আজকে আমরা এলইডি টিভি প্যানেলের বিভিন্ন অংশের কাজ আলোচনা করবো। যা জেনারেল ইলেকট্রনিক্স ১ এর টেলিভিশন সার্ভিসিং অংশের অন্তর্গত।
Table of Contents
এলইডি টিভি প্যানেলের বিভিন্ন অংশের কাজ
এলইডি টিভি প্যানেল সম্পর্কে ধারণা
এলইডি টিভি প্যানেল সিআরটি টিভির পিকচার টিউবের মতো টিভির প্রাণকেন্দ্র বা মূল অংশ যার সাহায্যে ভিডিও সিগন্যালকে পিকচার, ইমেজ, ভিডিও বা ডকুমেন্টে রূপান্তর করে। এটি মূলত মোবাইল ফোনের এলসিডির মতো যার ব্যাকলাইট (Backlight) এ মোবাইল ফোনের এলসিডির মতো এলইডির মাধ্যমে আলো প্রবেশ করিয়ে প্যানেলটিকে আলোকিত করা হয়।
এলইডি টিভি প্যানেলের বিভিন্ন অংশের কাজ বর্ণনা
১. ফ্রেম (Frame):
প্রায় ৫ মিলিমিটার সরু একটি পাতলা ফ্রেম যা বাহিরের আঘাত থেকে প্যানেলকে রক্ষা করে।
২. ক্রিস্টাল ব্ল্যাক প্যানেল (Crystal Black Panel: Cell):
ক্রিস্টাল ব্ল্যাক প্যানেল এ ভিডিওটি প্রদর্শন করে।
৩. ফ্রেম মিডল মোল্ড (Frame Middle Mold):
ইহা প্যানেল এর মূল উপাদানগুলো যেমন- এলইডি, লাইট পাইড প্লেট, ফ্লিম ও সেলকে ধরে রাখে।

৪. অপটিক্যাল শীট (Optical Sheet):
এলইডি লাইট সোর্স এর দক্ষতা বৃদ্ধি ও লাইটের উজ্জ্বলতা সুষমভাবে চারদিকে ছড়িয়ে দেয়ার জন্য একটি অপটিক্যাল শীট থাকে ।
৫. এলজিপি (LGP-Light Guide Plate ):
এটা থ্রিডি (3D) পিকচার কোয়ালিটি উন্নত করতে এবং এলইডির আলোকে ডিসপ্লেতে সূর্যষভাবে বন্টনের জন্যে অপটিক্যাল প্লেটে ব্যবহৃত হয়।
৬. এলইডি (LED):
এটিই মূলত আলোক উৎস হিসেবে কাজ করে ।
৭. বটম চেসিস (Bottom Chassis )
প্যানেলটিকে ধরে রাখার কাজে বটম চেলিস ব্যবহৃত হয়।
৮. মিডল কভার (Middle Cover):
প্লাস্টিক করার ও ফ্রেমের ভিতরে সংযুক্ত বিভিন্ন কম্পোনেন্টকে ধরে রাখে।
৯. রিয়ার কস্তার (Rear Cover):
ইহা প্রায় ০.৪৫ মিলিমিটারের পাতলা শীটের কভার দিয়ে পুরো প্যানেলকে ঢেকে রাখে।
আরও দেখুনঃ