মোবাইল ফোন সাভিসিং কাজে ব্যবহৃত মেজারিং ইন্সট্রুমেন্টসমূহের ফাংশন এবং ব্যবহার পদ্ধতি

আজকে আমাদের আলোচনার বিষয়-মোবাইল ফোন সাভিসিং কাজে ব্যবহৃত মেজারিং ইন্সট্রুমেন্টসমূহের ফাংশন এবং ব্যবহার পদ্ধতি

মোবাইল ফোন সাভিসিং কাজে ব্যবহৃত মেজারিং ইন্সট্রুমেন্টসমূহের ফাংশন এবং ব্যবহার পদ্ধতি (Function and Application of Different Measuring Instruments Uses in Mobile Phone Service)

এ (AVO) মিটার বা মাল্টিমিটার: মোবাইল সাভিসিং কাজে ত্রুটি নির্ণয়ের জন্য কম্পোনেন্ট টেস্টিং করতে এতো (AVO Ammeter Voltmeter Ohmmeter) মিটার বা মাল্টিমিটার প্রয়োজন হয়। কম্পোনেন্ট টেস্টিং করার জন্য দুই ধরনের মাল্টিমিটার ব্যবহার হয়। যথাঃ ১। অ্যানালগ মাল্টিমিটার এবং ২। ডিজিটাল মাল্টিমিটার।

 

মোবাইল ফোন সাভিসিং কাজে ব্যবহৃত মেজারিং ইন্সট্রুমেন্টসমূহের ফাংশন এবং ব্যবহার পদ্ধতি

 

হট গান ( Hot Gun) মোবাইল ফোন সার্কিটে ব্যবহৃত আইসিসমূহ (IC- Integrated Circuit) সাধারণ সোল্ডারিং আয়রন দিয়ে গোল্ডারিং বা ডিসোল্ডারিং করা সম্ভব নয়। এ ধরনের কাজে হট গান ব্যবহার করা হয়। হট গানে একইসাথে তাপ (HOT) এবং বাতাস (AIR) বাহির হয়।

তাপ এবং বাতাসকে রেগুলেটর যারা প্রয়োজন অনুসারে কম বেশি করে ব্যবহার করা যায়। হট গান দুই ধরণের হয়। অ্যানালগ কন্ট্রোল ও ডিজিটাল কন্ট্রোল।

 

হট গান ( Hot Gun) মোবাইল ফোন সার্কিটে ব্যবহৃত আইসিসমূহ (IC- Integrated Circuit) সাধারণ সোল্ডারিং আয়রন দিয়ে গোল্ডারিং বা ডিসোল্ডারিং করা সম্ভব নয়। এ ধরনের কাজে হট গান ব্যবহার করা হয়। হট গানে একইসাথে তাপ (HOT) এবং বাতাস (AIR) বাহির হয়। তাপ এবং বাতাসকে রেগুলেটর যারা প্রয়োজন অনুসারে কম বেশি করে ব্যবহার করা যায়। হট গান দুই ধরণের হয়। অ্যানালগ কন্ট্রোল ও ডিজিটাল কন্ট্রোল।

 

হট এয়ার রোয়ানা (Hot Air Blower) মোবাইল কোন অনেক সময় পানিতে পড়ে সার্কিটে পানি জমে থাকে। তখন মোবাইল ফোন সার্ভিসিং করার জন্য সার্কিটকে লিকুইড ক্লিনার যারা পরিষ্কার করে ট এখার রোবার যারা সার্কিটে গরম বাতাস ব্যবহার করে তর করা হয়।

 

মোবাইল ফোন সাভিসিং কাজে ব্যবহৃত মেজারিং ইন্সট্রুমেন্টসমূহের ফাংশন এবং ব্যবহার পদ্ধতি

 

ডিসি পাওয়ার সাপ্লাই (DC Power Supply): যে সকল মোবাইল ফোনের পাওয়ার অন-অফ বাটন চাপলে পাওয়ার আসেনা, সে সকল ফোন প্রাথমিকভাবে টেস্ট করার জন্য ডিসি পাওয়ার সাপ্লাইকে ৩.৭ ভোটে সেট করে পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ (লাল) ও নেগেটিভ (কালো) টার্মিনাল মোবাইল ফোনের ব্যাটারি বিচ্ছিন্ন করে কোনের পজিটিভ ও নেগেটিভ টার্মিনালের সাথে সংযুক্ত করে মোবাইল ফোনের পাওয়ার অন-অফ বাটন চেপে পরীক্ষা করা হয়।

 

মোবাইল ফোন সাভিসিং কাজে ব্যবহৃত মেজারিং ইন্সট্রুমেন্টসমূহের ফাংশন এবং ব্যবহার পদ্ধতি

 

এলসিডি টেস্ট (LCD Tester): মোবাইল ফোনের এলসিডি (LCD-Liquid Crystal Display) সমস্যা দেখা দিলে পরীক্ষা করার প্রয়োজন হয় এবং এলসিডি পরিবর্তনের সময়ও নতুন এলসিডি পরীক্ষা করার প্রয়োজন হয়।

কিন্তু এলসিডি মোবাইল সার্কিটে সংযুক্ত করে পরীক্ষা করা অনেক সময়ের প্রয়োজন হয় এবং অনেকটা জটিল কাজ। এলসিডি টেস্টার যারা সহজে মোবাইল ফোনের এলসিডি পরীক্ষা করা যায়।

google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

Leave a Comment