আজকে আমরা আলোচনা করবো পাওয়ার সাপ্লাইয়ের সার্কিট ডায়াগ্রাম ও কার্যপ্রণালী বর্ণনা। যা জেনারেল ইলেকট্রনিক্স ১ এর লো ভোল্টেজ ডিসি পাওয়ার সাপ্লাই তৈরি ও মেরামত অংশের অন্তর্গত।
পাওয়ার সাপ্লাইয়ের সার্কিট ডায়াগ্রাম ও কার্যপ্রণালী বর্ণনা
যেকোন ধরনের ইলেকট্রনিক ডিভাইস চলার জন্য সেখানে পাওয়ারের প্রয়োজন হয়। সেই পাওয়ারটা হচ্ছে বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি। ঠিক তেমনই কম্পিউটার সচল রাখতে ও পাওয়ার প্রয়োজন হয়। আর সেই পাওয়ার নিরবচ্ছিন্ন ভাবে প্রদান করতে থাকতে পাওয়ার সাপ্লাই। এটি কম্পিউটারের জন্য খুবই জরুরি একটা অংশ। পাওয়ার সাপ্লাই কম্পিউটারের প্রতিটা যন্ত্রাংশে সঠিক ভাবে পাওয়ার সাপ্লাই করে যায়।
এ সার্কিট ডায়াগ্রামটি (চিত্র-৩.১) + ১২ ভোল্ট রেগুলেটেড (স্থির ভোল্টেজ) ডিসি পাওয়ার সাপ্লাইয়ের জন্য প্রদর্শন করা হয়েছে। সার্কিট ডায়াগ্রামটি গড়ে ১ অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহের জন্য ব্যবহার করা যাবে। এ সার্কিটটি আইসি এলএম 98 1 2 ( IC LM 78 1২) ভিত্তিক। এটি একটি ৩-টার্মিনাল (+ Ve) ভোল্টেজ রেগুলেটর আইসি। এটির শর্ট সার্কিট সুরক্ষা, তাপ ও ওভারলোড সুরক্ষা রয়েছে। এলএম ৭৮১২ আইসি এলএম ৭৮×× সিরিজ থেকে এসেছে। এলএম ৭৮xx সিরিজ আইসি হল বিভিন্ন ভোল্টেজ প্রয়োজনীয়তার জন্য পজেটিভ ভোল্টেজ রেগুলেটর আইসি। উদাহরণস্বরূপ, এলএম ৭৮০৫ আইসিটি ৫ ভোল্টের ডিসি আউটপুট ভোল্টেজের জন্য তৈরি করা। আবার নেগেটিভ ভোল্টেজের জন্য রয়েছে এলএম ৭৯xx আইসি সিরিজ।
একটি ট্রান্সফরমার (টিএক্স:Tx = প্রাইমারি ২৩০ ভোল্ট, সেকেন্ডারি ১২ ভোল্ট, ১ অ্যাম্পিয়ার স্টেপ-ডাউন ট্রান্সফরমার) মেইন এসি লাইনের ২৩০ ভোল্টকে এসি ১২ ভোল্ট কনভার্টে ব্যবহৃত হয়। এখানে এসিকে ডিসিতে রূপান্তর করতে চারটি ১N৪০০৭ বা ১N৪০০৩ ডায়োড দ্বারা নির্মিত একটি ব্রিজ রেকটিফায়ার ব্যবহার করা হয়েছে।
ফিল্টারিং ক্যাপাসিটর ১০০০uF, ২৫V রিপন হ্রাস করতে এবং পিউর ডিসি ভোল্টেজ পেতে ব্যবহৃত হয়। এ সার্কিটটি নির্মাণ করা খুব সহজ। তবে ভালো পারফরম্যান্সের জন্য আইসি এএম ৭৮১২ এর পিন-১ এর ইনপুট ডোস্টেজ ১২ ভোষ্টের বেশি হওয়া প্রয়োজন। অতিরিক্ত গরম থেকে রক্ষা করার জন্য আইসি এলএম ৭৮১২ এ হিট সিঙ্ক ব্যবহার করতে হয়।

আরও দেখুনঃ