ব্যবহারিক ৪ঃ এলইডি টিভির টিকন বোর্ড (LED TV এর T-con Board) এর ত্রুটি নির্ণয় ও মেরামত করণ

আজকে আমরা আলোচনা করবো ব্যবহারিক ৪ঃ এলইডি টিভির টিকন বোর্ড (LED TV এর T-con Board) এর ত্রুটি নির্ণয় ও মেরামত করণ সম্পর্কে। যা জেনারেল ইলেকট্রনিক্স ১ এর টেলিভিশন সার্ভিসিং অংশের অন্তর্গত।

 

 

ব্যবহারিক ৪ঃ এলইডি টিভির টিকন বোর্ড (LED TV এর T-con Board) এর ত্রুটি নির্ণয় ও মেরামত করণ

 

ব্যবহারিক ৪ঃ এলইডি টিভির টিকন বোর্ড (LED TV এর T-con Board) এর ত্রুটি নির্ণয় ও মেরামত করণ

এটির উপকরণ ব্যবহার করে একজন শিক্ষার্থী এলইডি টিভির টিকন বোর্ড এর ত্রুটি নির্ণয় ও মেরামত করণের দক্ষতা অর্জন করতে পারবে।

পারদর্শিতার মানদন্ড:

  • স্বাস্থ্যবিধি মেনে ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম (পিপিই) পরিধান করা;
  • এলইডি টিভি মেরামত ও সার্ভিসিং এর জন্য প্রস্তুতি গ্রহন করতে পারা:
  • এলইডি টিভির টিকন বোর্ড এর ত্রুটি শনাক্ত করা;
  • এলইডি টিভির টিকন বোর্ড এর মেরামত করা;
  •  কর্মক্ষেত্রের নিজস্ব বিধি অনুসারে টুলস ও মালামাল পরিষ্কার করে নির্ধারিত স্থানে সংরক্ষণ করা;
  • কর্মক্ষেত্রের বিধি অনুযায়ী বর্জ্যসমূহ নির্ধারিত স্থানে অপসারণ/ সংরক্ষণ করা ।

 

ব্যবহারিক ৪ঃ এলইডি টিভির টিকন বোর্ড (LED TV এর T-con Board) এর ত্রুটি নির্ণয় ও মেরামত করণ

 

প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল

ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই)

ক্রমিক নং

যন্ত্রপাতির নাম

সংক্ষিপ্ত বিবরণ

পরিমাণ

সোল্ডারিং আয়রন৪৫ ওয়াট / ২২০ ভোট০১ টি
ডি-সোল্ডারিং পাম্প বা সাকারস্ট্যান্ডার্ড০১ টি
স্ক্রু ড্রাইভারস্ট্যান্ডার্ড০১ টি
লং নোজ প্লায়ার্স৮ ইঞ্চি হাই কোয়ালিটি০১ টি
কাটিং প্লায়ার্স৮ ইঞ্চি হাই প্রিসিসন০১ টি
এভোমিটার অ্যানালগSUNMA YX-360TR বা সমতল্য০১ টি
এভোমিটার ডিজিটালSanwa CD800a বা সমতুল্য০১ টি

 

প্রয়োজনীয় যন্ত্রপাতি:

ক্রমিক নং

যন্ত্রপাতির নাম

সংক্ষিপ্ত বিবরণ

পরিমাণ

সোল্ডারিং আয়রন৪৫ ওয়াট /২২০ভোল্ট০১টি
ডি-সোল্ডারিং পাম্পস্ট্যান্ডার্ড০১টি
ক্রু ড্রাইভারস্ট্যান্ডার্ড০১টি
লং নোজ প্লায়ার্স৮ ইঞ্চি হাই কোয়ালিটি০১টি
কাটিং প্লায়ার্স৮ ইঞ্চি হাই প্রিসিলন০১টি
এভোমিটার অ্যানালগSUNMAYX-360TR বা সমতুল্য০১টি
ডিজিটাল অ্যানালগSanwa CD800at বা সমতুল্য০১টি
অসিলোস্কোপTektronix 475A বা সমতুল্য০১টি

ব্যবহারিক ৪ঃ এলইডি টিভির টিকন বোর্ড (LED TV এর T-con Board) এর ত্রুটি নির্ণয় ও মেরামত করণ

প্রয়োজনীয় কাঁচামাল

ক্রমিক নং

কাঁচামালের নামসংক্ষিপ্ত বিবরণপরিমাণ
ট্রানজিস্টরBC547১টি
রেজিস্টর1 k১টি
ক্যাপাসিটর100uF 50V১টি
রেকটিফায়ার ডায়োডIN4007১টি
LED প্যানেল24 INCH LED প্যানেল১টি
জিনার ডায়োড5v১টি
রেগুলেটর7805১টি
TCON BoardEAT 56803001 বা সমতুল্য১টি

কাজের ধারাঃ

১. ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) পরিধান করবে।

২. এলইডি টিভি ডি-অ্যাসেম্বল করে টিন বোর্ড/প্যানেল বোর্ড ও ইনভার্টার বোর্ড শনাক্ত করবে ।

৩. মাল্টিমিটারকে ভোল্টেজ রেঞ্জে সেট করবে ।

৪. পাওয়ার সরবরাহ করে এলইডি টিভি এর টিকন বোর্ড/প্যানেল বোর্ড ও ইনভার্টার বোর্ড এর ভোল্টেজ পরীক্ষা করবে ।

৫. ভোল্টেজ পরিমাপ করে ত্রুটি শনাক্ত করবে ।

৬. কম্পোনেন্ট পরীক্ষা করার জন্য মাল্টিমিটারকে ওহম রেঞ্জে সেট করবে।

৭. মাল্টিমিটার যারা পরিমাপ করে ত্রুটিযুক্ত কম্পোনেন্ট শনাক্ত করে তা পরিবর্তন করবে ।

৮. টিভি অ্যাসেম্বল করবে

৯. পুনরায় পাওয়ার সরবরাহ করে পরীক্ষা করবে ।

১০. বর্জ্যসমূহ নির্ধারিত স্থানে অপসারণ/ সংরক্ষণ করবে।

এলইডি টিভির টিকন বোর্ড বা প্যানেল বোর্ডঃ

টিকন বোর্ড বা প্যানেল বোর্ড এর মাধ্যমে এলইডি টিভির মেইনবোর্ড বা মাদার বোর্ড (Mainboard / Motherboard) এর সাথে এলইডি টিভি প্যানেল সংযুক্ত করে এর বিভিন্ন সিগন্যাল ভোল্টেজ ক্যাবলের মাধ্যমে মেইনবোর্ড যা মাদার বোর্ড হতে এলইডি টিভি প্যানেল প্রেরণ করে ইমেজ, ভিডিও বা ডকুমেন্টে রূপান্তর করা হয় ।

 

ব্যবহারিক ৪ঃ এলইডি টিভির টিকন বোর্ড (LED TV এর T-con Board) এর ত্রুটি নির্ণয় ও মেরামত করণ

 

ব্যবহারিক ৪ঃ এলইডি টিভির টিকন বোর্ড (LED TV এর T-con Board) এর ত্রুটি নির্ণয় ও মেরামত করণ

 

 

ব্যবহারিক ৪ঃ এলইডি টিভির টিকন বোর্ড (LED TV এর T-con Board) এর ত্রুটি নির্ণয় ও মেরামত করণ

 

 

ব্যবহারিক ৪ঃ এলইডি টিভির টিকন বোর্ড (LED TV এর T-con Board) এর ত্রুটি নির্ণয় ও মেরামত করণ

 

 

ব্যবহারিক ৪ঃ এলইডি টিভির টিকন বোর্ড (LED TV এর T-con Board) এর ত্রুটি নির্ণয় ও মেরামত করণ

 

এলইডি টিভির টিকন বোর্ড বা প্যানেল বোর্ড এর সার্কিট ডায়াগ্রামঃ

সম্ভাব্য ত্রুটি সমূহঃ

১. স্ক্রীনে দাপ (হরিজনন্টাল/ভার্টিক্যাল)।

২. ছবি নাই।

৩. আলো নাই।

৪. কালার ঠিক নাই।

৫. ছবি ভেঙ্গে যায় ইত্যাদি।

google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

ক্রটি পরীক্ষার তথ্য ছক

 

ক্রমিক নং

টেস্ট পয়েন্ট

ভোল্টমিটার রিডিং

ফলাফল

ডিসি টু ডিসি ইনপুট ভোজে
ডিসি টু ডিসি আউটপুট ভোল্টেজ
স্ক্যানিং আইসির ইনপুট ভোল্টেজ
স্ক্যানিং আইসির আউটপুট ভোল্টেজ

 

ত্রুটি নির্ণয় করার পর যে কম্পোনেন্ট ত্রুটিযুক্ত পাওয়া যাবে তা পরিবর্তন করতে হবে।

সতর্কতা:

  • কাজের শুরুতে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) ব্যবহার করা।
  • টেলিভিশন সার্ভিসিং এ ব্যবহৃত টুলস ও ইকুইপমেন্টসমূহ সতর্কভাবে সংগ্রহ করা ।
  •  পাওয়ার সরবরাহ অবস্থায় সাবধানতার সহিত ডোস্টেজ পরিমাপ করা ।
  • মাল্টিমিটার সঠিকভাবে এডজাস্টমেন্ট করা ।
  • সাবধানতার সহিত চ্যানেল এবং ডি-অ্যাসেম্বল করা।
  • ভোল্টেজ পরিমাপ করার সময় সতর্ক থাকতে হবে যেন শর্ট সার্কিট তৈরি না হয়।
  • কম্পোনেন্ট পরিবর্তনের সময় পাওয়ার সরবরাহ বন্ধ করা।

আরও দেখুনঃ

Leave a Comment