ওয়ার্কশপে দুর্ঘটনার কারণ ও প্রতিকার

আজকের আলোচনার বিষয়ঃ ওয়ার্কশপে দুর্ঘটনার কারণ ও প্রতিকার। যা জেনারেল ইলেকট্রনিক্স ১ এর জেনারেল ইলেকট্রনিক্স বিষয়ক স্বাস্থ্য ও নিরাপত্তা অংশের অন্তর্গত।

 

ওয়ার্কশপে দুর্ঘটনার কারণ ও প্রতিকার

 

ওয়ার্কশপে দুর্ঘটনার কারণ ও প্রতিকার

একটি অদৃষ্টপূর্ণ, জবরদীর ঘটনা বা বিশ্বর যা প্রায়শই অমনোযোগীতা কিংবা প্রয়োজন- অপ্রয়োজনের ফলে সৃষ্ট হয়ে থাকে। ঘটনা পরম্পরায় দুর্ঘটনার সংজ্ঞা ভিন্নতর করে থাকে। সচরাচর ক্ষেত্রে এটি প্রায়শই ব্যক্তিকেন্দ্রীক, মানসিক কিংবা সামাজিক বিপক্ষর বরে নিয়ে আসে। দুর্ঘটনার কারণ সমূহকে প্রধানত তিন ভাগে ভাগ করা যেতে পারে। যথা :

  • অকারিগরি।
  • কারিগরি।
  • প্রাকৃতিক।

 

ওয়ার্কশপে দুর্ঘটনার কারণ ও প্রতিকার

 

ওয়ার্কশপে দুর্ঘটনার অকারিগরি কারণ ও প্রতিকার (Non-technical Cause and Remedy of the Accident in Workshop)

  •  কারণ – ভারী জিনিস উত্তোলন বা ভারী জিনিস তুলতে গিয়ে নিজে আহত হওয়া;
  • প্রতিকার – প্রত্যেকের ভারী জিনিস নিরাপদ উত্তোলন প্রক্রিয়া অনুশীলন নিশ্চিত করতে হবে। বড় জিনিসগুলো সরানোর জন্য কয়েকজন মিলে সরাতে হবে;
  •  কারণ -আলোর স্বল্পতার কারণে কাজে ভুল হওয়ার সম্ভবনা থাকে এবং অন্যান্য দুর্ঘটনার প্রধান কারণ হতে পারে।
  • প্রতিকার – ওয়ার্কশপের ভিতরে এবং বাহিরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে;
  • কারণ – সহিংসতায় কর্মক্ষেত্রে প্রতিবছর শত শত মানুষ মারা যায়। একে অপরের সাথে বিরোধে জড়িত – কর্মচারীরা একসাথে কাজ করার সময় বিশেষত অনিরাপদ হয়ে থাকে;
  • প্রতিকার – সহিংসতা প্রতিরোধের জন্য ওএসএইচ (OSH) Occupation Safety and Health এর সহিংসতা প্রতিরোধের জন্য যে গাইডলাইন দেওয়া আছে তা অনুসরন করতে হবে এবং মাঝে মাঝে মোটিভেশনাল সেমিনারের আয়োজন করতে হবে;
  •  কারণ – অগোছালো ওয়ার্কশপ, পিচ্ছিল মেঝে, অনুপযুক্ত জুতা, ছুটিতে যাওয়া কর্মচারী এবং আবহাওয়ার বিরুপ পরিস্থিতি দুর্ঘটনায় অবদান রাখে;
  • প্রতিকার – প্রত্যেককে প্রাসঙ্গিক সুরক্ষা বিষয়ের প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে এবং শারীরিক সক্ষমতা যাচাই করতে হবে;

 

ওয়ার্কশপে দুর্ঘটনার কারণ ও প্রতিকার

 

  • কারণ – শারীরিক এবং মানসিক চাপ বা স্ট্রেস ওয়ার্কশপের দুর্ঘটনার একটি অন্যতম কারণ হিসেবে স্বীকৃত । ফলে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে;
  • প্রতিকার – প্রত্যেকের অবশ্যই কাজের উপযুক্ত মানসিকতা থাকতে হবে এবং কাজের জন্য শারীরিকভাবে সুস্থ থাকতে হবে। মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের গুরুত্ব সকলকে জানাতে হবে। যখন স্ট্রেস মনে করবে তখন কাজ থেকে বিরতি নেওয়া এবং অন্য কারো সাথে স্ট্রেসের বিষয়টি শেয়ার করা গুরুত্বপূর্ণ;
  • কারণ -পর্যাপ্ত ঘুমের অভাবে ক্লান্তি আসতে পারে এতে কাজে অমনোযোগ এবং দুর্ঘটনা ঘটাতে পারে;
  • প্রতিকার – ক্লান্তি দূর করার জন্য পর্যাপ্ত পরিমান ঘুমাতে হবে এবং নির্দিষ্ট সময় পর পর বিরতি নিতে হবে;
  • কারণ -কাজ করার সময় কখনই শর্টকাট পদ্ধতিতে করা উচিত নয়, বিশেষত বিপজ্জনক যন্ত্রপাতি নিয়ে কাজ করার সময় বা সুরক্ষার পদ্ধতিগুলো অবলম্বন করার সময়।
  • প্রতিকার – সঠিক পদ্ধতিতে এবং সময় নিয়ে ধৈর্যের সাথে কাজ করতে হবে;
  • কারণ– যে কোনো কাজ করার সময় আত্মবিশ্বাসী হওয়া উচিত, তবে অতিরিক্ত আত্মবিশ্বাস সতর্কতা বা মনোযোগ হ্রাস করতে পারে এবং এতে বড় ধরনের দুর্ঘটনাঘটতে পারে;
  • প্রতিকার – অতিরিক্ত আত্মবিশ্বাসী কর্মচারীরা সুরক্ষা সতর্কতা উপেক্ষা করে। ফলে তাদের কাজটি দুইবার চেক করা। তাদের গুরুত্বের সাথে বোঝাতে হবে দুর্ঘটনা যে কোন সময় যে কারো সাথে ঘটতে পারে, যতই দক্ষ বা অভিজ্ঞ হোক না কেন;
  • কারণ – অগোছালো ওয়ার্কশপ একটি বিপজ্জনক কর্মক্ষেত্র। মেঝেগুলোর উপর অবজেক্টস এবং বর্ধিতাংশ
    বা ভগ্নাবশেষ টিপিং বিপত্তি ডেকে আনে, ভেজা বা নোংরা মেঝেগুলো পিছলে পড়ার কারণ হতে পারে,
    খারাপ ভাবে অন্তর্ভুক্ত রাসায়নিকগুলো একটি স্পষ্ট দুর্ঘটনার কারণ হতে পারে,
  • প্রতিকার – ওয়ার্কশপ পরিষ্কারের জন্য দক্ষ কর্মী ব্যবহার করা এবং ভাল মানের ক্লিনিং উপাদান ব্যবহার করা। প্রয়োজনে প্রশিক্ষণের ব্যবস্থা করা;
  • কারণ -যথাযথ জ্ঞান, প্রশিক্ষণ, সার্টিফিকেশন, টুলস ও পিপিই ব্যতীত কারও কাজ করা উচিত নয় । এতে দুর্ঘটনা ঘটতে পারে ।
  • প্রতিকার – কাজ শুরুর পূর্বে সঠিকভাবে প্রিপারেশন নেয়া, তাড়া হুড়া করে ওয়ার্কশপে ঢুকে কাজ শুরু না
    করা।

 

ওয়ার্কশপে দুর্ঘটনার কারণ ও প্রতিকার

 

 ওয়ার্কশপে দুর্ঘটনার কারিগরি কারণ ও প্রতিকার (Technical Cause and Remedy of the Accident in Workshop)

  • কারণ – বৈদ্যুতিক লাইনে ত্রুটি থাকলে;
  • প্রতিকার – মাঝে মাঝে বৈদ্যুতিক লাইনগুলো পরীক্ষা করে দেখতে হবে। যদি কোনো ত্রুটি পাওয়া যায় তাহলে সঙ্গে সঙ্গে ঠিক করে ফেলতে হবে, পরে করবো বলে ফেলে রাখা যাবে না ।
  • কারণ– লাইনে অতিরিক্ত ভোল্টেজ আসলে;
  • প্রতিকার– অতিরিক্ত ভোল্টেজের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য প্রোটেক্টর ব্যবহার করতে হবে। যেমন-সার্কিট ব্রেকার, ফিউজ ইত্যাদি;
  • কারণ-উচ্চ ভোল্টেজের ক্যাপাসিটর ডিসচার্জ না করলে;
  • প্রতিকার– ডিভাইস বা মেশিনে হাই ভোল্টেজের ক্যাপাসিটর থাকলে অবশ্যই কাজের শুরুতে ডিসচার্জ করে নিতে হবে;
  •  কারণ – প্রয়োজনের চেয়ে কম স্পেসিফিকেশনের মেজারিং ইকুইপম্যান্ট ব্যবহার করলে;
  • প্রতিকার – সঠিক মানের মেজারিং ইকুইপম্যান্ট ব্যবহার করতে হবে।
  • কারণ – ওয়ার্কশপে সঠিক মানের সার্কিট ব্রেকার ও ফিউজ ব্যবহার না করলে;
  • প্রতিকার – সার্কিট ব্রেকার ও ফিউজ হচ্ছে প্রটেকটিভ ডিভাইস, যদি সঠিক মানের না হয় তাহলে ওয়ার্কশপের মেশিন বা যন্ত্রপাতি দুর্ঘটনার থেকে রক্ষা করতে পারবে না ।
google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

আরও দেখুনঃ

Leave a Comment