পাওয়ার সাপ্লাই এ ব্যবহৃত বিভিন্ন ধরনের কম্পোনেন্টসমূহ

আজকে আমরা পাওয়ার সাপ্লাই এ ব্যবহৃত বিভিন্ন ধরনের কম্পোনেন্টসমূহ সম্পর্কে আলোচনা করবো  । যা জেনারেল ইলেকট্রনিক্স ১ এর লো ভোল্টেজ ডিসি পাওয়ার সাপ্লাই তৈরি ও মেরামত অংশের অন্তর্গত।

 

পাওয়ার সাপ্লাই এ ব্যবহৃত বিভিন্ন ধরনের কম্পোনেন্টসমূহ

 

Table of Contents

পাওয়ার সাপ্লাই এ ব্যবহৃত বিভিন্ন ধরনের কম্পোনেন্টসমূহ

১। ফিউজঃ

পাওয়ার সাপ্লাইকে অতিরিক্ত তাপ ও অতিরিক্ত ডোস্টেজ থেকে রক্ষা করার জন্য ব্যবহার করা হয়।

 

পাওয়ার সাপ্লাই এ ব্যবহৃত বিভিন্ন ধরনের কম্পোনেন্টসমূহ

 

২। ভ্যারিস্টরঃ

ট্রানসিয়েন্ট ভোল্টেজ থেকে পাওয়ার সাপ্লাইকে রক্ষা করার জন্য ব্যবহার করা হয়।

 

পাওয়ার সাপ্লাই এ ব্যবহৃত বিভিন্ন ধরনের কম্পোনেন্টসমূহ

 

৩। ইএমআই / আরএফআই ফিল্টার সেকশন:

ইলেকট্রোম্যাগনেটিক রেডিও ফ্রিকোয়েন্সি ইন্টারফেরারেল থেকে সার্কিটকে রক্ষা করার জন্য ব্যবহার করা হয়।

 

পাওয়ার সাপ্লাই এ ব্যবহৃত বিভিন্ন ধরনের কম্পোনেন্টসমূহ

 

৪। নেগেটিভ টেম্পারেচার কোইফিসিয়েন্ট থার্মিস্টর:

ইহা তাপমাত্রা নিরক্ষণের মাধ্যমে লোড রেইল ক্যাপাসিটরের চার্জিং কারেন্টকে নিয়ন্ত্রণ করে।

 

পাওয়ার সাপ্লাই এ ব্যবহৃত বিভিন্ন ধরনের কম্পোনেন্টসমূহ

 

৫। ব্রিজ রেকটিফায়ার:

ইহা এসিকে পালসেটিং ডিসিতে রুপান্তর করে। বর্তমান পাওয়ার সাপ্লাইয়ে চারটি ডায়োড দিয়ে বা সিঙ্গেল চিপ আকারেও ব্রিজ রেকটিফায়ার পাওয়া যায়।

 

পাওয়ার সাপ্লাই এ ব্যবহৃত বিভিন্ন ধরনের কম্পোনেন্টসমূহ

 

৬ । বড় ফিল্টার ক্যাপাসিটর:

ইহা ইনপুট রেকটিফায়ারের আউটপুটের রিপন দুর করে খাঁটি ডিসিতে রুপান্তর করে।

 

পাওয়ার সাপ্লাই এ ব্যবহৃত বিভিন্ন ধরনের কম্পোনেন্টসমূহ

 

৭। রেজিস্টরঃ

রেজিস্টর কারেন্ট প্রবাহের পথে বাধা প্রদান করে। ইহা সার্কেটের বিভিন্ন কম্পোনেন্টকে সঠিক মানের কারেন্ট সরবরাহে সহযোগিতা করে।

 

পাওয়ার সাপ্লাই এ ব্যবহৃত বিভিন্ন ধরনের কম্পোনেন্টসমূহ

 

৮। নন পোলারাইজড ক্যাপাসিটরঃ

এ ক্যাপাসিটরগুলো আরফাই ও অসিলেটর সেকশনে ব্যবহৃত হয়।

 

পাওয়ার সাপ্লাই এ ব্যবহৃত বিভিন্ন ধরনের কম্পোনেন্টসমূহ

 

৯। জিনার ডায়োড

জিনার ডায়োড পাওয়ার আইসিকে রক্ষা করে এবং ওভারডোস্টেজে পাওয়ার সাপ্লাইকে বন্ধ করে দেয়।

 

পাওয়ার সাপ্লাই এ ব্যবহৃত বিভিন্ন ধরনের কম্পোনেন্টসমূহ

 

১০। ডায়োড

পাওয়ার সাপ্লাই এ সাধারণ ডায়োডের পাশাপাশি ফাস্ট রিকোভারি ডায়োডও ব্যবহৃত হয়। যা পাওয়ার আইসিকে ডিসি ভোল্টেজ সরবরাহ করে।

 

পাওয়ার সাপ্লাই এ ব্যবহৃত বিভিন্ন ধরনের কম্পোনেন্টসমূহ

 

১১। বাইপোলার ট্রানজিস্টর

ট্রানজিস্টর সাধারণত পাওয়ার সাপ্লাইজের অসিলেটর সার্কিটে সুইচিং ও অ্যাপ্লিফিকেশনের কাজে ব্যবহৃত হয়।

 

পাওয়ার সাপ্লাই এ ব্যবহৃত বিভিন্ন ধরনের কম্পোনেন্টসমূহ

 

১২। আইজিবিটি ট্রানজিস্টর

পাওয়ার সাপ্লাই সার্কিটে আইজিবিটি সুইচিং ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়।

 

পাওয়ার সাপ্লাই এ ব্যবহৃত বিভিন্ন ধরনের কম্পোনেন্টসমূহ

 

১৩। সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার:

ওভার ভোল্টেজ প্রোটেকশন সার্কিট হিসেবে ইহা পাওয়ার সাপ্লাই সার্কিটের প্রাইমারি ও সেকেন্ডারি উভয় সেকশনেই ব্যবহার করা হয় ।

 

পাওয়ার সাপ্লাই এ ব্যবহৃত বিভিন্ন ধরনের কম্পোনেন্টসমূহ

 

১৪। পাওয়ার আইসি

ইহা পাওয়ার এফইটি/ট্রানজিস্টরকে সুইচিং করার জন্য ওয়েডফরম তৈরিতে ব্যবহৃত হয়।

 

পাওয়ার সাপ্লাই এ ব্যবহৃত বিভিন্ন ধরনের কম্পোনেন্টসমূহ

 

১৫। পাওয়ার এফইটি

পাওয়ার আইসি থেকে প্রাপ্ত ওয়েতফরম দিয়ে এসএমপিএস ট্রান্সফরমারকে সুইচিং করে।

 

পাওয়ার সাপ্লাই এ ব্যবহৃত বিভিন্ন ধরনের কম্পোনেন্টসমূহ

 

১৬। সুইচ মোড পাওয়ার ট্রান্সফরমার:

এ ট্রান্সফরমার ইনপুট এসিকে ভিন্ন ভোল্টেজের এসিতে রুপান্তর করে ।

 

পাওয়ার সাপ্লাই এ ব্যবহৃত বিভিন্ন ধরনের কম্পোনেন্টসমূহ

 

১৭। সেকেন্ডারি আউটপুট ডায়োড:

ইহা ফাস্ট রিকোভারি ডায়োড (হাই স্পিড) এবং হাই পালসের এসি সিগন্যালকে ডিসিতে রুপান্তর করে এবং হাই স্পিড সুইচিং এর কাজেও ব্যবহৃত হয়।

 

পাওয়ার সাপ্লাই এ ব্যবহৃত বিভিন্ন ধরনের কম্পোনেন্টসমূহ

 

১৮। সেকেন্ডারি ফিল্টার ক্যাপাসিটর

এ ক্যাপাসিটরগুলোও কিস্টারিং এর কাজ করে কিন্তু এগুলো প্রাইমারি সাইডের চেয়ে ছোট সাইজের ব্যবহৃত হয়।

 

পাওয়ার সাপ্লাই এ ব্যবহৃত বিভিন্ন ধরনের কম্পোনেন্টসমূহ

 

১৯। সেকেন্ডারি আউটপুট ইন্ডাক্টর/কয়েল:

ইহা ফিল্টারিং এর কাজে ব্যবহৃত হয়।

 

পাওয়ার সাপ্লাই এ ব্যবহৃত বিভিন্ন ধরনের কম্পোনেন্টসমূহ

 

২০। অপটোআইসোলেটর আইসি:

আউটপুট ভোল্টেজকে স্থির রাখার জন্য ফিডব্যাক লুপের মাধ্যমে নিয়ন্ত্রণের কাজ করে।

 

পাওয়ার সাপ্লাই এ ব্যবহৃত বিভিন্ন ধরনের কম্পোনেন্টসমূহ

 

২১। এডজাস্ট্যাবল প্রিসিশন শান্ট রেগুলেটর আইসি :

ইহা ভোল্টেজ রেগুলেশনের জন্য ব্যবহৃত হয়।

 

পাওয়ার সাপ্লাই এ ব্যবহৃত বিভিন্ন ধরনের কম্পোনেন্টসমূহ

 

২২। ছোট প্রিসেট:

এটি একটি পটেনশিওমিটার বা ভেরিয়েবল রেজিস্টর যা আউটপুট ভোল্টেজ নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয়।

 

পাওয়ার সাপ্লাই এ ব্যবহৃত বিভিন্ন ধরনের কম্পোনেন্টসমূহ

 

২৩। ভোল্টেজ রেগুলেটরঃ

এটি রেগুলেটর ৭৮xx ও ৭৯xx সিরিজের আইসি। যা আউটপুটে ফিক্সড ডিসি ভোল্টেজ পাওয়ার জন্য ব্যবহৃত হয়।

 

পাওয়ার সাপ্লাই এ ব্যবহৃত বিভিন্ন ধরনের কম্পোনেন্টসমূহ

google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

আরও দেখুনঃ

Leave a Comment