আজকে আমরা টেলিভিশন সার্ভিসিং অনুশীলনী সম্পর্কে আলোচনা করবো। যা জেনারেল ইলেকট্রনিক্স ১ এর টেলিভিশন সার্ভিসিং অংশের অন্তর্গত।
Table of Contents
টেলিভিশন সার্ভিসিং অনুশীলনী
টেলিভিশন হচ্ছে বর্তমান সময়ে বিনোদন, শিক্ষা ও সংবাদের অন্যতম প্রধান মাধ্যম। টেলিভিশন গ্রামে এবং শহরের প্রায় প্রতিটি বাড়িতে এমনকি গ্রামে-গঞ্জে চায়ের দোকানে ব্যবহৃত হচ্ছে। এছাড়া এটির ব্যবহারকারীর সংখ্যা ক্রমান্বয়ে বেড়েই চলছে। ব্যবহারকারীর সাধ্যানুযায়ী পুরাতন CRT টেলিভিশন হতে শুরু করে আধুনিক LED, LCD এবং SMART টেলিভিশনগুলো ব্যবহার হচ্ছে। টেলিভিশনগুলো ব্যবহারের সময় নানাবিধ সমস্যা দেখা দিতে পারে। টেলিভিশনের কোনো সমস্যা বা ত্রুটি দেখা দিলে তা সার্ভিসিং করার প্রয়োজন হয় ।
অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ
১. টিভি রিসিভারের কাজ কী?
২. ফ্লাই ব্যাক এর কাজ কী?
৩. পিকচার টিউবে ইলেকট্রন গান সেকশনের কাজ কী?
৪. টিকন বোর্ড (T-con Board) এর কাজ কী?
৫. LED ও LCD এর পূর্ণরূপ লিখ।
৬. আইআর রিসিভার (IR Receiver) এর কাজ কী?
৭. অডিও অ্যামপ্লিফায়ারের কাজ কী?
৮. এন্ড্রয়েড টিভি কী?
৯. ইউনিভার্সাল ইনপুট বোর্ডের কাজ কী?
১০. টিউনারের কাজ কী?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১১. টিভি ক্যামেরা ও টিভি ট্রান্সমিটারের কাজ উল্লেখ করো।
১২. ব্যাকলাইট (Backlight) এর কাজ লেখ।
১৩. এলইডি ও এলসিডি (LED and LCD) এর মধ্যে পার্থক্যসমূহ উল্লেখ করো ।
১৪. হরিজন্টাল এবং ভার্টিক্যাল সেকশনের কাজ বর্ণনা করো।
১৫. টিভিতে পাওয়ার না থাকলে সম্ভাব্য ত্রুটিসমূহ লেখ।
১৬. টিভিতে শব্দ না আসার সম্ভাব্য ত্রুটিসমূহ লেখ।
১৭. এলইডি টিভির ইনর্ভাটার/ড্রাইভার বোর্ড (Inverter / Driver Board) এর কাজ কি?
১৮. এলইডি টিভি প্যানেলের অংশগুলো লেখ।
১৯. ক্রোমা ও কন্ট্রোল সেকশনের কাজ উল্লেখ করো ।
২০. কালার টিভি রিসিভারের অডিও সেকশনের কম্পোনেন্টগুলোর নাম লেখ ৷

রচনামূলক প্রশ্নঃ
২১. টেলিভিশন রিসিভারের ব্লক ডায়াগ্রাম অংকন করে তার কাজ লেখ।
২২. এলইডি টিভির (Inverter / Driver board) এর ত্রুটি মেরামত পদ্ধতি বর্ণনা করো।
২৩.এলইডি টিভি (LED TV) রিসিভারের বিভিন্ন সেকশনের কাজ লেখ।
২৪. এলইডি টিভি রিসিভারের বিভিন্ন সেকশনের সম্ভাব্য ত্রুটিগুলো বর্ণনা কর ।
২৫.এলইডি টিভির ত্রুটি মেরামত পদ্ধতি বর্ণনা কর ।
আরও দেখুনঃ