ফোনের ব্যাক কভার পৃথক করি (চিত্র-৪.৮)।
• মোবাইল ফোন হতে মেমোরি কার্ড ও সিম কার্ড পৃথক করি (চিত্র-৪.৯)।
• মোবাইল ফোন হতে ব্যাটারি পৃথক করি (চিত্র-৪.১০)।
• এলসিডি ডিভাইডার মেশিনে পাওয়ার সরবরাহ করে সেটিং করি ।
• এলসিডি ডিভাইডার মেশিন দিয়ে এলসিডি হিট করে এলসিডি এর প্রটেক্টর গ্রান্স ও টাচ স্ক্রিন পৃথক করি (চিত্র-৪১১)।
• প্লাস প্লাগ ব্যবহার করে এটেন্টর গ্লাস, টাচ স্ক্রিন ও এলসিডি পৃথক করি (চিত্র-৪.১২)। • মোবাইল ওপেনার নিয়ে ফ্রন্ট করার ও বডি পৃথক করি (চিত্র-৪.১৩)।
• মোবাইল ফোনের ব্লু চিহ্নিত করি এবং ক্রু ড্রাইভার ব্যবহার করে পৃথক করি (চিত্র-৪.১৪)।
টুইজার এবং ওপেনার দিয়ে বিভিন্ন কানেক্টর (এনসিডি কানেক্টর, ক্যামেরা কানেক্টর, মাইক্রোফোন
কালেক্টর, ব্যাটারি কান্টের) পৃথক করি (চিত্র-৪.১৫)।
• টুইজার বা প্রপেলার পিরে এলসিডি কানেক্টর এবং ফ্রেন্স কেবল পৃথক করি (চিত্র-৪১৬)।
• টুইজার বা মোবাইল ওপেনার দিয়ে বতি হতে মাদারবোর্ড যা চিক বোর্ডকে পৃথক করি।
• মাদারবোর্ড হতে মাইক্রোফোনকে পৃথক করি।
• মাইক্রোফোন সেকশনে এট গান দিয়ে রি-সোল্ডারিং করি।
• মাল্টিমিটার দিয়ে মাইক্রোফোন টেস্ট করি। যদি ভালো থাকে তাহলে পুনরায় সোল্ডারিং করে সংযুক্ত করি। ভালো না থাকলে পরিবর্তন করে নতুন মাইক্রোফোন সংযুক্ত করি (চিত্র-১৭)।
• মাইক্রোফোন ভালো থাকলে মাইক্রোফোনের কানেকশন ও পিন ডোস্টেজ টেস্ট করি।
• কানেকশন বা পিন ডোস্টেজ সঠিক না হলে ছবি নিদের্শনা মোতাবেক জাম্পার ওয়্যার সোল্ডারিং আহরন দিয়ে সোল্ডারিং করে জাম্পার কানেকশন তৈরি করি (চিত্র-৪.১৮)।
• মোবাইল ফোন অ্যাসেল করি।
• মোবাইল ফোনের পাওয়ার অন করে পরীক্ষা কর।
অনুসন্ধানমূলক কাজ স্মার্ট মোবাইল ফোনের ইয়ার স্পিকার সেকশনের ত্রুটি নির্ণয় ও মেরামত
অনুসন্ধানমূলক প্রশ্ন: কীভাবে স্মার্ট মোবাইল ফোনের ইয়ার স্পিকার সেকশনের ত্রুটি নির্ণয় ও মেরামত করা হয়?
আমরা শ্রদ্ধেয় শিক্ষককে সাথে নিয়ে সংযুক্ত ছবির (চিত্র-৪.৮ – চিত্র-৪.১৬ এবং চিত্র-৪.১৮ – চিত্র-৪.১৯) নির্দেশনা অনুসরণ করে স্মার্ট মোবাইল ফোনের ইয়ার স্পিকার সেকশনের ত্রুটি নির্ণয় ও মেরামত করে তথ্য ছকটি পূরণ করি ।
ত্রুটিসমূহঃ
১. ইয়ার স্পিকারের সাউন্ড হয় না।
২. ইয়ার স্পিকারের সাউন্ড কম হয় ।
ইয়ার স্পিকারের ত্রুটি নির্ণয় ও মেরামত করার ধাপসমূহ
• মোবাইল ফোনের পাওয়ার অফ করি।
• মোবাইল ওপেনার দিয়ে মোবাইল ফোনের ব্যাক কভার পৃথক করি (চিত্র-৪.৮)।
• মোবাইল ফোন হতে মেমোরি কার্ড ও সিম কার্ড পৃথক করি (চিত্র-৪.৯)।
• মোবাইল ফোন হতে ব্যাটারি পৃথক করি (চিত্র-৪.১০)।
• এলসিডি ডিভাইডার মেশিনে পাওয়ার সরবরাহ করে সেটিং করি।
• এলসিডি ডিভাইডার মেশিন দিয়ে এলসিডি হিট করে এলসিডি এর প্রটেক্টর গ্লাস ও টাচ স্ক্রিন পৃথক করি (চিত্র-৪.১১)।
• প্লাস প্লাগ ব্যবহার করে প্রটেক্টর গ্লাস, টাচ স্ক্রীন ও এলসিডি পৃথক করি (চিত্র-৪.১২)।
• মোবাইল ওপেনার দিয়ে ফ্রন্ট কভার ও বডি পৃথক করি (চিত্র-৪.১৩)।
• মোবাইল ফোনের ব্লু চিহ্নিত করি এবং স্ক্রু ড্রাইভার ব্যবহার করে ব্লু পৃথক করি (চিত্র-৪.১৪)।
• টুইজার এবং ওপেনার দিয়ে বিভিন্ন কানেক্টর (এলসিডি কানেক্টর, ক্যামেরা কানেক্টর, মাইক্রোফোন কানেক্টর, • ব্যাটারি কানেক্টর) পৃথক করি (চিত্র-৪.১৫)।
• টুইজার বা ওপেনার দিয়ে এলসিডি কানেক্টর এবং ফ্লেক্স কেবল পৃথক করি (চিত্র-৪১৬)।
• টুইজার বা মোবাইল ওপেনার দিয়ে বড়ি হতে মাদারবোর্ড বা চিফ বোর্ডকে পৃথক করি ।
• মাদারবোর্ড হতে ইয়ার স্পিকার পৃথক করি।
• ইয়ার স্পিকার সেকশনে হট গান দিয়ে রি-সোল্ডারিং করি।
• মাল্টিমিটার দিয়ে ইয়ার স্পিকার টেস্ট করি। যদি ভালো থাকে তাহলে পুনরায় ইয়ার স্পিকার সংযুক্ত করি। ভালো না থাকলে পরিবর্তন করে নতুন ইয়ার স্পিকার সংযুক্ত করি (চিত্র-৪.১৮)।
• ইয়ার স্পিকার ভালো থাকলে স্পিকারের কানেকশন ও পিন ভোল্টেজ পরীক্ষা করি।
• কানেকশন বা পিন ভোল্টেজ সঠিক না থাকলে ছবির নির্দেশনা মোতাবেক জাম্পার ওনার সোল্ডারিং আয়রন দিয়ে সোল্ডারিং করে জাম্পার কানেকশন তৈরি করি (চিত্র-৪.১৯)।
• মোবাইল ফোন অ্যাসেম্বল করি।
• মোবাইল ফোনের পাওয়ার অন করে পরীক্ষা করি।

আরও দেখুনঃ