পাওয়ার সাপ্লাই মেরামত

আজকে আমরা পাওয়ার সাপ্লাই মেরামত সম্পর্কে আলোচনা করবো । যা জেনারেল ইলেকট্রনিক্স ১ এর লো ভোল্টেজ ডিসি পাওয়ার সাপ্লাই তৈরি ও মেরামত অংশের অন্তর্গত।

 

পাওয়ার সাপ্লাই মেরামত

 

পাওয়ার সাপ্লাই মেরামত

যেকোন ধরনের ইলেকট্রনিক ডিভাইস চলার জন্য সেখানে পাওয়ারের প্রয়োজন হয়। সেই পাওয়ারটা হচ্ছে বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি। ঠিক তেমনই কম্পিউটার সচল রাখতে ও পাওয়ার প্রয়োজন হয়। আর সেই পাওয়ার নিরবচ্ছিন্ন ভাবে প্রদান করতে থাকতে পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাই কম্পিউটারের প্রতিটা যন্ত্রাংশে সঠিক ভাবে পাওয়ার সাপ্লাই করে যায়। এটা যদি সঠিক ভাবে পাওয়ার সাপ্লাই না করতে পারে, তাহলে কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। যেমনঃ অটো রিস্টার্ট হওয়া, হ্যাং করা, স্লো হয়ে যাওয়া সহ আর নানাবিধ।

তাই এটা কম্পিউটারের জন্য খুবই জরুরি একটা অংশ। বাজারে নানা ধরনের, নানা ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই কিনতে পাওয়ার যায়। আপনার জন্য আদর্শ কোনটা সেটা আপনাকে খুজে বের করতে হবে এবং এর পরেই আপনি সঠিক আউটপুট পেতে থাকবেন।

 

পাওয়ার সাপ্লাই মেরামত

 

পাওয়ার সাপ্লাই মেরামত ( Power Supply Repairing)

ইলেকট্রনিক্স ডিভাইসগুলো মূলত চলে পাওয়ার সাপ্লাই ইউনিটের মাধ্যমে। পাওয়ার সাপ্লাই ইউনিটে ত্রুটি দেখা দিলে যন্ত্র বা ডিভাইসটি কখনোই সচল করা সম্ভব নয়। তাই পাওয়ার সাপ্লাই ইউনিট মেরামত করতে দক্ষতা অর্জন করা জরুরি। যে কোন ডিভাইস মেরামত করার আগে অবশ্যই ঐ সম্পর্কিত ডিভাইসের স্পেসিফিকেশন জেনে নেওয়া প্রয়োজন ।

 

পাওয়ার সাপ্লাই মেরামত

 

পাওয়ার সাপ্লাইয়ের সাধারণ ত্রুটিসমূহ (Common Faults of the Power Supply)

  • পাওয়ার সাপ্লাই এ পাওয়ার অন হয় না;
  • স্বাভাবিক অপারেশনের সময় স্বতঃস্ফুর্ত অন অফ হয়;
  • পাওয়ার সাপ্লাইয়ের পাখা ঘোরে না;
  • পাওয়ার সাপ্লাই অতিরিক্ত গরম হয়;
  • কেসিং এ বৈদ্যুতিক শক অনুভূত হয়;
  • ডিভাইস অন করার সাথে সাথে সার্কিট ব্রেকার পড়ে যায়;
  • পাওয়ার সাপ্লাইয়ের ফিউজ বারবার কেটে যায় ।
google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

আরও দেখুনঃ

Leave a Comment