আজকে আমরা ব্যবহারিক ৪ঃ ইলেকট্রনিক্স ল্যাবে ব্যবহৃত বিভিন্ন কম্পোনেন্ট টেস্টকরণ সম্পর্কে আলোচনা করবো । যা জেনারেল ইলেকট্রনিক্স ১ এর ইলেকট্রনিক কাজে ব্যবহৃত হ্যান্ড টুলস, পরিমাপক যন্ত্র এবং কম্পোনেন্টসমূহের ব্যবহার ও টেস্টিং অংশের অন্তর্গত।
Table of Contents
ব্যবহারিক ৪ঃ ইলেকট্রনিক্স ল্যাবে ব্যবহৃত বিভিন্ন কম্পোনেন্ট টেস্টকরণ
এর উপকরণ ব্যবহার করে একজন শিক্ষার্থী ইলেকট্রনিক্স ল্যাবে ব্যবহৃত কম্পোনেন্টসমূহ টেস্টকরণে দক্ষতা অর্জন করতে পারবে।
পারদর্শিতার মানদন্ডঃ
- কর্মক্ষেত্রে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, নিরাপত্তা ও ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) পরিধান করে কাজ শুরু করা;
- ইলেকট্রনিক্স ল্যাবে ব্যবহৃত টুলস ও ইকুইপমেন্ট এর তালিকা প্রস্তুত করা;
- ইলেকট্রনিক্স ল্যাবে ব্যবহৃত কম্পোনেন্ট এর তালিকা প্রস্তুত করা;
- ইলেকট্রনিক্স ল্যাবে ব্যবহৃত টুলস, ইকুইপমেন্ট ও কম্পোনেন্টসমূহ নির্বাচন ও সংগ্রহ করা;
- ইলেকট্রোস্ট্যাটিক ডিসচার্জ সর্তকতা বিধি অনুসরণ করে ইলেকট্রনিক্স ল্যাবে ব্যবহৃত কম্পোনেন্টসমূহ টেস্ট করার জন্য প্রস্তুতি গ্রহণ করা;
- ম্যানুয়ালের নির্দেশনা বা গাইড লাইন অনুযায়ী ইকুইপমেন্ট কম্পোনেন্ট এর সাথে সংযোগ করা:
- টেস্টিং পদ্ধতি অনুসরণ করে কম্পোনেন্টসমূহ পরীক্ষা করা;
- ভালো ও নষ্ট কম্পোনেন্টসমূহ পৃথক করা;
- কর্মক্ষেত্রের নিজস্ব নিয়ম/ বিধি অনুসারে টুলস ও ইকুইপমেন্টসমূহ পরিষ্কার করে নির্ধারিত স্থানে সংরক্ষণ করা;
- কর্মক্ষেত্রের বিধি অনুযায়ী বর্জ্যসমূহ নির্ধারিত স্থানে অপসারণ/ সংরক্ষণ করা ।
ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) :
ক্রমিক নং | সুরক্ষা সরঞ্জামের নাম | সংক্ষিপ্ত বিবরণ | পরিমাণ |
১ | ফেস মাস্ক | সার্জিক্যাল | ০১ টি |
২ | ইন্ডাস্ট্রিয়াল হ্যান্ড গ্লোভস | কর্মক্ষেত্রের বিধি অনুযায়ী | ০১ টি |
৩ | অ্যাপ্রোন | কর্মক্ষেত্রের বিধি অনুযায়ী | ০১ টি |
৪ | প্রোটেকটিভ গগলস | কর্মক্ষেত্রের বিধি অনুযায়ী | ০১ টি |
৫ | সেফটি সুজ | কর্মক্ষেত্রের বিধি অনুযায়ী | ০১ জোড়া |
৬ | ইলেকট্রোস্ট্যাটিক ডিসচার্জ ম্যাট | স্ট্যান্ডার্ড | ০১ টি |

প্রয়োজনীয় যন্ত্রপাতি:
ক্রমিক নং | যন্ত্রপাতির নাম | সংক্ষিপ্ত বিবরণ | পরিমাণ |
১ | এভো (AVO) মিটার / মাল্টিমিটার | সানোয়া ( Sanwa) অ্যানালগ / ডিজিটাল | ০১ টি |
২ | টুইজার | স্ট্যান্ডার্ড | ০১ টি |
৩ | ইলেকট্রিশিয়ান নাইফ | ৩ ইঞ্চি | ০১ টি |
প্রয়োজনীয় মালামাল(কম্পোনেন্ট) :
ক্রমিক নং | মালামালের নাম | সংক্ষিপ্ত বিবরণ | পরিমাণ |
১ | রেজিস্টর | ১ ওহম, ৩.৩ওহম, ৪.৭ওহম, ২২০ ওহম, ৩৩০ওহম, ৪৭০ ওহম, ৮১০ ওহম, ১ কিলোওহম, ২.২ কিলোওহম, ৪.৭ কিলোওহম, ১০ কিলোওহম, ৩৩ কিলোওহম | ১২ টি |
২ | ক্যাপাসিটর | ১০২পিএফ, ১০৩পিএফ ১০৪পিএফ, ৪৭২পিএফ, ১মাইক্রোফ্যারাড ২.২মাইক্রোফ্যারাড, ১০ মাইক্রোফ্যারাড | ০৭ টি |
৩ | ইন্ডাক্টর | ১ হেনরি, ২.২হেনরি | ০২ টি |
৪ | ডায়োড | আইএন ৪০০১, ৪০০২, ৪০০৭, ৫৮১৭ | ০৬ টি |
৫ | ট্রানজিস্টর | বিসি৫৪৭, ডি৪০০, বিসি৫৫৭, বিটি৩৯০৪, এ১৯৪৭, বিএসএস১৩৮ | ০৬ টি |
৬ | ইন্টিগ্রেটেড সার্কিট(IC) | ৫৫৫, এলএ ৭৪১ | ০৪ টি |
কাজের ধারা
১. ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) পরিধান করবে।
২. ইলেকট্রনিক্স ল্যাব এ ব্যবহৃত পরিমাপক যন্ত্রসমূহ নির্বাচন ও সংগ্রহ করবে।
৩. ইলেকট্রনিক্স ল্যাব এ ব্যবহৃত কম্পোনেন্টসমূহ নির্বাচন ও সংগ্রহ করবে।
৪. ইলেকট্রোস্ট্যাটিক ডিসচার্জ সর্তকতা বিধি অনুসরণ করে ইলেকট্রনিক্স ল্যাব এ ব্যবহৃত কম্পোনেন্টসমূহ টেস্ট করার জন্য প্রস্তুতি গ্রহণ করবে।
৫.অ্যানালগ মাল্টিমিটার ফাংশন রেঞ্জের কাটাকে ১০ ওহম রেঞ্জে সেট করবে।
৬. ডিজিটাল মাল্টিমিটারের ফাংশন রেঞ্জের কাটাকে ওহম রেঞ্জে সেট করে, সিলেক্টর সুইচ চেপে কিলোওহম
রেঞ্জ সেট করবে।
৭. অ্যানালগ এবং ডিজিটাল মাল্টিমিটার দিয়ে ভিন্ন কালারের ২টি এবং ভিন্ন কোডের ২টি রেজিস্টর নিয়ে রেজিস্টরের দুই প্রান্তে মিটারের পজেটিভ প্রোব (লাল তার) এবং নেগেটিভ প্রোব (কালো তার) সংযোগ করে পরিমাপ করবে এবং ফলাফলের ডাটা টেবিলে ডাটা লিপিবদ্ধ করবে ও ফলাফল পর্যবেক্ষণ করবে।
৮. অ্যানালগ এবং ডিজিটাল মাল্টিমিটার দিয়ে ভিন্ন মানের ২টি এবং ভিন্ন কোডের ২টি ইন্ডাক্টরের দুই টার্মিনালে মিটারের পজেটিভ প্রোব ও নেগেটিভ প্রোব সংযোগ করে পরীক্ষা করবে এবং ফলাফলের ডাটা টেবিলে ডাটা লিপিবদ্ধ করবে ও ফলাফল পর্যবেক্ষণ করবে।
৯. ক্যাপাসিটর পরীক্ষার করার জন্য ডিজিটাল মাল্টিমিটারের ফাংশন রেঞ্জের কাটাকে ওহম রেঞ্জে রেখে সিলেক্টর সুইচ চেপে ন্যানো ফ্রিকোয়েন্সি মোড সেট করবে।
১০. অ্যানালগ এবং ডিজিটাল মাল্টিমিটার দিয়ে ভিন্ন মানের ২টি ক্যাপাসিটরের দুই টার্মিনালে মিটারের পজেটিভ প্রোব ও নেগেটিভ প্রোব সংযোগ করে পরীক্ষা করবে এবং ফলাফলের ডাটা টেবিলে ডাটা লিপিবদ্ধ করবে ও ফলাফল পর্যবেক্ষণ করবে।
১১. ডায়োড এবং ট্রানজিস্টর পরীক্ষা করার জন্য ডিজিটাল মাল্টিমিটারের ফাংশন সিলেক্টরকে ওহম / ডায়োড রেঞ্জে সেট করে, সিলেক্টর সুইচ চেপে ডায়োড মোডে সেট করবে।
১২. অ্যানালগ এবং ডিজিটাল মাল্টিমিটার দিয়ে ভিন্ন মানের ২টি ডায়োড পরীক্ষা করবে। ডায়োডের অ্যানোড প্রান্তে মিটারের পজেটিভ প্রোব এবং ডায়োডের ক্যাথোড প্রান্তে মিটারের নেগেটিভ প্রোব সংযোগ করবে (অর্থাৎ ফরোওয়ার্ড বায়াস প্রয়োগ করবে) এবং পুনরায় বিপরীতভাবে সংযোগ করবে (অর্থাৎ রিভার্স বায়াস প্রয়োগ করবে) এবং পরীক্ষা করে ফলাফলের ডাটা টেবিলে ডাটা লিপিবন্ধ করবে ও ফলাফল পর্যবেক্ষণ করবে।
১৩. অ্যানালগ এবং ডিজিটাল মাল্টিমিটার দিয়ে ভিন্ন মানের ২টি ট্রানজিস্টর পরীক্ষা করবে। ট্রানজিস্টরের যে কোনো টার্মিনালে মিটারের পজেটিভ প্রোব কমন করে অপর দুই টার্মিনালের সাথে পজেটিভ প্রোব সংযোগ করে রিডিং নিবে, যদি রিডিং দেখায় কমন প্রোবটি বেস এবং ট্রানজিস্টরটি পিএনপি গ্রুপ। যদি রিডিং না দেখায় তাহলে এ প্রান্তে পজেটিভ প্রোব এর পরিবর্তে নেগেটিভ প্রোব কমন করে অপর দুই প্রান্তের রিডিং নিতে হবে। রিডিং দেখালে কমন টার্মিনালটি বেস এবং ট্রানজিস্টরটি এনপিএন গ্রুপ। রিডিং না আসলে পর্যায়ক্রমে এ ভাবে অপর দুই টার্মিনালকে কমন করে রিডিং নিতে হবে। যে টার্মিনাল কমন করলে রিডিং দেখাবে সেটি বেস এবং অপর দুটি কালেক্টর ও ইমিটার। তবে ডিজিটাল মিটারের ক্ষেত্রে তার বিপরীত হবে অর্থাৎ কমন টার্মিনালের প্রোব কালো হলে পিএনপি এবং লাল হলে এনপিএন।
১৪. অ্যানালগ এবং ডিজিটাল মাল্টিমিটার দিয়ে ভিন্ন মানের ২টি আইসি পরীক্ষা করবে। আইসির খাঁজ কাটা বা চিহ্নিত অংশ এর বাম প্রাপ্ত হতে ১নং পিন ধরে মাল্টিমিটার দ্বারা রেজিস্ট্যান্স পরিমাপ করবে এবং ফলাফলের ডাটা টেবিলে ডাটা লিপিবদ্ধ করবে ও ফলাফল পর্যবেক্ষণ করবে।
১৫. ভালো ও নষ্ট কম্পোনেন্টসমূহ পৃথক করবে।
১৬. টুলস ও ইকুইপমেন্টসমূহ পরিষ্কার করে নির্ধারিত স্থানে সংরক্ষণ করবে।
১৭. বর্জ্যসমূহ নির্ধারিত স্থানে অপসারণ/ সংরক্ষণ করবে।
ফলাফল:
রেজিস্টর: ডাটা টেবিল
সতর্কতা :
- এভো মিটার/ মাল্টিমিটার দ্বারা কম্পোনেন্ট টেস্ট করার পূর্বে নির্ধারিত টেস্ট রেঞ্জে সেট করা।
- কম্পোনেন্ট টেস্ট করার সময় দুই প্রান্তে হাতের স্পর্শ লাগলে হাতের রেজিস্ট্যান্স আসবে তাই সতর্কভাবে ধরা।
- কম্পোনেন্ট টেস্ট করার সময় টার্মিনালে কার্বনযুক্ত থাকতে পারে, তাই চুরি দ্বারা কার্বন পরিষ্কার করা।
অর্জিত দক্ষতা :
এ জবটি সম্পন্ন করায় এভো মিটার / মাল্টিমিটার ব্যবহার করে ইলেকট্রনিক্স কাজে ব্যবহৃত নষ্ট বা ত্রুটিযুক্ত কম্পোনেন্ট পরীক্ষা করে শনাক্ত করতে পারবে।
আরও দেখুনঃ