হ্যান্ড টুলস ও পরিমাপক যন্ত্র সমূহের ফাংশন এবং ব্যবহার পদ্ধতি

আজকে আমরা হ্যান্ড টুলস ও পরিমাপক যন্ত্র সমূহের ফাংশন এবং ব্যবহার পদ্ধতি আলোচনা করব। যা জেনারেল ইলেকট্রনিক্স ১ এর জেনারেল ইলেকট্রনিক্স বিষয়ক স্বাস্থ্য ও নিরাপত্তা অংশের অন্তর্গত।

 

হ্যান্ড টুলস ও পরিমাপক যন্ত্র সমূহের ফাংশন এবং ব্যবহার পদ্ধতি

 

হ্যান্ড টুলস ও পরিমাপক যন্ত্র সমূহের ফাংশন এবং ব্যবহার পদ্ধতি

টুলস (Tools):

টুলস এর বাংলা অর্থ হলো যন্ত্র । যে সকল সরঞ্জাম ওয়ার্কসপে ব্যবহারের মাধ্যমে কার্যসম্পাদন করা হয় তাকে টুলস বলে।

টুলস চার প্রকার। যথা:

১) হাতের বা (Hand Tools)

২) পরিমাপের যন্ত্র (Measuring Tools)

৩) কাটাকাটির যন্ত্র (Cutting Tools)

৪) শক্তিশালি যন্ত্র (Power Tools)

 

ইলেকট্রনিক্স কাজে ব্যবহৃত হ্যান্ড টুলস সমূহের ফাংশন এবং ব্যবহার পদ্ধতি

সোল্ডারিং আয়রন (Soldering Iron):

সোল্ডারিং বা ঝালাই করার মুলযন্ত্র হল সোল্ডারিং আয়রন। এটি বৈদ্যুতিক শক্তিকে তাপ শক্তিতে রুপান্তরিত করে। সোল্ডারিং আয়রন এর চারটি অংশ হলো বস্তি, বিট, টিপ, কয়েল এবং ইলেকট্রিক তার। ইলেকট্রনিক্সের কাজে সাধারণত ৩০ ওয়াট থেকে ৬০ ওয়াট এর সোল্ডারিং আয়রন ব্যবহার করা হয়।

 

হ্যান্ড টুলস ও পরিমাপক যন্ত্র সমূহের ফাংশন এবং ব্যবহার পদ্ধতি

 

ডি-সোল্ডারিং পাম্প (De Soldering Pump) বা সাফার :

ইলেকট্রনিক সার্কিট থেকে কম্পোনেন্টকে খোলা এবং সোল্ডার পরিষ্কার করার জন্য এ যন্ত্রটি ব্যবহৃত হয়।

 

হ্যান্ড টুলস ও পরিমাপক যন্ত্র সমূহের ফাংশন এবং ব্যবহার পদ্ধতি

 

হ্যান্ড টুলস ও পরিমাপক যন্ত্র সমূহের ফাংশন এবং ব্যবহার পদ্ধতি

 

ফ্লাট এবং স্টার স্ক্রু ড্রাইভার (Flat & Star Screw Driver):

ফ্লাট এবং স্টার স্ক্রু ড্রাইভার যে কোন ইলেকট্রনিক এবং ইলেকট্রিক কাজ ফ্লাট এবং স্টার স্ক্রু খোলার কাজে ব্যবহার করা যায়।

 

হ্যান্ড টুলস ও পরিমাপক যন্ত্র সমূহের ফাংশন এবং ব্যবহার পদ্ধতি

 

লং নোজ প্লায়ার্স (Long Nose Pilers):

এটি দেখতে অনেকটা নাকের মত লম্বা বলে লং নোজ প্লারার্স নামকরণ করা হয়েছে। ইলেকট্রনিক সার্কিট থেকে কম্পোনেন্ট(Component ) খুলতে না লাগাতে শক্ত করে ধরার জন্য লং নোজ প্লায়ার্স ব্যবহার করা হয়।

 

হ্যান্ড টুলস ও পরিমাপক যন্ত্র সমূহের ফাংশন এবং ব্যবহার পদ্ধতি

 

ম্যাগনিফাইং গ্লাস উইথ ল্যাম্প (Magnifying Glass with Lamp ):

ম্যাগনিফাইং গ্লাস হল একটি লেন্স যার মাধ্যমে যে কোন জিনিস আরও বড় আকারে দেখতে ব্যবহার করা হয়। ম্যাগনিফাইং গ্লাসে উত্তল লেন্স ব্যবহার করা হয়। ম্যাগনিফাইং গ্লাসকে ল্যাম্প (Lamp) এর সাথে ব্যবহার করে যে কোনো ক্ষুদ্র বস্তুকে বা ইলেকট্রনিক ক্ষুদ্র ক্ষুদ্র কম্পোনেন্টকে এবং কম্পোনেন্ট এর পায়ে লিখিত নম্বর বা কোডকে আরও বড় আকারে স্পষ্টভাবে দেখা যায়।

 

হ্যান্ড টুলস ও পরিমাপক যন্ত্র সমূহের ফাংশন এবং ব্যবহার পদ্ধতি

 

ওয়্যার ব্রাশ (Wire Brush):

ওয়্যার ব্রাশ কাঠের হাতলযুক্ত স্টিল(Steel) বা মেটাল (Metal ) ওয়্যারের তৈরি। এ ব্রাশ দিয়ে ইলেকট্রনিক ডিভাইস, ডিভাইসের সার্কিটে জমে থাকা ময়লা দূর করা যায়। তাছাড়া স্টিল, মেটাল পার্ট, মেশিনারি ইত্যাদি জাতীয় জিনিসের মরীচিকা এবং জে থাকা কঠিন ময়লা সহজেই দূর করা যায়।

 

হ্যান্ড টুলস ও পরিমাপক যন্ত্র সমূহের ফাংশন এবং ব্যবহার পদ্ধতি

 

ইলেকট্রিশিয়ান নাইফ (Electrician Knife)

ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্সের কাজ করা সময় ক্যাবল, তার, লেদার, অ্যালুমিনিয়াম কাটার জন্য ব্যবহৃত হয়।

 

হ্যান্ড টুলস ও পরিমাপক যন্ত্র সমূহের ফাংশন এবং ব্যবহার পদ্ধতি

 

কাটিং প্লায়ার্স (Cutting Pllers):

ইলেকটিক্যাল ও ইলেকট্রনিক্সের কাজ করার সময় ক্যাবল, ভার, লেদার, অ্যালুমিনিয়াম কাটার জন্য ব্যবহৃত হয়। অতিরিক্ত টার্মিনাল সার্কিট হতে বিচ্ছিন্ন করার জন্য পয়েন্ট কার্টার হিসেবে ব্যবহার করা হয়।

 

হ্যান্ড টুলস ও পরিমাপক যন্ত্র সমূহের ফাংশন এবং ব্যবহার পদ্ধতি

 

নিয়ন টেস্টার (Nion Tester):

ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্সের কাজ করার সময় সার্কিট বা লাইনে বিদ্যুৎ আছে কিনা তা পরীক্ষা করার জন্য ব্যবহার করা হয়।

 

ইলেকট্রনিক্স কর্মক্ষেত্রে ব্যবহৃত পিপিই ও এর প্রকারভেদ এবং প্রয়োজনীয়তা

 

কম্বিনেশন প্লায়ার্স (Combination Pliers):

এ প্লারার্সের সাহায্যে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্সের কাজে একই সাথে তারকাটা, নাট-বোল্ট খোলা, তার ভাঁজ করা, তার জোড়া লাগানো ইত্যাদি কাজে ব্যবহৃত হয়।

 

হ্যান্ড টুলস ও পরিমাপক যন্ত্র সমূহের ফাংশন এবং ব্যবহার পদ্ধতি

 

হট গান (Hot Gun):

মোবাইল ফোন সার্কিটে ব্যবহৃত আইসি সমূহ(IC-Integrated Circuit) সাধারণ সোল্ডারিং আয়রন দিয়ে সোল্ডারিং বা ডি-সোল্ডারিং করা সম্ভব নয়। এ ধরনের কাজে হট গান ব্যবহার করা হয়। হট গানে একই সাথে তাপ এবং বাতাস বাহির হয়। ভাগ এবং বাতাসকে রেগুলেটর দ্বারা প্রয়োজন অনুসারে কম বেশি করে ব্যবহার করা যায়। হট গান দুই ধরনের হয়। অ্যানালগ কন্ট্রোল ও ডিজিটাল কন্ট্রোল।

google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

আরও দেখুনঃ

Leave a Comment