স্মার্ট এন্ড এন্ড্রয়েড টিভি রিসিভার সম্পর্কে ধারণা

আজকে আমরা স্মার্ট এন্ড এন্ড্রয়েড টিভি রিসিভার সম্পর্কে ধারণা  আলোচনা করবো। যা জেনারেল ইলেকট্রনিক্স ১ এর টেলিভিশন সার্ভিসিং অংশের অন্তর্গত।

 

স্মার্ট এন্ড এন্ড্রয়েড টিভি রিসিভার সম্পর্কে ধারণা

 

স্মার্ট এন্ড এন্ড্রয়েড টিভি রিসিভার সম্পর্কে ধারণা

স্মার্ট এন্ড এন্ড্রয়েড টিভি মূলত একটি আধুনিক টেলিভিশন সেট যা ইন্টারনেটের সঙ্গে ইন্টিগ্রেট করা থাকে সেই সাথে এটি ওয়েব টু জিরো ফিচারের সাথে সংযুক্ত করা থাকে। যা একজন ইউজারকে অডিও, ভিডিও এবং মুভিসহ নানা রকম অনলাইন কন্টেন্ট ব্যবহারের সুবিধা দেয়।

স্মার্ট এন্ড এন্ড্রয়েড টিভি রিসিভারের বিভিন্ন সেকশন এর কাজের বর্ণনা (Describe the Functions of Different Sections of Smart & Android TV Receivers)

নিম্নে স্মার্ট এন্ড এন্ড্রয়েড টিভি রিসিভারের বিভিন্ন সেকশনগুলো চিত্রসহ তাদের কাজ বর্ণনা করা হলো:

পাওয়ার সাপ্লাই (Power Supply ) :

এলইডি টিভি (LED TV) চালানোর জন্য যে সার্কিটের মাধ্যমে বিভিন্ন স্টেজে প্রয়োজনীয় পাওয়ার সরবরাহ করা হয় তাকে পাওয়ার সাপ্লাই বলে। একে সুইচিং মুড পাওয়ার সাপ্লাই (Switching Mode Power Supply) বা সংক্ষেপে এসএমপিএস (SMPS) ও বলা হয়।

 

স্মার্ট এন্ড এন্ড্রয়েড টিভি রিসিভার সম্পর্কে ধারণা

 

ইনভার্টার বা ড্রাইভার বোর্ড সেকশন (Inverter/ Driver Board Section):

এলইডি টিভি পাওয়ার সাপ্লাইয়ের আউটপুটে লো-ডোস্টেজ (৫ ভোল্ট হতে ১২ ভোল্ট) থাকে। কিন্তু এলইডি টিভির প্যানেলকে আলোকিত করার জন্য যে সিরিজ এলইডি ব্যবহার করা হয় তার জন্য বেশি ভোল্টেজ প্রয়োজন হয়। ‘ইনভার্টার/ড্রাইভার বোর্ড (Inverter / Driver Board) এর মাধ্যমে লো ভোল্টেজকে কাঙ্ক্ষিত মানে বিবর্ধিত করে এলইডি সার্কিটে দেওয়া হয়।

 

স্মার্ট এন্ড এন্ড্রয়েড টিভি রিসিভার সম্পর্কে ধারণা

 

মেইন বোর্ড বা মাদার বোর্ড (Main Board / Mother Board):

এলইডি টিভির মেইন বোর্ড বা মাদার বোর্ড এর মাধ্যমে এলইডি টিভির ভিডিও সিগন্যাল প্রসেসিং, অডিও সিগন্যাল প্রসেসিং, প্রসেস কন্ট্রোলসহ যাবতীয় কাজ সম্পন্ন করে। এটি কম্পিউটার সিপিইউ এর মতো যাবতীয় প্রসেসিং কাজ সম্পন্ন করে থাকে।

 

স্মার্ট এন্ড এন্ড্রয়েড টিভি রিসিভার সম্পর্কে ধারণা

google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

প্যানেল বোর্ড বা চিকন বোর্ড (Panel Board / T-con Board)

প্যানেল বোর্ড বা টিকন বোর্ডের মাধ্যমে 1 এলইডি টিভির মেইন বোর্ড বা মাদার বোর্ড এর সাথে এলইডি টিভি প্যানেল সংযুক্ত করে এবং বিভিন্ন সিগন্যাল ডোস্টেজ ক্যাবলের মাধ্যমে মেইন বোর্ড বা মাদার বোর্ড হতে এলইডি টিভি প্যানেলে প্রেরণ করে ইমেজ, ভিডিও বা ডকুমেন্টে রূপান্তর করা হয় ।

 

স্মার্ট এন্ড এন্ড্রয়েড টিভি রিসিভার সম্পর্কে ধারণা

 

আই আর রিসিভার (IR Receiver):

টিভি রিমোট কন্ট্রোল হতে আগত আই আর সিগন্যালকে গ্রহন করাই এর কাজ।

 

স্মার্ট এন্ড এন্ড্রয়েড টিভি রিসিভার সম্পর্কে ধারণা

 

ইউনিভার্সাল ইনপুট বোর্ড (Universal Input Board):

স্মার্ট এন্ড এন্ড্রয়েড টিভি রিসিভার প্রয়োজনীয় ইনপুট এ বোর্ডের মাধ্যমে গ্রহন করে থাকে।

 

স্মার্ট এন্ড এন্ড্রয়েড টিভি রিসিভার সম্পর্কে ধারণা

 

টিউনার (Tuner):

কাঙ্ক্ষিত চ্যানেলের সিগন্যালকে নির্বাচন করে ।

 

স্মার্ট এন্ড এন্ড্রয়েড টিভি রিসিভার সম্পর্কে ধারণা

 

অডিও অ্যাস্প্লিফায়ার (Audio Amplifier):

টিভি রিসিভারে প্রাপ্ত অডিও সিগন্যালকে বৃদ্ধি করে প্রবণ উপযোগী করাই অডিও অ্যাম্পিফায়ার এর কাজ।

 

স্মার্ট এন্ড এন্ড্রয়েড টিভি রিসিভার সম্পর্কে ধারণা

 

এলইডি প্যানেল (LED Panel):

টিভি রিসিভারে প্রাপ্ত ভিডিও সিগন্যালকে দৃশ্যমান করাই এলইডি প্যানেল এর কাজ।

 

স্মার্ট এন্ড এন্ড্রয়েড টিভি রিসিভার সম্পর্কে ধারণা

 

অনুসন্ধানমূলক কাজ:

স্মার্ট এন্ড এন্ড্রয়েড টিভি রিসিভার বিভিন্ন সেকশনসমূহকে শনাক্তকরণ ।

অনুসন্ধানমূলক প্রশ্নঃ

স্মার্ট এন্ড এন্ড্রয়েড টিভি রিসিভার বিভিন্ন সেকশনসমূহকে কিভাবে শনাক্তকরণ করা হয়?

আমরা শ্রদ্ধেয় শিক্ষককে সাথে নিয়ে নমুনা মোতাবেক স্মার্ট এন্ড এন্ড্রয়েড টিভি রিসিভার বিভিন্ন সেকশনসমূহকে সনাক্তকরণ করে তাদের ভোল্টেজ পরীক্ষা করে সংযুক্ত তথ্য ছকটি পুরণ করি:

তথ্য ছকঃ

 

স্মার্ট এন্ড এন্ড্রয়েড টিভি রিসিভার সম্পর্কে ধারণা

 

আরও দেখুনঃ

Leave a Comment