ইলেকট্রনিক্স কাজে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রিক্যাল সরঞ্জাম এবং কম্পোনেন্ট সমূহের ভৌত কাঠামো ও স্পেসিফিকেশন

আজকের আলোচনার বিষয়ঃ ইলেকট্রনিক্স কাজে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রিক্যাল সরঞ্জাম এবং কম্পোনেন্ট সমূহের ভৌত কাঠামো ও স্পেসিফিকেশন। যা জেনারেল ইলেকট্রনিক্স ১ এর ইলেকট্রনিক কাজে ব্যবহৃত হ্যান্ড টুলস, পরিমাপক যন্ত্র এবং কম্পোনেন্টসমূহের ব্যবহার ও টেস্টিং অংশের অন্তর্গত।

 

ইলেকট্রনিক্স কাজে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রিক্যাল সরঞ্জাম এবং কম্পোনেন্ট সমূহের ভৌত কাঠামো ও স্পেসিফিকেশন

 

 ইলেকট্রনিক্স কাজে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রিক্যাল সরঞ্জাম এবং কম্পোনেন্ট সমূহের ভৌত কাঠামো ও স্পেসিফিকেশন

এ অনুচ্ছেদে বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল সরঞ্জাম এবং কম্পোনেন্ট সমূহের ভৌত কাঠামো ও স্পেসিফিকেশন
নিয়ে আলোকপাত করা হলো।

সুইচ (Switch):

ইলেকট্রিক্যাল সুইচ হলো একটি ডিভাইস বা কম্পোনেন্ট, যা দ্বারা একটি ইলেকট্রিক্যাল সার্কিটের কারেন্ট বা ইলেকট্রনের প্রবাহকে নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা হয়। ইহাকে ইলেকট্রিক্যাল সার্কিটের নিয়ন্ত্রণকারী ডিভাইস বলে। একটি সুইচ ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স সার্কিটে কারেন্ট প্রবাহের পথ সংযোগ করে বা বিচ্ছিন্ন করে। ইহা একটি কন্ডাক্টর থেকে অন্য কন্ডাক্টরে কারেন্ট প্রবাহে বাধা প্রদান করে বা প্রবাহিত হতে দেয়।

 

ইলেকট্রনিক্স কাজে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রিক্যাল সরঞ্জাম এবং কম্পোনেন্ট সমূহের ভৌত কাঠামো ও স্পেসিফিকেশন

 

সকেট (Socket):

এসি পাওয়ার প্লাগ এবং সকেটগুলো বৈদ্যুতিক সরঞ্জামগুলোকে বিল্ডিং এবং অন্যান্য অলটারনেটিং কারেন্ট (এসি) সরবরাহের সাথে সংযুক্ত করে। ভোল্টেজ ও কারেন্ট রেটিং, আকার-আকৃতি, কন্ডাক্টর ইত্যাদির উপর ভিত্তি করে বৈদ্যুতিক প্লাগ এবং সকেট একে অপরের থেকে পৃথক। বিশ্বজুড়ে প্রাগ এবং সকেটের বিভিন্ন স্ট্যান্ডার্ড সিস্টেম ব্যবহার করা হয়।

 

ইলেকট্রনিক্স কাজে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রিক্যাল সরঞ্জাম এবং কম্পোনেন্ট সমূহের ভৌত কাঠামো ও স্পেসিফিকেশন

 

মাল্টিপ্লাগ (Multiplug):

বিদ্যুতের জন্য একাধিক অনুরূপ সকেট ধারণ করে একাধিক প্লাগ একক সকেটে সংযোগ করতে দেয় এমন বৈদ্যুতিক ডিভাইসকে মাল্টিপ্লাগ বলে।

 

ইলেকট্রনিক্স কাজে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রিক্যাল সরঞ্জাম এবং কম্পোনেন্ট সমূহের ভৌত কাঠামো ও স্পেসিফিকেশন

 

পাওয়ার কেবল (Power Cable):

পাওয়ার কেবল হলো বৈদ্যুতিক কেবল, এক বা একাধিক বৈদ্যুতিক কন্ডাক্টরের একটি সমাবেশ, যা সাধারণত সামগ্রিকভাবে মেশিনের সাথে থাকে। এটি সাধারণত বিদ্যুৎ সঞ্চালনের জন্য ব্যবহৃত হয়।

 

ইলেকট্রনিক্স কাজে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রিক্যাল সরঞ্জাম এবং কম্পোনেন্ট সমূহের ভৌত কাঠামো ও স্পেসিফিকেশন

 

ফিউজ (Fuse)

ইলেকটনিক্স এবং বৈদ্যুতিক ইঞ্জিনিয়ারিং এ ফিটজ একটি বৈদ্যুতিক সুরক্ষা ডিভাইস বা বৈদ্যুতিক সার্কিটের মাত্রাতিরিক্ত কারেন্ট থেকে রক্ষা করে। এর অত্যাবশ্যক উপাদানটি একটি ধাতব তার বা ক্ষিপ যা খুব বেশি কারেন্ট প্রবাহিত হলে গরমে গলে যায়। ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে কারেন্ট প্রবাহ বন্ধ হয় ।

 

ইলেকট্রনিক্স কাজে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রিক্যাল সরঞ্জাম এবং কম্পোনেন্ট সমূহের ভৌত কাঠামো ও স্পেসিফিকেশন

 

রিলে (Relay)

রিলে একটি ইলেকট্রোম্যাগনেটিক সুইচ। যার দুইটি অংশ থাকে একটি করেন, অপরটি সুইচিং অংশ। যখন রিনের মধ্যে নিয়ে কারেন্ট প্রবাহিত হয়, তখন তার মধ্যে থাকা করেন ম্যাগনেটাইজ হয়। বায় কারণে রিলেতে থাকা সুইচিং অংশ অন অফ সুইচের মত কাজ করে সার্কিটকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করে। রিলেকে বৈদ্যুতিক সিস্টেমের নীরব প্রহরী বলা হয়।

 

ইলেকট্রনিক্স কাজে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রিক্যাল সরঞ্জাম এবং কম্পোনেন্ট সমূহের ভৌত কাঠামো ও স্পেসিফিকেশন

 

ট্রান্সফরমার (Transformer):

ট্রান্সফরমার এমন একটি স্ট্যাটিক ডিভাইস যা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের মাধ্যমে কাজ করে। এটি ক্লিফোরেন্সি এবং পাওয়ার ঠিক রেখে এক সার্কিট থেকে অন্য সার্কিটে ইলেকট্রিক্যাল পাওয়ার ট্রান্সফার করে। ট্রান্সফরমারে মিউচুয়াল ইন্ডাকট্যান্সের মাধ্যমে এক সার্কিট থেকে অন্য সার্কিট অর্থাৎ প্রাইমারি উইন্ডিং থেকে সেকেন্ডারি উইন্ডিং এ পাওয়ার ট্রান্সফার হয়। ট্রান্সফরমারের সাহায্যে ভোল্টেজ বেশি বা কম করা হয়। যে ট্রান্সফরমারের সাহায্যে ডোস্টেজ কম করা হয় তাকে স্টেপ ডাউন এবং যে ট্রালফরমারের সাহায্যে ভোল্টেজ বেশি করা হয় তাকে স্টেপ-আপ ট্রান্সফরমার বলে। স্টেপ-আन च স্টেপ-ডাউন দুই ধরনের ট্রান্সফরমারেই ইনপুট এবং আউটপুট পাওয়ার সমান থাকে।

 

ইলেকট্রনিক্স কাজে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রিক্যাল সরঞ্জাম এবং কম্পোনেন্ট সমূহের ভৌত কাঠামো ও স্পেসিফিকেশন

 

পাওয়ার সাপ্লাই ইউনিট (Power Supply Unit)

একটি পাওয়ার সাপ্লাই ইউনিট (পিএসই) ইলেকট্রনিক্স ডিভাইন বা  যন্ত্রপাতির অভ্যন্তরীণ উপাদানগুলোর জন্য মেইন এসিকে কম ভোল্টেজ নিরঞ্জিত ডিসি পাওয়ারে রূপান্তর করে।

 

ইলেকট্রনিক্স কাজে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রিক্যাল সরঞ্জাম এবং কম্পোনেন্ট সমূহের ভৌত কাঠামো ও স্পেসিফিকেশন

google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

আরও দেখুনঃ

Leave a Comment