জেনারেল ইলেকট্রনিক্স ১ হল বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (বাকাশিবো) অধীনে ভোকেশনাল (কারিগরি) শিক্ষার এক গুরুত্বপূর্ণ বিষয়, যা এসএসসি স্তরের শিক্ষার্থীদের জন্য পরিকল্পিত। এই কোর্সটি মূলত ইলেকট্রনিক্সের মৌলিক ধারণা, সরঞ্জাম, যন্ত্রাংশ এবং তাদের ব্যবহারের ওপর ভিত্তি করে তৈরি। এতে শিক্ষার্থীরা ইলেকট্রনিক্স যন্ত্রপাতি ও সার্কিটের গঠন, কাজের প্রক্রিয়া, মেরামত ও রক্ষণাবেক্ষণের মৌলিক জ্ঞান অর্জন করে।
জেনারেল ইলেকট্রনিক্স ১ কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন ইলেকট্রনিক কম্পোনেন্ট যেমন রেজিস্টর, ক্যাপাসিটর, ডায়োড, ট্রানজিস্টর, সোল্ডারিং টেকনিক ইত্যাদি সম্পর্কে জানার পাশাপাশি নিরাপদ ও দক্ষভাবে যন্ত্রপাতি পরিচালনা ও মেরামতের ক্ষমতা অর্জন করে। এই বিষয়টি ভোকেশনাল শিক্ষার একটি মূল স্তম্ভ হিসেবে প্রযুক্তি-ভিত্তিক পেশাদারিত্ব গঠনে সহায়তা করে এবং শিক্ষার্থীদের ভবিষ্যতে ইলেকট্রনিক্স শিল্পে কর্মসংস্থানের পথ সুগম করে।
সুতরাং, জেনারেল ইলেকট্রনিক্স ১ কোর্সটি শিক্ষার্থীদের হাতে কলমে কারিগরি দক্ষতা বিকাশের পাশাপাশি ইলেকট্রনিক্সের তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞানের সমন্বয় সাধন করে তাদের ভোকেশনাল শিক্ষার মান উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
Table of Contents
জেনারেল ইলেকট্রনিক্স ১ । ভোকেশনাল । এসএসসি
শিক্ষা জাতীয় জীবনের সর্বতোমুখী উন্নয়নের পূর্বশর্ত। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সুশিক্ষিত-দক্ষ মানব সম্পদ। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দক্ষ মানব সম্পদ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান এবং আত্মনির্ভরশীল হয়ে বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ব্যাপক প্রসারের কোনো বিকল্প নেই। তাই ক্রমপরিবর্তনশীল অর্থনীতির সঙ্গে দেশে ও বিদেশে কারিগরি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) স্তরের শিক্ষাক্রম ইতোমধ্যে পরিমার্জন করে যুগোপযোগী করা হয়েছে।
শিক্ষাক্রম উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া। পরিমার্জিত শিক্ষাক্রমের আলোকে প্রণীত পাঠ্যপুস্তকসমূহ পরিবর্তনশীল চাহিদার পরিপ্রেক্ষিতে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের যথাযথভাবে কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে সক্ষম হবে। অভ্যন্তরীণ ও বহির্বিশ্বে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আত্মকর্মসংস্থানে উদ্যোগী হওয়াসহ উচ্চশিক্ষার পথ সুগম হবে। ফলে রূপকল্প- ২০২১ অনুযায়ী জাতিকে বিজ্ঞানমনস্ক ও প্রশিক্ষিত করে ডিজিটাল বাংলাদেশ নির্মাণে আমরা উজ্জীবিত।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২০০৯ শিক্ষাবর্ষ হতে সকলস্তরের পাঠ্যপুস্তক বিনামূল্যে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করার যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। কোমলমতি শিক্ষার্থীদের আরও আগ্রহী, কৌতূহলী ও মনোযোগী করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক স্তর থেকে শুরু করে ইবতেদায়ি, দাখিল, দাখিল ভোকেশনাল ও এসএসসি ভোকেশনাল স্তরের পাঠ্যপুস্তকসমূহ চার রঙে উন্নীত করে আকর্ষণীয়, টেকসই ও বিনামূল্যে বিতরণ করার মহৎ উদ্যোগ গ্রহণ করেছে; যা একটি ব্যতিক্রমী প্রয়াস।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক রচিত ভোকেশনাল স্তরের ট্রেড পাঠ্যপুস্তকসমূহ সরকারি সিদ্ধান্তের প্রেক্ষিতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ২০১৭ শিক্ষাবর্ষ থেকে সংশোধন ও পরিমার্জন করে মুদ্রণের দায়িত্ব গ্রহণ করে। উন্নতমানের কাগজ ও চার রঙের প্রচ্ছদ ব্যবহার করে পাঠ্যপুস্তকটি প্রকাশ করা হলো।
বানানের ক্ষেত্রে সমতা বিধানের জন্য অনুসৃত হয়েছে বাংলা একাডেমি কর্তৃক প্রণীত বানান রীতি। ২০১৮ সালে পাঠ্যপুস্তকটির তত্ত্ব ও তথ্যগত পরিমার্জন এবং চিত্র সংযোজন, বিয়োজন করে সংস্করণ করা হয়েছে। জাতীয় দক্ষতা উন্নয়ন নীতি-২০১১ এ বর্ণিত উদ্দেশ্য বাস্তবায়নের কৌশল হিসেবে প্রাথমিকভাবে এনটিভিকিউএফ-এর আলোকে চলমান শিক্ষাক্রম পরিমার্জন করা হয়েছে।
জেনারেল ইলেকট্রনিক্স ১ সূচিপত্র
প্রথম পত্র (নবম শ্রেণি)
প্রথম অধ্যায়ঃ জেনারেল ইলেকট্রনিক্স বিষয়ক স্বাস্থ্য ও নিরাপত্তা
- জেনারেল ইলেকট্রনিক্সের ধারণা
- পেশাগত নিরাপত্তা
- পিপিই ব্যবহারে সীমাবদ্ধতা
- স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা
- বিপদজনক অবস্থা
- বিপদ বা ঝুকি নিয়ন্ত্রন
- ওয়ার্কশপে দুর্ঘটনার প্রাকৃতিক কারণ ও প্রতিকার
- ওয়ার্কশপ সতর্কতা
- ওয়ার্কশপের দেয়ালে বিভিন্ন ধরনের নিরাপত্তার প্রতীক সম্মিলিত সতর্কতার নির্দেশনা
- ওয়ার্কশপে দুর্ঘটনার কারণ ও প্রতিকার
- দুর্ঘটনায় ক্ষতির বিবরণ
- ব্যবহারিকঃ অগ্নি নির্বাপন যন্ত্র ব্যবহার করে আগুন নেভানো এবং ধোঁয়া থেকে ওয়ার্কশপের শিক্ষার্থীদের নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ
- জেনারেল ইলেকট্রনিক্স বিষয়ক স্বাস্থ্য ও নিরাপত্তা অনুশীলনী
দ্বিতীয় অধ্যায়ঃ ইলেকট্রনিক কাজে ব্যবহৃত হ্যান্ড টুলস, পরিমাপক যন্ত্র এবং কম্পোনেন্টসমূহের ব্যবহার ও টেস্টিং
- ইলেকট্রনিক্স কর্মক্ষেত্রে ব্যবহৃত পিপিই ও এর প্রকারভেদ এবং প্রয়োজনীয়তা
- হ্যান্ড টুলস ও পরিমাপক যন্ত্র সমূহের ফাংশন এবং ব্যবহার পদ্ধতি
- ভোল্টেজ, কারেন্ট, রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স, ইম্পিড্যান্স, পাওয়ার ও ফিকোয়েন্সি এর প্রাথমিক ধারণা ও সূত্রসমূহ
- ভোল্টেজ, কারেন্ট ও রেজিস্ট্যান্সের এর মধ্যে সম্পর্ক
- ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্সের কাজে ব্যবহৃত পরিমাপক যন্ত্র সমূহের ফাংশন এবং ব্যবহার পদ্ধতি
- পরিমাপক যন্ত্র এর প্রকারভেদ
- ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিস পরিমাপক পদ্ধতি
- ইলেকট্রিক্যাল প্রপার্টিজ পরিমাপের সতর্কতা
- ইলেকট্রনিক কম্পোনেন্ট সমূহের ভৌত কাঠামো, প্রতীক, ফাংশন, প্রয়োগ ও স্পেসিফিকেশন
- বেসিক ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক এবং ইলেকট্রো-মেকানিক্যাল কম্পোনেন্টসমূহের প্রতীক ও ব্যবহার
- স্টেপ আপ ও স্টেপ ডাউন ট্রান্সফরমারের মূলনীতি
- ইলেকট্রনিক্স কাজে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রিক্যাল সরঞ্জাম এবং কম্পোনেন্ট সমূহের ভৌত কাঠামো ও স্পেসিফিকেশন
- ইলেকট্রোস্ট্যাটিক ডিসচার্জ
- ইন্সট্রুমেন্ট এবং কম্পোনেন্টসমূহের সঠিক সংযোগ পদ্ধতি
- কম্পোনেন্টসমূহ টেস্টিং পদ্ধতি
- ভালো ও নষ্ট কম্পোনেন্ট পৃথক করার পদ্ধতি
- ব্যবহারিক ১ঃ ইলেকট্রনিক্স ল্যাবে ব্যবহৃত বিভিন্ন টুলস ও ইকুইপমেন্ট ব্যবহারের প্রস্তুতি গ্রহণকরণ
- ব্যবহারিক ২ঃ ইলেকট্রনিক্স ল্যাব এ ব্যবহৃত বিভিন্ন বেসিক ইলেকট্রনিক কম্পোনেন্ট পরিচিতি ও টুলস ব্যবহার করণ
- ব্যবহারিক ৩ঃ ইলেকট্রিক্যাল প্রোপারটিজ পরিমাপের জন্য ইলেকট্রনিক্স ল্যাব এ ব্যবহৃত পরিমাপক যন্ত্র ব্যবহারকরণ
- ব্যবহারিক ৪ঃ ইলেকট্রনিক্স ল্যাবে ব্যবহৃত বিভিন্ন কম্পোনেন্ট টেস্টকরণ
- ইলেকট্রনিক কাজে ব্যবহৃত হ্যান্ড টুলস, পরিমাপক যন্ত্র এবং কম্পোনেন্টসমূহের ব্যবহার ও টেস্টিং অনুশীলনী
তৃতীয় অধ্যায়ঃ লো ভোল্টেজ ডিসি পাওয়ার সাপ্লাই তৈরি ও মেরামত
- লো ভোল্টেজ ডিসি পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজনীয়তা, প্রকারভেদ ও কাজ
- পাওয়ার সাপ্লাইয়ের সার্কিট ডায়াগ্রাম ও কার্যপ্রণালী বর্ণনা
- পাওয়ার সাপ্লাইয়ের সার্কিটের বিভিন্ন কম্পোনেন্টের ফাংশন
- রেকটিফায়ারের প্রকারভেদ
- আনরেগুলেটেড ডিসি পাওয়ার সাপ্লাই এর বর্ণনা
- পাওয়ার সাপ্লাই এ ব্যবহৃত বিভিন্ন ধরনের কম্পোনেন্টসমূহ
- রেগুলেটেড/এডজাস্ট্যাবল পাওয়ার সাপ্লাইয়ের কার্যপ্রণালী বর্ণনা
- বিভিন্ন ধরনের রেগুলেটর এর ধারণা
- পাওয়ার সাপ্লাই মেরামত
- পাওয়ার সাপ্লাইয়ের ত্রুটি নির্ণয় ও মেরামত পদ্ধতি
- ব্যবহারিক ১ঃ পাওয়ার সাপ্লাই মেরামতে ব্যবহৃত টুলস ও ইকুইপমেন্ট ব্যবহার করার জন্য প্রস্তুতি গ্রহণ
- ব্যবহারিক ২ঃ ১২ ভোল্টের একটি রেগুলেটেড পাওয়ার সাপ্লাই তৈরিকরণ
- ব্যবহারিক ৩ঃ একটি পাওয়ার সাপ্লাই মেরামতকরণ
- লো ভোল্টেজ ডিসি পাওয়ার সাপ্লাই তৈরি ও মেরামত অনুশীলনী
চতুর্থ অধ্যায়ঃ ইলেকট্রনিক হোম অ্যাপ্লায়েন্স মেরামত ও রক্ষণাবেক্ষণ
- ইলেকট্রনিক হোম অ্যাপ্লায়েন্সের ধারণা, প্রকারভেদ ও তালিকা
- বিভিন্ন ইলেকট্রনিক হোম অ্যাপ্লায়েন্স এর বিভিন্ন সেকশন ও উহাদের কাজ
- ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্সের ত্রুটি নির্ণয় ও মেরামত পদ্ধতি
- ব্যবহারিক ১ঃ ইলেকট্রনিক হোম অ্যাপ্লায়েন্স মেরামতে ব্যবহৃত টুলস্ ও ইকুইপমেন্ট ব্যবহার করার জন্য প্রস্তুতি গ্রহণকরণ
- ব্যবহারিক ২ঃ ইমারজেন্সি চার্জার লাইট মেরামতকরণ
- ব্যবহারিক ৩ঃ কফি মেকার ও রাইস কুকার মেরামতকরণ
- ইলেকট্রনিক হোম অ্যাপ্লায়েন্স মেরামত ও রক্ষণাবেক্ষণ অনুশীলনী
দ্বিতীয় পত্র (দশম শ্রেণি)
প্রথম অধ্যায়ঃ টেলিভিশন বেসিকস
- টেলিভিশন সিস্টেম এর প্রাথমিক ধারণা
- বিভিন্ন প্রকার টিভি রিসিভারের বর্ণনা
- কালার টিভি রিসিভার সম্পর্কে ধারণা
- সিআরটি পিকচার টিউব সম্পর্কে ধারণা
- সিআরটি পিকচার টিউবের প্রকারভেদ
- সিআরটি পিকচার টিউবের বিভিন্ন অংশের বর্ণনা
- স্মার্ট এন্ড এনড্রয়েড টিভি রিসিভার সম্পর্কে ধারণা
- স্মার্ট টিভি এবং এনড্রয়েড টিভির ব্লক ডায়াগ্রাম
- স্মার্ট টিভি এবং এনড্রয়েড টিভির বিভিন্ন অংশ শনাক্তকরণ
- এলইডি টিভি প্যানেল সম্পর্কে ধারণা
- ব্যবহারিক ১ঃ টিভি রিসিভারের সার্কিট ডায়াগ্রাম এবং ব্লক ডায়াগ্রাম অংকনকরণ
- ব্যবহারিক ২ঃ টেলিভিশন সার্কিট ডায়াগ্রাম হতে ইলেকট্রনিক সিম্বল শনাক্তকরণ
- ব্যবহারিক ৩ঃ টিভি রিসিভারের ইলেকট্রনিক কম্পোনেন্ট পরীক্ষা করণ
- ব্যবহারিক ৪ঃ টেলিভিশন রিসিভারের ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি পরিমাপকরণ
- ব্যবহারিক ৫ঃ টেলিভিশন রিসিভারের বিভিন্ন কম্পোনেন্ট সোল্ডারিং ও ডিসোল্ডারিংকরণ
- টেলিভিশন বেসিকস অনুশীলনী
দ্বিতীয় অধ্যায়ঃ টেলিভিশন সার্ভিসিং
- কালার টিভি রিসিভারের কাজ সম্পর্কে ধারণা
- কালার টিভি রিসিভারের বিভিন্ন সেকশনের কাজ বর্ণনা
- স্মার্ট এন্ড এনড্রয়েড টিভি রিসিভার সম্পর্কে ধারণা
- এলইডি টিভি প্যানেলের বিভিন্ন অংশের কাজ বর্ণনা
- এলইডি টিভির ত্রুটি বর্ণনা
- এলইডি টিভির ত্রুটি মেরামত পদ্ধতি বর্ণনা
- ব্যবহারিক ১ঃ সিআরটি কালার টিভির পাওয়ার সাপ্লাই সেকশনের ত্রুটি নির্ণয় ও মেরামতকরণ
- ব্যবহারিক ২ঃ সিআরটি কালার টিভির ভার্টিক্যাল ও ইএইচটি সেকশনের ত্রুটি নির্ণয় ও মেরামতকরণ
- ব্যবহারিক ৩ঃ এলইডি টিভির পাওয়ার সাপ্লাই এর ত্রুটি নির্ণয় ও মেরামতকরণ
- ব্যবহারিক ৪ঃ এলইডি টিভির টিকন বোর্ড (LED TV এর T-con Board) এর ত্রুটি নির্ণয় ও মেরামত করণ
- টেলিভিশন সার্ভিসিং অনুশীলনী

এই পরিমার্জিত শিক্ষাক্রমের আলোকে ১৩টি ট্রেডের পাঠ্যপুস্তক প্রণয়ন করার উদ্যোগ গ্রহণ করে ২০২২ শিক্ষাবর্ষের কারিগরি শিক্ষায় সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এই শিক্ষাক্রম চালু হতে যাচ্ছে। এই শিক্ষাক্রমের আলোকে প্রবর্তিত পাঠ্যপুস্তকের মাধ্যমে শিক্ষার্থীরা শিক্ষা সনদের পাশাপাশি জাতীয় দক্ষতা সনদ অর্জনের সুবিধা প্রাপ্ত হবে। এর ফলে শ্রম বাজারে বাংলাদেশের দক্ষ জনশক্তি প্রবেশের দ্বার উন্মোচিত হবে।
পাঠ্যপুস্তকটির আরও উন্নয়নের জন্য যে কোনো গঠনমূলক ও যুক্তিসংগত পরামর্শ গুরুত্বের সাথে বিবেচিত হবে। শিক্ষার্থীদের হাতে সময়মত বই পৌঁছে দেওয়ার জন্য মুদ্রণের কাজ দ্রুত করতে গিয়ে কিছু ত্রুটি-বিচ্যুতি থেকে যেতে পারে। পরবর্তী সংস্করণে বইটি আরও সুন্দর, প্রাঞ্জল ও ত্রুটিমুক্ত করার চেষ্টা করা হবে। যাঁরা বইটি রচনা, সম্পাদনা, প্রকাশনার কাজে আন্তরিকভাবে মেধা ও শ্রম দিয়ে সহযোগিতা করেছেন তাঁদের জানাই আন্তরিক ধন্যবাদ। পাঠ্যপুস্তকটি শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে পাঠ করবে এবং তাদের মেধা ও দক্ষতা বৃদ্ধি পাবে বলে আশা করি ।