কালার টিভি রিসিভারের বিভিন্ন সেকশনের কাজ বর্ণনা

আজকের আলোচনার বিষয়ঃ কালার টিভি রিসিভারের বিভিন্ন সেকশনের কাজ বর্ণনা। আজকের আলোচনায় আমরা কালার টিভি রিসিভারের বিভিন্ন সেকশনের বিস্তারিত কার্যপদ্ধতি ও তাদের গুরুত্ব নিয়ে আলোচনা করব। এই পাঠ জেনারেল ইলেকট্রনিক্স ১ এর টেলিভিশন সার্ভিসিং বিভাগের অন্তর্গত এবং টেলিভিশন যন্ত্রের সঠিক রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য অপরিহার্য বোধগম্যতা প্রদান করে। কালার টিভির প্রতিটি সেকশন—যেমন ভিডিও সেকশন, সাউন্ড সেকশন, পাওয়ার সাপ্লাই সেকশন এবং সিঙ্ক্রোনাইজেশন সেকশন—কিভাবে পরস্পরের সঙ্গে সমন্বয় সাধন করে কাজ করে, তা বিশ্লেষণ করা হবে। এছাড়াও, সেকশনগুলোর প্রধান উপাদান ও তাদের কার্যকর ভূমিকা সম্পর্কে ধারণা দেয়া হবে, যা শিক্ষার্থীদের টেলিভিশন সার্ভিসিংয়ে দক্ষতা অর্জনে সহায়তা করবে।

 

কালার টিভি রিসিভার সম্পর্কে ধারণা 

 

কালার টিভি রিসিভারের বিভিন্ন সেকশনের কাজ বর্ণনা

কালার টেলিভিশনে ছয়টি সেকশন আছে। যথা:

১। পাওয়ার সেকশন (Power Section)

২। আরএফ টিউনার সেকশন (RF Tuner Section)

৩। অডিও সেকশন (Audio Section )

৪। ভিডিও সেকশন (Video Section

৫। হরিজন্টাল ও ভার্টিক্যাল সেকশন (Horizontal and Vertical Section)

৬। কন্ট্রোল সেকশন (Control Section)

নিম্নে সেকশন সমূহের কাজ বর্ণনা করা হলো:

 

কালার টিভি রিসিভারের বিভিন্ন সেকশনের কাজ বর্ণনা

 

সেকশনের কাজ:

১। পাওয়ার সেকশন (Power Section):

কালার টিভি রিসিভারের পাওয়ার সেকশন এর কাজ হলো টিভি রিসিভারের বিভিন্ন স্টেজে পাওয়ার সরবরাহ করা ও টিউবের ফিলামেন্টে ডোস্টেজ সরবরাহ করা।

২। আরএফ টিউনার সেকশন (RF Tuner Section):

কাঙ্ক্ষিত চ্যানেলের সিগন্যালকে নির্বাচন করে এবং ফ্রিকুয়েন্সি কন্ট্রোল সার্কিটের মাধ্যমে লোকাল অসিলেটরের উৎপন্ন ফ্রিকুয়েন্সিকে নির্দিষ্ট রেখে সঠিক মানের (৩৮.৯ মেগাহার্টজ) পিকচার ক্যারিয়ার তৈরি করে এবং বিভিন্ন কালারের সঠিক উৎপাদনকে নিশ্চিত করে। ফাইন টিউনিং কন্ট্রোলটি এ সেকশনে অবস্থান করে।

৩। অডিও সেকশন (Audio Section) :

ফ্রিকুয়েন্সি মডুলেটেড অডিও আইএফ সিগন্যালকে ডিটেকশন এবং বিবর্ধনের মাধ্যমে স্পিকারে প্রদান করে। সাউন্ড স্ট্রিপ দ্বারা টোন ও ভলিউম কন্ট্রোলসহ অডিও অ্যামপ্লিফায়ার ব্যবস্থাকে বোঝানো হয়েছে।

৪। ভিডিও আইএফ ও ভিডিও ডিটেক্টর সেকশন ( Video IF and Video Detector Section ) :

ভিডিও আইএফ স্টেজটি আরএফ সিগন্যাল থেকে পিকচার আইএফ এবং পরবর্তীতে ভিডিও ডিটেক্টর, কম্পোজিট ভিডিও সিগন্যাল তৈরি করে।

google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

৫। সুইপ সেকশন (Sweep Section) বা হরিজন্টাল এবং ভার্টিক্যাল সেকশন (Horizontal and Vertical section):

যে অসিলেটর এর সাহায্যে পিকচার টিউবের ছবিকে ডানে-বামে নড়াচড়া করার জন্য স-টুথ ওয়েভ উৎপন্ন করা হয় তাকে হরিজন্টাল অসিলেটর বলে। যে অসিলেটর এর সাহায্যে পিকচার টিউবের ছবিকে উপরে-নীচে নড়াচড়া করার জন্য স-টুথ ওয়েভ উৎপন্ন করা হয় তাকে ভার্টিক্যাল অসিলেটর বলে।

৬। ক্রোমা ও কন্ট্রোল সেকশন (Croma and Control section):

কালার সিগন্যাল প্রসেসিং সেকশনটি কম্পোজিট ভিডিও সিগন্যালকে বিবর্ধন এবং যথাযথ ফেজ কোণের রেফারেন্স সাব-ক্যারিয়ার তৈরি করে ডিমডুলেশনের মাধ্যমে পৃথক পৃথক সিনক্রোনাস ডিমডুলেটরে সম্প্রচারিত কালার ডিফারেন্স সিগন্যাল ( R – Y) এবং (B – Y) তৈরি করে। পরবর্তীতে মেট্রিক্স সার্কিট দ্বারা (G – Y) তৈরি এবং পৃথক ভাবে তিনটি সিগন্যালকে বিবর্ধিত করে পিকচার টিউবে সরবরাহ করা হয়। এখানে সেচুরেশন কন্ট্রোলটি ক্রোমাব্যান্ড অ্যাম্পিফায়ারের গেইনকে নিয়ন্ত্রণ করে। কালার কিলার সার্কিট ব্রাস্ট সিগন্যালের সাপেক্ষে রঙিন বা সাদা-কালো ছবি তৈরিকে নিশ্চিত করে। স্বয়ংক্রিয় ফেজ কন্ট্রোল সার্কিটটি সাব-ক্যারিয়ার অসিলেটরের উৎপন্ন সিগন্যালের ফেজকে নিয়ন্ত্রণের মাধ্যমে চিত্রে সঠিক হিউ তৈরি করে।

অনুসন্ধানমূলক কাজ:

টিভি রিসিভারের সার্কিট ডায়াগ্রাম হতে কালার টেলিভিশন এর পাওয়ার সেকশনের বিভিন্ন টেস্ট পয়েন্টের ভোল্টেজ পরীক্ষাকরণ।

অনুসন্ধানমূলক প্রশ্ন:

টিভি রিসিভারের সার্কিট ডায়াগ্রাম হতে কালার টেলিভিশন এর পাওয়ার সেকশনের বিভিন্ন টেস্ট পয়েন্টের ভোল্টেজ কিভাবে পরীক্ষা করা হয়?

আমরা শ্রদ্ধেয় শিক্ষককে সাথে নিয়ে নমুনা মোতাবেক কালার টেলিভিশন এর পাওয়ার সেকশনের বিভিন্ন টেস্ট পয়েন্টের ভোল্টেজ পরীক্ষা করে সংযুক্ত তথ্য ছকটি পূরণ করি :

 

কালার টিভি রিসিভারের বিভিন্ন সেকশনের কাজ বর্ণনা

 

কালার টিভি রিসিভারের বিভিন্ন সেকশনের কাজ বর্ণনা

 

তথ্য ছক

 

কালার টিভি রিসিভারের বিভিন্ন সেকশনের কাজ বর্ণনা

 

অনুসন্ধানমূলক কাজ:

সিআরটি কালার টিভির অডিও সেকশন শনাক্তকরণ ও টেস্ট পয়েন্টের ভোল্টেজ পরীক্ষাকরণ।

অনুসন্ধানমূলক প্রশ্নঃ

কিভাবে সিআরটি কালার টিভির অডিও সেকশন শনাক্ত করে ও টেস্ট পয়েন্টের ভোল্টেজ পরীক্ষা করা হয়?

আমরা প্রজের শিক্ষককে সাথে নিয়ে নমুনা মোতাবেক সিআরটি কালার টিভির অডিও সেকশন শনাক্ত করে টেস্ট পয়েন্টের ভোল্টেজ পরীক্ষা করে সংযুক্ত ছকটি পুরণ করি:

 

কালার টিভি রিসিভারের বিভিন্ন সেকশনের কাজ বর্ণনা

 

কালার টিভি রিসিভারের বিভিন্ন সেকশনের কাজ বর্ণনা

 

তথ্য ছক

কালার টিভি রিসিভারের বিভিন্ন সেকশনের কাজ বর্ণনা

Leave a Comment