কম্পোনেন্টসমূহ টেস্টিং পদ্ধতি

আজকের আলোচনার বিষয়ঃ কম্পোনেন্টসমূহ টেস্টিং পদ্ধতি । যা জেনারেল ইলেকট্রনিক্স ১ এর ইলেকট্রনিক কাজে ব্যবহৃত হ্যান্ড টুলস, পরিমাপক যন্ত্র এবং কম্পোনেন্টসমূহের ব্যবহার ও টেস্টিং অংশের অন্তর্গত।

 

কম্পোনেন্টসমূহ টেস্টিং পদ্ধতি

 

কম্পোনেন্টসমূহ টেস্টিং পদ্ধতি

এ অনুচ্ছেদে ইলেকট্রনিক্স ল্যাবে বা কাজে ব্যবহৃত বেসিক কম্পোনেন্টগুলোর পরীক্ষা করার পদ্ধতি নিয়ে
আলোকপাত করা হলো।

অনুসন্ধানমূলক কাজ: রেজিস্ট্যান্স পরীক্ষাকরণ (Resistance Tonting)।

আমরা শ্রদ্ধের শিক্ষককে সাথে নিয়ে নমুনা মোতাবেক অ্যানালগ ও ডিজিটাল মাল্টিমিটার দিয়ে রেজিস্টর পরীক্ষা করে সংযুক্ত তথ্য ছকটি পুরণ করি।

 

ইলেকট্রনিক কম্পোনেন্ট সমূহের ভৌত কাঠামো, প্রতীক, ফাংশন, প্রয়োগ ও স্পেসিফিকেশন 
রেজিস্টর

 

 

তথ্য ছক

কম্পোনেন্টসমূহ টেস্টিং পদ্ধতি

 

কম্পোনেন্টসমূহ টেস্টিং পদ্ধতি
অ্যানালগ মাল্টিমিটার দিয়ে রেজিস্টর পরীক্ষাকরণ

 

কম্পোনেন্টসমূহ টেস্টিং পদ্ধতি
ডিজিটাল মাল্টিমিটার দিয়ে রেজিস্টর পরীক্ষাকরণ

 

রেজিস্টরের গায়ের রং দেখে রেজিস্টরের মান বাহির করার পদ্ধতিকে কালার কোড পদ্ধতি বলে।

কালার কোড টেবিল:

কম্পোনেন্টসমূহ টেস্টিং পদ্ধতি

 

কালার কোডের সাহায্যে রেজিস্টরের মান নির্ণয়

১। একটি রেজিস্টরের পারে ৩টি লাল রং এবং একটি সোনালী রং এর ব্যান্ড দেওয়া আছে। টলারেন্স সহ রেজিস্টরের মান নির্ণয় কর।

একটি রেজিউয়ের গায়ে ৩টি লাল রং এবং একটি সোনালী রং এর ব্যান্ড দেওয়া আছে। টলারেন্স সহ রেজিস্টরের মান নির্ণয় কর।

১ম ব্যান্ডে লাল জন্য কালার কোডের মান= A=2

২য় ব্যান্ডে লাল জন্য কালার কোডের মান=B=2

৩য় ব্যান্ডে লালের জন্য কালার কোডের মান= ১০c =১02 = 100

এবং ৪র্থ ব্যান্ড বা টলারেন্স এর সোনালী জন্য কালার কোডের মান= D= ±৫%

google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

রেজিস্টরেরর মান = ABX 10c C±D%

= ২২ × ১০২±৫%

= ২২০০±৫%

= ২২০০ ওহম (প্রকৃত মান)

সর্বোচ্চ মান = ২২০০+৫%

= ২২০০+১১০

= ২৩১০

=২.৩১ কিলোওহম

সর্বোনিম্ন মান = ২২০০ – ৫%

= ২২০০-১১০

= ২০৯০

=২.০৯ কিলোওহম

অনুসন্ধানমূলক কাজঃ ক্যাপাসিটর পরীক্ষাকরণ (Capacitor Testing)।

আমরা শ্রদ্ধেয় শিক্ষককে সাথে নিয়ে নমুনা মোতাবেক অ্যানালগ ও ডিজিটাল মাল্টিমিটার দিয়ে ক্যাপাসিটর পরীক্ষা করে সংযুক্ত তথ্য ছকটি পূরণ করি:

 

 

ইলেকট্রনিক কম্পোনেন্ট সমূহের ভৌত কাঠামো, প্রতীক, ফাংশন, প্রয়োগ ও স্পেসিফিকেশন 
ক্যাপাসিটর

 

 

কম্পোনেন্টসমূহ টেস্টিং পদ্ধতি
অ্যানালগ মাল্টিমিটার দিয়ে ক্যাপাসিটর পরীক্ষাকরণ

 

কম্পোনেন্টসমূহ টেস্টিং পদ্ধতি
ডিজিটাল মাল্টিমিটার দিয়ে ক্যাপাসিটর পরীক্ষাকরণ

 

তথ্য ছক

 

কম্পোনেন্টসমূহ টেস্টিং পদ্ধতি

 

পিএফ ক্যাপাসিটরের মান গুলোকে কোডের মাধ্যমে প্রকাশ করা হয়। যেমন: ১০১ এর দ্বারা বোঝায় ১০০ পিএফ অর্থ্যাৎ প্রথম দুই সংখ্যার পর তৃতীয় যে ডিজিট থাকে তা শুন্যের সংখ্যা বোঝায় । এখানে ৩য় ডিজিট ১ আছে তাই ১০ এর পর একটি শুন্য যোগ করে ১০০ পিএফ হয়েছে।

ক্যাপাসিটরের কালার কোড

 

কম্পোনেন্টসমূহ টেস্টিং পদ্ধতি

কম্পোনেন্টসমূহ টেস্টিং পদ্ধতি
ক্যাপাসিটরের কালার ব্যান্ডের চিত্র

 

এখানে A ও B দুটি অংক C হচ্ছে মাল্টিপ্লয়ার বা অন্যের সংখ্যা D হচ্ছে টলারেন্স আর E হচ্ছে কার্যকরী ভোল্টেজ।

রেজিষ্টরের মান = ABX 10c C±D%, E

অনুসন্ধানমূলক কাজ: ইন্ডাক্টর পরীক্ষাকরণ (Inductor Testing)।

আমরা এদের শিক্ষককে সাথে নিয়ে নমুনা মোতাবেক অ্যানালগ ও ডিজিটাল মাল্টিমিটার দিয়ে ইভার্টর পরীক্ষা
করে সংযুক্ত তথ্য ছকটি পূরণ করি :

 

কম্পোনেন্টসমূহ টেস্টিং পদ্ধতি
অ্যানালগ মাল্টিমিটার দিয়ে ইভার্টর পরীক্ষাকরণ

 

কম্পোনেন্টসমূহ টেস্টিং পদ্ধতি
ডিজিটাল মাল্টিমিটার দিয়ে ইভার্টর পরীক্ষাকরণ

তথ্য ছক

 

কম্পোনেন্টসমূহ টেস্টিং পদ্ধতি

 

অনুসন্ধানমূলক কাজ ডায়োড পরীক্ষাকরণ (Dlode Testing)।

আমরা স্রহ্মের শিক্ষককে সাথে নিয়ে নমুনা মোতাবেক অ্যানালগ ও ডিজিটাল মাল্টিমিটার দিয়ে ডায়োড পরীক্ষা করে সংযুক্ত তথ্য ছকটি পুরণ করি:

 

কম্পোনেন্টসমূহ টেস্টিং পদ্ধতি
ডায়োড

 

কম্পোনেন্টসমূহ টেস্টিং পদ্ধতি
অ্যানালগ মাল্টিমিটার দিয়ে ডায়োড পরীক্ষাকরণ

 

কম্পোনেন্টসমূহ টেস্টিং পদ্ধতি
ডিজিটাল মাল্টিমিটার দিয়ে ডায়োড পরীক্ষাকরণ

 

 

তথ্য ছক

 

কম্পোনেন্টসমূহ টেস্টিং পদ্ধতি

 

অনুসন্ধানমূলক কাজ: ট্রানজিস্টর পরীক্ষাকরণ (Transistor Testing)।

আমরা গ্রহ্মের শিক্ষককে সাথে নিয়ে নমুনা মোতাবেক এনালগ ও ডিজিটাল মাল্টিমিটার দিয়ে ট্রানজিস্টর পরীক্ষা করে সংযুক্ত উপরের তথ্য ছকটি পূরণ করি:

 

কম্পোনেন্টসমূহ টেস্টিং পদ্ধতি
ট্রানজিস্টর

 

কম্পোনেন্টসমূহ টেস্টিং পদ্ধতি
এনালগ মাল্টিমিটার দিয়ে ট্রানজিস্টরের বেস টু কালেক্টর রেজিস্ট্যান্স পরীক্ষাকরণ

 

কম্পোনেন্টসমূহ টেস্টিং পদ্ধতি
এনালগ মাল্টিমিটার দিয়ে ট্রানজিস্টরের বেস টু ইমিটার রেজিস্ট্যান্স পরীক্ষাকরণ

 

কম্পোনেন্টসমূহ টেস্টিং পদ্ধতি
এনালগ মাল্টিমিটার দিয়ে ট্রানজিস্টরের কালেক্টর টু ইমিটারের রেজিস্ট্যান্স পরীক্ষাকরণ

 

কম্পোনেন্টসমূহ টেস্টিং পদ্ধতি
ডিজিটাল মাল্টিমিটার দিয়ে ট্রানজিস্টরের বেস টু কালেক্টর রেজিস্ট্যান্স পরীক্ষাকরণ

 

কম্পোনেন্টসমূহ টেস্টিং পদ্ধতি
ডিজিটাল মাল্টিমিটার দিয়ে ট্রানজিস্টরের বেস টু ইমিটার রেজিস্ট্যান্স পরীক্ষাকরণ

 

তথ্য ছক

 

কম্পোনেন্টসমূহ টেস্টিং পদ্ধতি

 

অনুসন্ধানমূলক কাজ: আইসি পরীক্ষাকরণ (IC Testing)।

আমরা শ্রদ্ধেয় শিক্ষককে সাথে নিয়ে নমুনা মোতাবেক অ্যানালগ ও ডিজিটাল মাল্টিমিটার দিয়ে আইসি পরীক্ষাকরণ করে সংযুক্ত তথ্য ছকটি পূরণ করি:

কম্পোনেন্টসমূহ টেস্টিং পদ্ধতি
আইসি

 

কম্পোনেন্টসমূহ টেস্টিং পদ্ধতি
অ্যানালগ মাল্টিমিটার দিয়ে আইসি পরীক্ষাকরণ

 

কম্পোনেন্টসমূহ টেস্টিং পদ্ধতি
ডিজিটাল মাল্টিমিটার দিয়ে আইসি পরীক্ষাকরণ

 

তথ্য ছক

কম্পোনেন্টসমূহ টেস্টিং পদ্ধতি

 

আরও দেখুনঃ

Leave a Comment