স্মার্ট মোবাইল ফোনের বিভিন্ন কম্পোনেন্ট এর কাজ বর্ণনা

আজকে আমাদের আলোচনার বিষয়-স্মার্ট মোবাইল ফোনের বিভিন্ন কম্পোনেন্ট এর কাজ বর্ণনা

স্মার্ট মোবাইল ফোনের বিভিন্ন কম্পোনেন্ট এর কাজ বর্ণনা (Describes the Various Component’s Functions of Smart Mobile Phone)

অনুচ্ছেদ ৪.১.৭ এ চিত্র-৪.৫ – ৪.৭ স্মার্ট মোবাইল ফোনের বিভিন্ন কম্পোনেন্ট এর নাম উল্লেখকরণ এবং নিম্নে এর কাজ বর্ণনা করা হলো:

টাচ স্ক্রিন (Touch Screen )

স্মার্টফোনে ফিজিক্যাল কিবোর্ডে পরিবর্তে টাচ স্ক্রিনের সাহায্যে নাম্বার ডায়ালিং ও টেক্সট বার্তা প্রেরণ, স্মার্টফোনের বিভিন্ন অ্যাপ্লিকেশন সফ্টওয়্যার ও ফাংশন সহজে ও দ্রুত পরিচালনা করা যায় ।

ডিসপ্লে (Display)

মোবাইল ফোনের এই অংশটি সমস্ত তথ্য প্রদর্শনের জন্য ব্যবহার করা হয়। স্মার্টফোনে (Smartphone) সাধারণত আইপিএস (IPS – In Plane Switching), এইচডি (HD – High Definition), ফুল এইচডি, ফুল এইচডি প্লাস, রেটিনা (Retina) ইত্যাদি ডিসপ্লে ব্যবহার করা হয়।

ক্যামেরা (Camera )

স্মার্ট ফোনে ভিডিও রেকর্ড এবং ছবি ক্যাপচারের জন্য ব্যাক সাইডে এক বা একাধিক ক্যামেরা ব্যবহার করা হয়, যা ব্যাক ক্যামেরা বা রিয়ার ক্যামেরা নামে পরিচিত। ফ্রন্ট সাইডেও ফ্রন্ট ক্যামেরা হিসেবে এক বা একাধিক ক্যামেরা ব্যবহার করা হয়।

 

স্মার্ট মোবাইল ফোনের বিভিন্ন কম্পোনেন্ট এর কাজ বর্ণনা

 

সিম কার্ড সকেট (SIM Card Socket)

সিম কার্ড ব্যবহার এবং সিম কার্ডের ডাটা সিপিইউতে প্রেরণের জন্য সিম কার্ড সকেট ব্যবহার করা হয়। স্মার্টফোনে সিম কার্ড এবং মেমোরি কার্ড এর জন্য একটি সকেট ব্যবহার করা হয়। একটি সকেটে একাধিক সিম কার্ড এবং একটি মাইক্রো এসডি মেমোরি কার্ড ব্যবহার করা হয়।

মেমরি কার্ড সকেট (Memory Card Socket)

বাহ্যিক মেমরি স্টোরেজ কার্ড যেমন ফটো, ভিডিও, অডিও ইত্যাদির মতো ডেটা সঞ্চয় করতে এসডি কার্ড, যিনি এসডি কার্ড এবং মাইক্রো এসডি কার্ড ব্যবহৃত হয়। এগুলো বহিরাগত মেমরি (External Memory ) হিসাবে ব্যবহৃত হয়। বহিরাগত মেমরি (External Memory) মোবাইল ফোনে সংযুক্ত করার জন্য মেমোরি কার্ড সকেট ব্যবহার করা হয়।

অ্যান্টেনা (Antenna)

অ্যান্টেনা রেডিও ফ্রিকোয়েন্সি গ্রহণ এবং প্রেরণ করতে ব্যবহৃত হয়। এটি মোবাইল ফোনের ক্যাবিনেটে অন্তনির্মিত। এটিকে ইনবিল্ট অ্যান্টেনা বলা হয় ।

ব্যাটারি (Battery)

ব্যাটারি মোবাইল ফোনের বিদ্যুৎ সরবরাহের একমাত্র উৎস। মোবাইল ফোনে সাধারণত ৩.৭ ভোল্টের লিথিয়াম আয়ন (Li-Ion: Lithium-Ion) ব্যাটারি ব্যবহার করা হয়। কিছু কিছু ফোনে নিকেল ক্যাডমিয়াম (Ni-CD Nickel Cadmium) নিকেল মেটাল হাইড্রাইড (Mi- MH Nickel Metal Hydride) ব্যাটারি ব্যবহার করা হয়।

ব্যাটারি চার্জার (Battery Charger)

মোবাইল সেল ফোনের ব্যাটারি রিচার্জ করতে বিভিন্ন ধরনের চার্জার ব্যবহার করা হয়। এর মধ্যে রয়েছে সাধারণ ব্যাটারি চার্জার, ট্র্যাভেল অ্যাডাপ্টার (TA), সিগার লাইটার অ্যাডাপ্টার (CLA) ইত্যাদি।

সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (CPU)

সিপিইউ (CPU) মোবাইল ফোনের প্রধান কন্ট্রোল সেকশন। এটি সমস্ত ফাংশন নিয়ন্ত্রণ করে এবং সমস্ত প্রসেসিং কাজ সম্পন্ন করে।

রাম (RAM: Random Access Memory )

র্যাম একটি ক্ষয়যোগ্য (Erasable) স্মৃতি (Memory) যেখানে পুরোনো ডেটা এবং তথ্য মুছতে পারে।
নতুন ডেটা এবং তথ্য সংরক্ষণ করা যায়।

 

google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

রম (ROM: Read Only Memory )

এমন একটি স্মৃতি যা কেব্‌ল পঠনযোগ্য। এটি মুছা যায় না। রম এ তথ্য স্থায়ীভাবে সংরক্ষণ করা হয়।
এলইডি (LED Light Emitting Diode)
স্মার্টফোনের ডিসপ্লে এর ব্যাকলাইট আলো তৈরি করতে ব্যবহৃত হয়। মোবাইল ফোনে টর্চ লাইট সুবিধা পাওয়ার জন্য এলইডি ব্যবহার করা হয়।

আরএফ ক্রিস্টাল (RF Crystal)

আরএফ ক্রিস্টাল মোবাইল ফোনের গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট। সেল ফোনে সাধারণত ১৩ মেগাহার্টজ, ২৬ মেগাহার্টজ, ১৯.২ মেগাহার্টজ বা ৩৬.৪ মেগাহার্টজ ক্রিস্টাল ব্যবহৃত হয়। এই ক্রিস্টাল ত্রুটিযুক্ত থাকলে ফোনটি অকার্যকর হয়ে যায়।

ইয়ার স্পিকার (Ear Speaker)

ইয়ার স্পিকার মোবাইল ফোনের উপরের দিকে মাউন্ট করা থাকে। এটি মোবাইল ফোনে কথা বলার সময় শব্দ শুনতে সহায়তা করে। অর্থাৎ বৈদ্যুতিক শক্তির সমতুল্য শব্দ শক্তি উৎপন্ন করে।

মাইক্রোফোন (MIC: Microphone )

মোবাইল ফোনে কথা বলার সময় এটি কথা বা ভয়েস সিগন্যালকে সমতুল্য বৈদ্যুতিক সংকেতে বা টোন সংকেতে রুপান্তর করে। পরবর্তীতে এই সংকেতটি অডিও আইসিতে প্রেরণ করা হয়।

ভাইব্রেটর মোটর (Vibrator Motor)

এটি সাইলেন্ট মোডে বা বিকল্প চালু থাকা অবস্থায় আগত কল বা বার্তাগুলোর সময় কম্পন সতর্কতা সরবরাহ করে।

হ্যান্ডস্ ফ্রি কানেক্টর (Hands Free Connector)

হ্যান্ডস্ ফ্রি কানেক্টরের মাধ্যমে মোবাইল ফোনে হেড ফোন বা কানের ফোন ব্যবহার করে ফোনটি হাতে না ধরে কথোপকথন চালিয়ে যেতে সহায়তা করে।

 

স্মার্ট মোবাইল ফোনের বিভিন্ন কম্পোনেন্ট এর কাজ বর্ণনা

 

ইউএসবি চার্জিং কানেক্টর (USB Charging Connector)

মোবাইল ফোন চার্জিং এবং ডাটা আদান-প্রদানের জন্য মাইক্রো ইউএসবি কানেক্টর ব্যবহার করা হয়। ওয়াই-ফাই মডিউল (WI-FI Module )
স্মার্টফোনে ইন্টারনেট অ্যাক্সেস এবং ওয়েব ব্রাউজিং এর জন্য ফোনের ওয়াই-ফাই মডিউলের মাধ্যমে ব্রডব্যান্ড কানেকশনের ওয়াই-ফাই সুবিধা ব্যবহার করা হয় ।

আরও দেখুনঃ

Leave a Comment