আজকে আমরা লো ভোল্টেজ ডিসি পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজনীয়তা, প্রকারভেদ ও কাজ সম্পর্কে আলোচনা করবো । যা জেনারেল ইলেকট্রনিক্স ১ এর লো ভোল্টেজ ডিসি পাওয়ার সাপ্লাই তৈরি ও মেরামত অংশের অন্তর্গত।
Table of Contents
লো ভোল্টেজ ডিসি পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজনীয়তা, প্রকারভেদ ও কাজ
একটি পাওয়ার সাপ্লাই এমন একটি উপাদান যা কমপক্ষে একটি বৈদ্যুতিক লোডকে বিদ্যুৎ সরবরাহ করে। সাধারণত এটি এক ধরনের বৈদ্যুতিক শক্তিকে অন্য ধরনের বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে। এটি সৌর, যান্ত্রিক বা রাসায়নিকের মতো বিভিন্ন ধরনের শক্তিকেও বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করতে পারে। একটি পাওয়ার সাপ্লাই বিভিন্ন ইলেকট্রনিক বা ইলেকট্রিক্যাল কম্পোনেন্টকে বৈদ্যুতিক শক্তি সরবরাহ করে।
পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজনীয়তা (Necessity of Power Supply)
যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস পরিচালনার জন্য পাওয়ারের প্রয়োজন হয়। সেই পাওয়ারটা হচ্ছে বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি। আর সেই পাওয়ার নিরবিচ্ছিন্ন ভাবে প্রদান করতে থাকে লো ভোল্টেজ ডিসি পাওয়ার সাপ্লাই। লো ভোল্টেজ ডিসি পাওয়ার সাপ্লাই ইলেকট্রনিক্স ডিভাইসের প্রতিটি যন্ত্রাংশে সঠিকভাবে পাওয়ার সরবরাহ করে থাকে। এটা যদি সঠিকভাবে পাওয়ার সরবরাহ না করতে পারে, তাহলে ইলেকট্রনিক্স ডিভাইস বা যন্ত্রের বিভিন্ন যন্ত্রাংশে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। উদাহরণ স্বরুপ বলা যায় ইলেকট্রনিক ডিভাইসসমূহ চালু না হওয়া, হঠাৎ বন্ধ হওয়া, হ্যাং হওয়া, স্লো কাজ করা, পিসিবি বোর্ডের বিভিন্ন কম্পোনেন্ট নষ্ট হয়ে যাওয়াসহ আরও নানাবিধ সমস্যা দেখা দিতে পারে। তাই ইলেকট্রনিক্স ডিভাইসের জন্য পাওয়ার সাপ্লাই খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। পাওয়ার সাপ্লাইকে ইংরেজিতে Power Supply Unit বা পিএসইউ (PSU) ও বলা হয়ে থাকে।
পাওয়ার সাপ্লাইয়ের প্রকারভেদ (Types of Power Supply)
পাওয়ার সাপ্লাই দুই প্রকার। যথাঃ
১। রেগুলেটেড ডিসি পাওয়ার সাপ্লাই (Regulated DC Power Supply)
২। আনরেগুলেটেড ডিসি পাওয়ার সাপ্লাই (Unregulated DC Power Supply)
রেগুলেটেড ডিসি পাওয়ার সাপ্লাই দুই প্রকার। যথাঃ
১। লিনিয়ার রেগুলেটেড পাওয়ার সাপ্লাই (Linear Regulated Power Supply)
২। সুইচড রেগুলেটেড পাওয়ার সাপ্লাই (Switched Regulated Power Supply)
সুইচড রেগুলেটেড পাওয়ার সাপ্লাই আবার দুই প্রকার। যথাঃ
১। প্রাইমারি সুইচড রেগুলেটেড পাওয়ার সাপ্লাই(Primary Switched Regulated Power Supply)
২। সেকেন্ডারি সুইচড রেগুলেটেড পাওয়ার সাপ্লাই ( Secondary Switched Regulated Power Supply)

এছাড়াও বিভিন্ন ধরনের ডিসি পাওয়ার সাপ্লাই আছে। যথা:
১। ব্যাটারি ইলিমিনেটর;
২। কনস্ট্যান্ট ভোল্টেজ সাপ্লাই;
৩। কনস্ট্যান্ট ভোল্টেজ/ কনস্ট্যান্ট কারেন্ট সাপ্লাই
৪। মাল্টিপোল আউটপুট সাপ্লাই;
৫। প্রোগ্রামেবল সাপ্লাই;
৬। মাল্টিরেঞ্জ আউটপুট সাপ্লাই;
লো ভোল্টেজ ডিসি পাওয়ার সাপ্লাইয়ের কাজ (Use of Low voltage DC Power Supply)
লো ভোল্টেজ ডিসি পাওয়ার সাপ্লাইয়ের কাজ হলো সিস্টেমের সর্বত্র মাদারবোর্ডের বা প্রিন্টেড সার্কিট বোর্ডের(PCB) মাধ্যমে বৈদ্যুতিক পাওয়ার সরবরাহ করা। লো ভোল্টেজ ডিসি পাওয়ার সাপ্লাই ইনপুট পাওয়ার ক্যাবলের মাধ্যমে সংগৃহীত এসি কারেন্টকে ডিসি কারেন্টে রূপান্তরিত করে সার্কিটের বিভিন্ন অংশে পাওয়ার সরবরাহ করে থাকে। একটা খারাপ মানের পাওয়ার সাপ্লাই পুরো সিস্টেমকে নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট।
আরও দেখুনঃ