রেকটিফায়ারের প্রকারভেদ

আজকের আলোচনার বিষয়: রেকটিফায়ারের প্রকারভেদ। যা জেনারেল ইলেকট্রনিক্স ১ এর লো ভোল্টেজ ডিসি পাওয়ার সাপ্লাই তৈরি ও মেরামত অংশের অন্তর্গত।

 

রেকটিফায়ারের প্রকারভেদ

 

রেকটিফায়ারের প্রকারভেদ

রেকটিফায়ার দুই প্রকার যথা-

১) হাফ ওয়েভ রেকটিফায়ার (Half Wave Rectifier)

২) ফুল ওয়েভ রেকটিফায়ার (Full Wave Rectifier)

ফুল ওয়েভ রেকটিফায়ার আবার দুই প্রকার। যথা:

(ক) সেন্টার ট্যাপ ফুল ওয়েভ রেকটিফায়ার (Center Tape Full Wave Rectifier)

(খ) ফুল ওয়েড ব্রিজ রেকটিফায়ার (Full Wave Bridge Rectifier)

হাফ ওয়েভ রেকটিফায়ার এর বর্ণনা (Description of Half Wave Rectifier)

হাফ ওয়েভ রেকটিফায়ার:

যে রেকটিফায়ার সার্কিট ইনপুট এসি সাপ্লাই এর অর্থ সাইকেলকে ডিসি তে রূপান্তর করে তাকে হাক ওয়েভ রেকটিফায়ার (Half Wave Rectifier) বলে। সার্কিটের ডিজাইনের উপর নির্ভর করে নেগেটিভ বা পজিটিভ অর্ধ সাইকেলকে রেকটিফাই করে।

 

রেকটিফায়ারের প্রকারভেদ

 

ইনপুট এসি সিগন্যালের পজিটিভ হাফ সাইকেলে ডায়োডটি ফরোয়ার্ড বায়াস পায় ফলে লোড রেজিস্টরের আড়াআড়িতে পজিটিভ হাফ সাইকেল পাওয়া যায়। অপরদিকে ইনপুট সিগনালের নেগেটিভ হাফ সাইকেলে ডায়োডটি রিভার্স বারাস পায়, ফলে ডায়োডের মধ্য দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হয় না এবং লোডের আড়াআড়িতে কোনো ভোল্টেজ পাওয়া যায় না। হাফ ওয়েভ রেকটিফায়ার শুধু ইনপুট সিগনালের পজিটিভ হাফ সাইকেলকে রেকটিফাই করতে পারে। রেকটিফায়ারের আউটপুটে যে ডিসি ভোল্টেজ পাওয়া যায় তাকে পালসেটিং ভিসি বলে অর্থ্যাৎ এর সাথে কিছু এসির উপাদান মিশ্রিত থাকে।

সেন্টার ট্যাপ ফুল ওয়েভ রেকটিফায়ার এর বর্ণনা(Description of Center Tape Full Wave Rectifier)

সেন্টার ট্যাপ ফুল ওরেন্স রেকটিফায়ার:

যে রেকটিফায়ার সার্কিট ইনপুট এসি সাপ্লাই এর পূর্ণ সাইকেলকে ডিসিতে রূপান্তর করে এবং আউটপুট ট্রান্সফরমারের সেকেন্ডারির সেন্টার ট্যাপ থেকে নেওয়া হয় তাকে সেন্টার ট্যাপ ফুল ওয়েভ রেকটিফায়ার সার্কিট বলে। সেন্টার ট্যাপ ফুল ওয়েভ ব্রেকটিফায়ার একটি এসি উৎস, একটি সেন্টার ট্যাপড ট্রান্সফরমার, দুটি ডায়োড এবং একটি লোড রেজিস্টর দিয়ে তৈরি।

এসি উৎসটি সেন্টার ট্যাপযুক্ত ট্রান্সফরমারের প্রাইমারি উইন্ডিংয়ের সাথে সংযুক্ত। সেকেন্ডারি উইন্ডিংয়ের ঠিক মাঝখানে সংযুক্ত একটি সেন্টার ট্যাপ (অতিরিক্ত তার) ইনপুট ভোল্টেজকে দুটি অংশে বিভক্ত করে।

 

রেকটিফায়ারের প্রকারভেদ

 

প্রাইমারি উইন্ডিংয়ের উপরের অংশটি ডায়োড D1 এর সাথে সংযুক্ত থাকে এবং সেকেন্ডারি উইন্ডিংয়ের নিচের অংশটি ডায়োড D2 এর সাথে সংযুক্ত থাকে। ডায়োড D1 এবং ডায়োড D2 উভয়ই সেন্টার ট্যাপ ট্রান্সফর্মারের সাহায্যে একটি সাধারণ লোড আরএল (RL) এর সাথে সংযুক্ত। সেন্টার ট্যাপটিকে সাধারণত গ্রাউন্ড বিন্দু বা শূন্য ভোল্টেজ রেফারেন্স পয়েন্ট হিসাবে বিবেচনা করা হয়।

ইনপুট এসি ভোল্টেজ প্রয়োগ করা হলে, সেন্টার ট্যাপড ট্রান্সফর্মারটির সেকেন্ডারি উইন্ডিং এ ইনপুট এসি ভোল্টেজকে দুটি ভাগে ভাগ করে: পজেটিভ এবং নেগেটিভ। যখন ইনপুট এসি সরবরাহ করা হয়, তখন ট্রান্সফরমারের সেকেন্ডারির A এবং B প্রাপ্ত পর্যায়ক্রমে পজিটিভ(+Ve) এবং নেগেটিভ(-ve) হয়।

 

রেকটিফায়ারের প্রকারভেদ

 

যখন ইনপুট সাপ্লাইরের পজেটিভ অর্ধ সাইকেলে কারেন্ট প্রবাহিত হয়, তখন সেন্টার ট্যাপ বিন্দু এর সাপেক্ষে A. প্রাপ্ত পজিটিভ (+Ve ) এবং B প্রাঙ্ক নেগেটিভ (-ve) হয়। ফলে ডায়োড D1 ফরোয়ার্ড বারাস প্রাপ্ত হয় এবং ডায়োড D2 রিভার্স বায়াস প্রাপ্ত হয়। এ অবস্থায় কারেন্ট A থেকে ভারোড D1 হয়ে লোড রেজিস্টর (RL.) এর মধ্য দিয়ে প্রবাহিত হয়।

আবার যখন ইনপুট সাপ্লাইরের নেগেটিভ অর্ধ সাইকেলে কারেন্ট প্রবাহিত হয়, তখন সেন্টার ট্যাপ কিন্তু এর সাপেক্ষে B প্রাপ্ত পজিটিভ (+Ve) এবং A প্রাঙ্ক নেগেটিভ (-ve) হয়। ফলে ডায়োড D2 ফরোয়ার্ড বায়াস প্রাপ্ত হয় এবং ডায়োড D1 রিভার্স বায়াস প্রাপ্ত হয়। এ অবস্থার D2 কন্ডাকশন করে এবং DI খোলা থাকে। নেগেটিভ অর্ধ সাইকেলের সদর কারেন্ট B থেকে ভারোড D2 হয়ে লোড রেজিস্টর (R1 ) এর মধ্য দিরে প্রবাহিত হয়। সুতরাং দেখা যায় এ সার্কিটের মাধ্যমে ইনপুট এসি সাপ্লাই এর পূর্ণ সাইকেলকে ডিসি তে রূপান্তর করে।

ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার এর বর্ণনা (Description of Full Wave Bridge Rectifier)

ফুল ওরেড ব্রিজ রেকটিফায়ার:

যে ফুল ওয়েভ রেকটিফায়ার সার্কিট চারটি ডায়োড ব্যবহার করে ইনপুট এসি সাপ্লাই এর পূর্ণ সাইকেলকে ডিসিতে রূপান্তর করে তাকে ফুল ওয়েত ব্রিজ রেকটিফায়ার বলে। ফুল ওয়েভ ব্রি রেকটিফায়ার একটি এসি উৎস, একটি ট্রান্সফরমার, চারটি ডায়োড এবং একটি লোড রেজিস্টর দিয়ে তৈরি । ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ৪(চার) বাহু বিশিষ্ট সার্কিট বা ব্যবস্থাকে ব্রিজ বলে। চিত্রে ফুল ওয়েত ব্রীজ রেকটিফায়ার সার্কিট দেখানো হয়েছে।

 

রেকটিফায়ারের প্রকারভেদ

 

ইনপুট এসি সাপ্লাইয়ের পজিটিভ অর্ধ সাইকেলের সময় ট্রান্সফরমারের সেকেন্ডারির A প্রান্ত B প্রান্তের সাপেক্ষে পজিটিভ হওয়ায় ডায়োড D1 ও D3 ফরোয়ার্ড বায়াস প্রাপ্ত হয় এবং কন্ডাকশনে যায়। ফলে কারেন্ট ডায়োড D1 হয়ে লোড রেজিস্টর (R) এর মধ্য দিয়ে D3 এর মাধ্যমে প্রবাহিত হয় এবং আউটপুটে পজিটিভ অর্ধ সাইকেল আউটপুট হিসেবে পাওয়া যায়। আবার যখন ইনপুট এসি সাপ্লাইয়ের নেগেটিভ অর্ধ সাইকেলের সমর ট্রান্সফরমারের সেকেন্ডারির B প্রাপ্ত A প্রান্তের সাপেক্ষে পজিটিভ হওয়ায় ডায়োড D2 ও D4 ফরোয়ার্ড বায়াস হয় এবং কন্ডাকশনে যায়।

google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

ফলে কারেন্ট ডায়োড D2 হয়ে লোড রেজিস্টর (R1) এর মধ্য দিয়ে D4 এর মাধ্যমে প্রবাহিত হয় এবং আউটপুটে পজিটিভ অর্ধ সাইকেল আউটপুট হিসেবে পাওয়া যায়। সুতরাং দেখা যাচ্ছে পজিটিভ ও নেগেটিভ উভয় অর্ধ সাইকেলে একই দিকে সার্কিটে কারেন্ট প্রবাহিত হওয়ার আউটপুটে ইনপুটের উত্তর অর্থ সাইকেলের জন্য একই রকম আউটপুট পাওয়া যায়।

 

রেকটিফায়ারের প্রকারভেদ

আরও দেখুনঃ

Leave a Comment